ভ্রমণ মানচিত্রে নদিয়া

ভ্রমণ মানচিত্রে নদিয়া নদিয়ার শিল্প, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা।
(5)

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
06/06/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

05/06/2025

গত সপ্তাহে আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা বেথুয়াডহরি বনভূমির পশ্চাতে একটি পুরাতন জমিদার বাড়ি দেখে ওই একই রাস্তায় চক হাতিশালা গ্রামে চলে গিয়েছিলাম। এই গ্রামের কালীতলাটি বড়ই অপূর্ব। নিচে তারই একটি ভিডিয়ো এখানে আমি আপনাদের দেখাচ্ছি—
পথনির্দেশ—
যুগপুর ফ্লাইওভার পেরিয়ে কিছুটা যাওয়ার পর বাঁহাতি একটি রাস্তা ধরে (বেথুয়াডহরী বনভূমির প্রধান প্রবেশদ্বারের আগেই) যেতে হবে।

গত ৩০ মে আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা নদীয়া জেলার বেথুয়াডহরি বনভূমির পশ্চাতে একটি ভগ্ন-জীর্ণ জমিদার বাড়...
04/06/2025

গত ৩০ মে আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা নদীয়া জেলার বেথুয়াডহরি বনভূমির পশ্চাতে একটি ভগ্ন-জীর্ণ জমিদার বাড়ির সন্ধান পেয়েছিলাম, যা আমি পূর্ববর্তী পোস্টে আপনাদের দেখিয়েছি। উক্ত জমিদার বাড়ির পাশেই রয়েছে দুটি পুকুর, একটি বাঁশবাগান ও এটি আমবাগান। হয়তো আরও কিছু দেখার মতো সেখানে থাকতে পারে, যা জানা না-থাকায় আমাদের দেখা হয়নি। নিচে উক্ত জমিদার বাড়ির আশপাশের কয়েকটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি—

গত রবিবার আমাদের নৈয়মিক সাইকেল-ভ্রমণে আমরা নদীয়া জেলার বেথুয়াডহরি ফরেস্টের পশ্চাতে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ি দ...
04/06/2025

গত রবিবার আমাদের নৈয়মিক সাইকেল-ভ্রমণে আমরা নদীয়া জেলার বেথুয়াডহরি ফরেস্টের পশ্চাতে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ি দেখতে গিয়েছিলাম। নিচে তারই কয়েকটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি—

নদীয়া জেলার মুড়াগাছা গ্রামের সর্বমঙ্গলা মন্দির এবং......।
03/06/2025

নদীয়া জেলার মুড়াগাছা গ্রামের সর্বমঙ্গলা মন্দির এবং......।

"কামারহাটি রেলগেট, নদীয়া"গতকাল আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা নদীয়ার কৃষ্ণনগর থেকে রওনা হয়ে এনএইচ১২ ধরে উ...
03/06/2025

"কামারহাটি রেলগেট, নদীয়া"
গতকাল আমাদের নিত্য-রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা নদীয়ার কৃষ্ণনগর থেকে রওনা হয়ে এনএইচ১২ ধরে উত্তরমুখী পথে ১৭/১৮ কিলোমিটার যাওয়ার পরে সিংহাটি মোড় থেকে বাঁহাতি রাস্তা ধরে সিংহাটি গ্রামের মধ্যে দিয়ে খাজুরি, বনগ্রাম, কামারহাটি ইত্যাদি গ্রাম অতিক্রম করে মুড়াগাছা চলে গিয়েছিলাম।

চিত্র-পরিচিতি—
কামারহাটি রেলগেট ও আশপাশের কয়েকটি ছবি এখানে সন্নিবেশিত করা হয়েছে। এই রেলগেটটি মুড়াগাছা রেলস্টেশনের অব্যবহিত পূর্বে অবস্থিত। এই জায়গাটি অপেক্ষাকৃত নির্জন ও সবুজ বলয়াবৃত হওয়ায় হওয়ায় বেশ দৃষ্টিনন্দিত এতে কোন সন্দেহ নেই।

নদীয়া জেলার খাজুরি গ্রামের তিনটি দৃশ্য—
03/06/2025

নদীয়া জেলার খাজুরি গ্রামের তিনটি দৃশ্য—

"নদীয়ার সিংহাটি গ্রামের কয়েকটি দৃশ্য"গতকাল সকাল ৫:৪০-এ আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়ার কৃষ্ণনগর থেকে আমরা মোট ...
02/06/2025

"নদীয়ার সিংহাটি গ্রামের কয়েকটি দৃশ্য"
গতকাল সকাল ৫:৪০-এ আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে নদীয়ার কৃষ্ণনগর থেকে আমরা মোট সাতজন (আমি, বাঁকাদা, পলাশ পাইক, ঈশান পাইক এবং রাজ রাউত, সুজন দেবনাথ ও তপন মন্ডল) এনএইচ১২ ধরে উত্তরমুখী রওনা দিয়েছিলাম। এরপর পথে (ধুবুলিয়ায়) দৈয়ের বাজার থেকে এসে আমাদের সঙ্গে যুক্ত হয় বিধান ঘোষ। আবার সিংহাটি মোড়ে এসে রাজ, সুজন ও তপন আমাদের থেকে বিযুক্ত হয়ে যায়। এখান থেকে ওরা রওনা দেয়, সিধা উত্তরবঙ্গের দিকে, ওদের লক্ষ্যস্থল দার্জিলিং। ওরা তিনজন যেমন এখানে বিযুক্ত হয় তেমন এখানেই এসে আমাদের সঙ্গে যুক্ত হয় বেথুয়াডহরীর কুন্দন ঘোষ। ওকে নিয়ে আমাদের ৬ জনের দল এবার সিংহাটি গ্রামের মধ্যে দিয়ে রওনা দেয় পূর্বনির্দিষ্ট মুরাগাছার দিকে।

চিত্র-পরিচিতি—
নদীয়ার সিংহাটি গ্রামের মধ্যে দিয়ে আমাদের যাত্রাপথের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে।

গতকাল সকালে আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা যখন নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে বের হই তখন দলে বেশ ভারী ছিলাম। তখন ছিলাম...
02/06/2025

গতকাল সকালে আমাদের রবিবাসরীয় সাইকেল-ভ্রমণে আমরা যখন নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে বের হই তখন দলে বেশ ভারী ছিলাম। তখন ছিলাম আমি, বাঁকাদা, পলাশ পাইক, (পলাশের ছেলে) ঈশান পাইক এবং তিন দার্জিলিং-অভিযাত্রী— তপন মন্ডল (পৈলান, দক্ষিণ ২৪ পরগনা), রাজ রাউত (হাবরা, উত্তর ২৪ পরগনা), ও সুজন দেবনাথ (অশোকনগর, উত্তর ২৪ পরগনা)। শেষোক্ত তিনজন আগের দিনই রাত্রে কৃষ্ণনগর এসে পৌঁছে গেছিল আমাদের সেফ শেল্টার ২১-এ। এরপর দার্জিলিংযাত্রী উক্ত তিনবন্ধু কৃষ্ণনগর থেকে ১৭/১৮ কিলোমিটার দূরবর্তী সিংহাটি মোড় অবধি যাবার পর আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা এনএইচ১২ ধরে এগিয়ে যায় যথাউদ্দেশ্যে। আর আমরা বাকি কজন রওনা দিই পূর্বনির্দিষ্ট মুড়াগাছার দিকে।

আমাদের পূর্বপরিকল্পনা অনুসারে আজ সকালে সাইকেল-ভ্রমণোদ্দেশে সর্বপ্রথমে আমি এবং তার পরে বাঁকাদা নদীয়া জেলার কৃষ্ণনগরে পিড...
01/06/2025

আমাদের পূর্বপরিকল্পনা অনুসারে আজ সকালে সাইকেল-ভ্রমণোদ্দেশে সর্বপ্রথমে আমি এবং তার পরে বাঁকাদা নদীয়া জেলার কৃষ্ণনগরে পিডাব্লিউডি মোড়ে গিয়ে পৌঁছে যাই। তখনও আমাদের অন্যান্য সঙ্গীদের কেউ সেখানে এসে উপস্থিত হয়নি। এক্ষেত্রে আমাদের যা করণীয়, তাই করেছিলাম। আশপাশ দেখে আমরা এই দুজন সময়টা কাটিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে কয়েকটি ছবিও তুলেছিলাম।

31/05/2025

গত পরশু আমাদের সংক্ষিপ্ত বৈকালিক ভ্রমণে আমরা (আমি ও আমার তরুণ বন্ধু অরুণজিৎ দত্ত) যখন নদীয়া জেলার পানিনালা গ্রামে জলঙ্গীর কাছাকাছি ছিলাম—

31/05/2025

গতকাল আমার ও অরুণজিতের সংক্ষিপ্ত বৈকালিক ভ্রমণে কৃষ্ণনগরের তরুণ সংঘ ঘাটের পার্শ্ববর্তী জলঙ্গিপাড় থেকে গৃহীত আরেকটি ভিডিও এখানে আপনাদের দেখাচ্ছি—

Address

Padia Market
Krishnagar
741101

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভ্রমণ মানচিত্রে নদিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category