Utopia / ইউটোপিয়া

Utopia / ইউটোপিয়া This is a Travel Agency. You may book your tour packages in a very cheap rates.

30/08/2025
28/08/2025

💥আমাদের আয়োজনে ১১ জনের গ্রুপ নিয়ে কাশ্মীর ট্যুর।
🔵রইল ট্যুর রিভিউ।
🔵টিম, Utopia / ইউটোপিয়া -র পক্ষ থেকে এই গ্রুপের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

🟢সবুজ প্রকৃতির মাঝে শান্ত ও নিরিবিলি পরিবেশে দু - তিনটে দিন ছুটি কাটানোর জন্য ইচ্ছে গাঁও, শিলেরী গাঁও বা রামধুরা একটি আদ...
27/08/2025

🟢সবুজ প্রকৃতির মাঝে শান্ত ও নিরিবিলি পরিবেশে দু - তিনটে দিন ছুটি কাটানোর জন্য ইচ্ছে গাঁও, শিলেরী গাঁও বা রামধুরা একটি আদর্শ পাহাড়ি গ্রাম। কালিম্পং জেলায় অবস্থিত এই গ্রামগুলি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। যারা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য এই ভ্রমণ নিঃসন্দেহে উপযুক্ত।

🟠কীভাবে যাবেন?
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে বা সড়ক পথে শিলিগুড়ি পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি যাওয়া যায়। দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। শেয়ার গাড়িতে গেলে প্রথমে কালিম্পং এবং সেখান থেকে অন্য গাড়ি রিজার্ভ করে গন্তব্যে পৌঁছানো সম্ভব।

🔵থাকার ব্যবস্থা
থাকার জন্য হোটেল বা রিসর্টের পরিবর্তে এখানে আমাদের আসোসিয়েট হোমস্টে রয়েছে। আমাদের এই হোমস্টেতে আপনি পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং হাইজেনিক ওয়েস্টার্ন টয়লেট। এছাড়া প্রথম দিনের লাঞ্চ থেকে শুরু করে শেষদিনের ব্রেকফাস্ট। এছাড়াও এখানে পাবেন উষ্ণ অভ্যর্থনা, আন্তরিক আতিথিওতা।

👉ভ্রমণ পরিকল্পনা:
🔴প্রথম দিন:
সকালে: নিউ জলপাইগুড়ি থেকে ইচ্ছে গাঁও বা শিলেরী গাঁও অথবা রামধুরা পৌঁছনো। আমাদের গাড়ি আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রামধুরা / শিলেরীগাঁও বা ইচ্ছে গাঁওয়ের হোমস্টেতে পৌঁছে দেবে। যাত্রাপথে সেবক রোড, তিস্তা নদী এবং কালিম্পং শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
👉দুপুরে: হোমস্টেতে পৌঁছে মধ্যাহ্নভোজন সেরে কিছুক্ষণ বিশ্রাম নিন। দুপুরের পর পায়ে হেঁটে শান্ত ও সুন্দর গ্রামটি ঘুরে দেখতে পারেন। এখানকার প্রতিটি বাড়ি রঙিন পাহাড়ি ফুলে সাজানো, যা আপনাকে মুগ্ধ করবেই।
👉সন্ধ্যায়: হোমস্টের ব্যালকনিতে বসে গরম চা বা কফির সহযোগে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করুন। অথবা বনফায়ারে মেতে উঠুন সকলে মিলে। পরিষ্কার আকাশে দূরের রংপো শহরের আলো তারার মতো জ্বলজ্বল করতে দেখা যায়।

🔴দ্বিতীয় দিন: সাইটসিয়িং
খুব ভোরে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য দেখুন (পরিষ্কার আকাশে)। সকালের জলখাবার সেরে পার্শ্ববর্তী স্থানগুলি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ুন। এই লিস্টে থাকছে -📍 ডেলো পার্ক, সায়েন্স সিটি, দূরপিনদাড়া মনেস্ট্রি, ক্যাকটাস গার্ডেন, দুর্গা মন্দির, হনুমান টক, গল্ফ কোর্স, মরগ্যান হাউস, জলসা বাংলো (ব্রিটিশ আমলে তৈরি একটি ঐতিহাসিক বাংলো) ইত্যাদি। অথবা ঘুরে দেখতে পারেন 📍লাভা মনেস্ট্রি, ছাঙ্গে ওয়াটার ফলস, ঋষপ সাইলেন্ট ভ্যালি ইত্যাদি। শিলেরীগাঁও তে থাকলে পায়ে হেঁটে দেখে নিতে পারেন রামেতি ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর বাঁক এবং কাঞ্চনজঙ্ঘার বিস্বিস্তৃত দৃশ্য দেখা যায়।

🔴তৃতীয় দিন: তৃতীয় দিনের সকালে পাহাড়ের মনোরম পরিবেশে আপনার ঘুম ভাঙ্গবে পাখির কলতানে। সকালের জলখাবার উপভোগ করার সাথে সাথে গত দুই দিনের পাহাড় ভ্রমণের অসাধারণ মুহূর্তগুলি মনের গভীরে গেঁথে যাবে। মেঘে ঢাকা উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘার স্বর্ণালী আভার স্মৃতি আপনাকে আগামী দিনেও মোহিত করে রাখবে।
👉বিদায়ের পথে কিছু মুহূর্ত: জলখাবার শেষে, ব্যাগ গুছিয়ে পাহাড়ের সেই চিরচেনা সবুজ আর পাইনের জঙ্গলকে বিদায় জানানোর পালা। এবার আপনার যাত্রা নিউ জলপাইগুড়ি (NJP) বা শিলিগুড়ির পথে। ফেরার এই পথটিও কিন্তু কম আকর্ষণীয় নয়। পথের ধারে চোখে পড়বে একের পর পাহাড়ি উপত্যকার অমোঘ সৌন্দর্য, পাইনের জঙ্গল আর ছোট ছোট গ্রাম। ইচ্ছে হলে, সময় বুঝে গাড়ি থামিয়ে সেবকের করোনেশন ব্রিজ বা বাঘপুলের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পারেন। তিস্তা নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটি স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
👉গন্তব্যে পৌঁছানো: অবশেষে, পাহাড় ভ্রমণের একরাশ মিষ্টি স্মৃতি বুকে নিয়ে আমাদের গাড়ি আপনাকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন (NJP) অথবা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। এখান থেকেই আপনি আপনার বাড়ির পথে রওনা দেবেন, তবে উত্তরবঙ্গের এই মায়াবী আকর্ষণ আর Utopia / ইউটোপিয়ার উষ্ণ আতিথেয়তা আপনাকে আবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে।

✅খরচঃ
8 জন.......₹3,999/- প্রতি জন।
7 জন.......₹4,299/- প্রতি জন।
6 জন.......₹4,499/- প্রতি জন।
5 জন.......₹4,899/- প্রতি জন।
4 জন.......₹5,299/- প্রতি জন।
2 জন.......₹8,299/- প্রতি জন।

🙏টিম 📌UTOPIA ইউটোপিয়া
☎️ +91 9614669952
☎️ +91 7384399622
☎️ +91 9046752848

🟢সবুজ প্রকৃতির মাঝে শান্ত ও নিরিবিলি পরিবেশে দু - তিনটে দিন ছুটি কাটানোর জন্য ইচ্ছে গাঁও, শিলেরী গাঁও বা রামধুরা একটি আদ...
25/08/2025

🟢সবুজ প্রকৃতির মাঝে শান্ত ও নিরিবিলি পরিবেশে দু - তিনটে দিন ছুটি কাটানোর জন্য ইচ্ছে গাঁও, শিলেরী গাঁও বা রামধুরা একটি আদর্শ পাহাড়ি গ্রাম। কালিম্পং জেলায় অবস্থিত এই গ্রামগুলি কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। যারা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চান, তাদের জন্য এই ভ্রমণ নিঃসন্দেহে উপযুক্ত।

🟠কীভাবে যাবেন?
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে বা সড়ক পথে শিলিগুড়ি পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি যাওয়া যায়। দূরত্ব প্রায় ৮৫ কিলোমিটার। শেয়ার গাড়িতে গেলে প্রথমে কালিম্পং এবং সেখান থেকে অন্য গাড়ি রিজার্ভ করে পৌঁছানো সম্ভব।

🔵থাকার ব্যবস্থা
থাকার জন্য হোটেল বা রিসর্টের পরিবর্তে এখানে আমাদের আসোসিয়েট হোমস্টে রয়েছে। আমাদের এই হোমস্টেতে আপনি পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, টয়লেট। প্রথম দিনের লাঞ্চ থেকে শেষদিনের ব্রেকফাস্ট। এছাড়াও এখানে পাবেন উষ্ণ অভ্যর্থনা, আন্তরিক আতিথিওতা।

👉ভ্রমণ পরিকল্পনা:
🔴প্রথম দিন:
সকালে: নিউ জলপাইগুড়ি থেকে ইচ্ছে গাঁও বা শিলেরী গাঁও অথবা রামধুরা পৌঁছনো। আমাদের গাড়ি আপনাদের নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে রামধুরা / শিলেরীগাঁও বা ইচ্ছে গাঁওয়ের হোমস্টেতে পৌঁছে দেবে। যাত্রাপথে সেবক রোড, তিস্তা নদী এবং কালিম্পং শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
👉দুপুরে: হোমস্টেতে পৌঁছে মধ্যাহ্নভোজন সেরে কিছুক্ষণ বিশ্রাম নিন। দুপুরের পর পায়ে হেঁটে শান্ত ও সুন্দর গ্রামটি ঘুরে দেখতে পারেন। এখানকার প্রতিটি বাড়ি রঙিন পাহাড়ি ফুলে সাজানো, যা আপনাকে মুগ্ধ করবেই।
👉সন্ধ্যায়: হোমস্টের ব্যালকনিতে বসে গরম চা বা কফির সহযোগে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করুন। অথবা বনফায়ারে মেতে উঠুন সকলে মিলে। পরিষ্কার আকাশে দূরের রংপো শহরের আলো তারার মতো জ্বলজ্বল করতে দেখা যায়।

🔴দ্বিতীয় দিন: সাইটসিয়িং
খুব ভোরে ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য দেখুন (পরিষ্কার আকাশে)। সকালের জলখাবার সেরে পার্শ্ববর্তী স্থানগুলি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ুন। এই লিস্টে থাকছে -📍 ডেলো পার্ক, সায়েন্স সিটি, দূরপিনদাড়া মনেস্ট্রি, ক্যাকটাস গার্ডেন, দুর্গা মন্দির, হনুমান টক, গল্ফ কোর্স, মরগ্যান হাউস, জলসা বাংলো (ব্রিটিশ আমলে তৈরি একটি ঐতিহাসিক বাংলো) ইত্যাদি। অথবা ঘুরে দেখতে পারেন 📍লাভা মনেস্ট্রি, ছাঙ্গে ওয়াটার ফলস, ঋষপ সাইলেন্ট ভ্যালি ইত্যাদি। শিলেরীগাঁও তে থাকলে পায়ে হেঁটে দেখে নিতে পারেন রামেতি ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা নদীর বাঁক এবং কাঞ্চনজঙ্ঘার বিস্বিস্তৃত দৃশ্য দেখা যায়।

🔴তৃতীয় দিন: তৃতীয় দিনের সকালে পাহাড়ের মনোরম পরিবেশে আপনার ঘুম ভাঙ্গবে পাখির কলতানে। সকালের জলখাবার উপভোগ করার সাথে সাথে গত দুই দিনের পাহাড় ভ্রমণের অসাধারণ মুহূর্তগুলি মনের গভীরে গেঁথে যাবে। মেঘে ঢাকা উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘার স্বর্ণালী আভার স্মৃতি আপনাকে আগামী দিনেও মোহিত করে রাখবে।
👉বিদায়ের পথে কিছু মুহূর্ত: জলখাবার শেষে, ব্যাগ গুছিয়ে পাহাড়ের সেই চিরচেনা সবুজ আর পাইনের জঙ্গলকে বিদায় জানানোর পালা। এবার আপনার যাত্রা নিউ জলপাইগুড়ি (NJP) বা শিলিগুড়ির পথে। ফেরার এই পথটিও কিন্তু কম আকর্ষণীয় নয়। পথের ধারে চোখে পড়বে একের পর পাহাড়ি উপত্যকার অমোঘ সৌন্দর্য, পাইনের জঙ্গল আর ছোট ছোট গ্রাম। ইচ্ছে হলে, সময় বুঝে গাড়ি থামিয়ে সেবকের করোনেশন ব্রিজ বা বাঘপুলের অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পারেন। তিস্তা নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটি স্থাপত্যের এক অনন্য নিদর্শন।
👉গন্তব্যে পৌঁছানো: অবশেষে, পাহাড় ভ্রমণের একরাশ মিষ্টি স্মৃতি বুকে নিয়ে আমাদের গাড়ি আপনাকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন (NJP) অথবা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। এখান থেকেই আপনি আপনার বাড়ির পথে রওনা দেবেন, তবে উত্তরবঙ্গের এই মায়াবী আকর্ষণ আর Utopia / ইউটোপিয়ার উষ্ণ আতিথেয়তা আপনাকে আবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে।

✅খরচঃ
8 জন.......₹3,999/- প্রতি জন।
7 জন.......₹4,299/- প্রতি জন।
6 জন.......₹4,499/- প্রতি জন।
5 জন.......₹4,899/- প্রতি জন।
4 জন.......₹5,299/- প্রতি জন।
2 জন......₹8,299/- প্রতি জন।

🙏টিম 📌UTOPIA ইউটোপিয়া
☎️ +91 9614669952
☎️ +91 7384399622
☎️ +91 9046752848

অবশেষে চালু হল বাগডোগরা থেকে গ্যাংটক  #হেলিকপ্টার পরিষেবা, ভাড়া ও সময়সূচি জানতে👇🌏এই রুটে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার ...
21/08/2025

অবশেষে চালু হল বাগডোগরা থেকে গ্যাংটক #হেলিকপ্টার পরিষেবা, ভাড়া ও সময়সূচি জানতে👇
🌏এই রুটে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে!
🌏 একজন যাত্রীর জন্য একমুখী ভাড়া ধার্য করা হয়েছে ৪,৫০০ টাকা!
🌏 প্রতিটি ফ্লাইটে সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি থাকবে, যার মাত্রা ৫৫ সেমি x ৪০ সেমি x ২০ সেমি।
🌏 টিকিট বুকিংয়ের জন্য যাত্রীরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাংটকের টিকিট কাউন্টার, এসটিডিসির এমজি মার্গ অফিস অথবা বাগডোগরা বিমানবন্দরের হেলিপোর্ট বুকিং অফিসে যোগাযোগ করতে পারেন।
🌏 টিকিট বুকিংয়ের ফোন নম্বরগুলি হল ০৩৫৯২-২০৩৯৬০ ও ৭৩১৮৯০৬৬৭৭।

🌏 হেলিকপ্টারের সময়সূচি নিম্নরূপ:

■👉 গ্যাংটক থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে বাগডোগরায় পৌঁছবে সকাল ১০টা ১০ মিনিটে।
■👉 বাগডোগরা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে সকাল ১১টা ১৫ মিনিটে।
■ 👉গ্যাংটক থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে বাগডোগরায় পৌঁছবে দুপুর ১টায়।
■ 👉বাগডোগরা থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে গ্যাংটকে পৌঁছবে দুপুর ২টো ৫ মিনিটে।

তবে, আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে এই পরিষেবা পরিচালিত হবে।

🌏 সিকিমের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করতে স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড এবং সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এসটিডিসি)-এর যৌথ উদ্যোগে এই পরিষেবা পুনরায় শুরু করা হল।

© Bengali News.

04/08/2025

✅ About the trip....

🟠Day 01....Njp to
⚪Day 02...Pelling Sightseeing
🟢Day 03... Stay & Budhha park Sightseeing
🔵Day 04...Temi, Chardham Sightseeing & NJP drop




🟪If you are planning to visit, don't feel hesitate to contact us, your satisfaction is our top priority.

🔵Team, Utopia / ইউটোপিয়া
☎️9614669952
☎️7384399622
☎️ 9046752848

📍 Nepal Tour @ 10,999/-====================🟦Package Details:- Duration: 5 Nights 6 Days- Route: Raxaul to Raxaul- Destin...
03/08/2025

📍 Nepal Tour @ 10,999/-
====================

🟦Package Details:
- Duration: 5 Nights 6 Days
- Route: Raxaul to Raxaul
- Destination: Nepal (Kathmandu, Bhaktapur, Nagarkot, Pokhara)

🔵Day-Wise Itinerary:

📌Day 1: Raxaul to Kathmandu (Approx. 6-7 hours)
- Depart from Raxaul border and cross into Birgunj, Nepal.
- Drive to Kathmandu, the capital city of Nepal
- Check-in to hotel and rest
- Evening free to explore Thamel area

📌Day 2: Kathmandu Sightseeing
- Visit Pashupatinath Temple, a sacred Hindu site
- Explore Boudhanath Stupa, a UNESCO World Heritage Site
- Visit Kathmandu Durbar Square, a historic palace complex

📌Day 3: Kathmandu to Bhaktapur and Nagarkot
- Drive to Bhaktapur, a medieval town known for its rich culture and heritage
- Visit Bhaktapur Durbar Square and pottery square
- Continue to Nagarkot for sunset and overnight stay

📌Day 4: Nagarkot to Pokhara (Approx. 6-7 hours)
- Enjoy sunrise from Nagarkot
- Drive to Pokhara, a lakeside town
- Check-in to hotel and rest
- Evening free to explore Lakeside area

📌Day 5: Pokhara Sightseeing
- Visit Phewa Lake and take a boat ride
- Explore World Peace Stupa and Bindhyabasini Temple
- Visit Devi's Fall and Gupteshwor Cave

📌Day 6: Pokhara to Raxaul (Approx. 7-8 hours)
- Depart from Pokhara and drive back to Raxaul border

✅Package Includes:
- Accommodation in Kathmandu, Nagarkot, and Pokhara
- Meals (MAP)
- AC Innova

🔴Package Excludes:
- Entry fees to monuments and temples
- Personal expenses
- Travel insurance

👉Cost:
₹10,999/- per head.
[Minimum 7 pax]

🔵Team UTOPIA ইউটোপিয়া
☎️09614669952
☎️07384399622
☎️09046752848

30/07/2025

✅প্রথমেই বলি এটি এ. আই দ্বারা নির্মিত।
👉বাস্তবের আমাদের ট্যুরিস্ট (অতিথিরা) আমাদের ট্যুরের যেমন রিভিউ দেন, ঠিক তেমনি এ. আই কেও বলা হয়েছিল, ইউটোপিয়ার রিভিউগুলো স্টাডি করে একটা ফিডব্যাক তৈরি করতে। এ. আই কেমন রিভিউ দিল, রইল সেই ভিডিও।
🔵এই ভিডিওটি তৈরি করে দিয়েছেন আমাদের আয়োজনে দু'বার পাহাড়ে (শিলারিগাঁও/ ডুয়ার্স - রিসপ) বেড়াতে যাওয়া অতিথি Shoyeb Bhaijaan ভাই।

29/07/2025

✍️একটা ট্যুর অর্গানাইজ করার পর, ট্যুরের শেষ দিন অতিথিদের মুখে যখন অনাবিল আনন্দের ছাপ ও উচ্ছ্বাস দেখি, তখন মন আনন্দে ভরে ওঠে। আমাদের কাছে সবটা প্রফেশনাল নয়, পারিবারিকও বটে।
✍️আমরা এই টুকুই তো চেয়ে ছিলাম। একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে। একটা ট্যুরকে সুন্দরভাবে গুছিয়ে পরিষেবা প্রদান করা আমাদের পরিশ্রমকে সার্থক করে তোলে।
✍️আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সাহচর্য, ব্যাপক সমর্থন আমরা পেয়েছি।
✍️ ইউটোপিয়াকে মানুষ যতটুকু চিনেছে সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসার ফসল। এই সমস্তটাই আপনাদের উৎসর্গ করলাম।
✍️ আগামীদিনেও আপনাদের ঠিক এই ভাবেই পাশে পাব এই আশা রাখছি।

🙏টিম, Utopia / ইউটোপিয়া

27/07/2025

✅ কৃষ্ণনগর ও মায়াপুর থেকে ৫ জনের গ্রুপ ট্যুর।
সিটং ও দাওয়াইপানি। রইল ট্যুর রিভিউ।
োপিয়া_TOUR_REVIEW


🙏 Utopia / ইউটোপিয়া
☎️9614669952, ☎️7384399622
☎️9046752848

26/07/2025

🔴দার্জিলিং এর আশেপাশে যতগুলো অফবিট ডেস্টিনেশন আবিষ্কার হয়েছে তার মধ্যে সিটং নিঃসন্দেহে অন্যতম।

🔵অপার প্রাকৃতিক সৌন্দর্যের খনি এই সিটং এ একসাথে পাবেন কমলা লেবুর উপত্যকা, চা বাগান, উওরাকাশ জুড়ে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা, স্থানীয় দর্শনীয় স্থান - পাহাড়ি নদী, ঝর্না, লেক, বৌদ্ধ মনেস্ট্রি, তিন শত ষাট ডিগ্রি প্যানোরমিক ভিউ, পাহাড়ি মানুষের উষ্ণ আন্তরিকতা ও আতিথেয়তা। সিটং খুব কাছেই রয়েছে লাটপাঞ্চার - যা পক্ষী প্রেমীদের স্বর্গরাজ্য।

🟢আমাদের আয়োজনে কলকাতা থেকে ১০ জন সিটং ভ্রমণ করলেন। রইল ট্যুর রিভিউ।

👉যেকোন ট্যুরের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করুন -
📌 Utopia / ইউটোপিয়া
☎️ 096146 69952
☎️ 07384399622
☎️ 09046752848

23/07/2025

🔵আমাদের আয়োজনে ডুয়ার্স ট্যুর। বনফায়ার ও বার্বিকিউ এর মিশেলে ভেসে গেছে সন্ধ্যা। বনফায়ারের সেই উত্তাপ গায়ে মেখে ফুরফুরে মেজাজে আমাদের অতিথিরা। রইল এই ট্যুরের রিভিউ।

👉পুজোর বুকিং এর জন্য যোগাযোগ করুন।
✅ সিল্ক রুট, দার্জিলিং, নেপাল, ভুটান, কালিম্পং, ডুয়ার্স, পুরুলিয়া, গ্যাংটক, পেলিং, সিমলা, মানালি, লাহুল, স্পিতি, লে, লাদাখ, সাংলা, কল্পা, সারাহান, ছিটকুল, নৈনিতাল, মসৌরি, উটি, কাশ্মীর, আন্দামান, গোয়া, শিলং, চেরাপুঞ্জি, কাজিরাঙ্গা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, কেরালা, কর্ণাটক, ভাইজ্যাগ, ওড়িশা, নেতার হাট, রাচি, মধুপুর, গিরিডি, রাজগির, দেওঘর, জগদলপুর, থাইল্যান্ড, আফ্রিকা, বালি, মালয়শিয়া ইত্যাদি। বুকিং নম্বর -
☎️9614669952, 7384399622, 9046752848

💐Warm regards
🔵Team,
Utopia / ইউটোপিয়া

োপিয়া_TOUR_REVIEW

Address

Saktinagar
Krishnagar
741102

Telephone

+919614669952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Utopia / ইউটোপিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category