19/04/2025
📍দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন?
============================
✍️শীতের মরসুম শেষ দক্ষিণবঙ্গে। বসন্তও বিদায় নিয়েছে। চরচর করে বাড়ছে উষ্ণতার পারদ। 'শীতকাল কবে আসবে সুপর্ণাও' জানেনা! তবে পাহাড়ে শীতের আমেজ পেতে দু'তিন দিন দার্জিলিং -ই বাঙালির সেরা ঠিকানা!
🖊️ এপ্রিল - মে অথবা জুন মাসে পাহাড়ে বেড়াতে যেতে চান অনেকেই। তার মধ্যে হয়তো কেউ কেউ নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি পর্যন্ত ট্রেনের ও বাসের টিকিটও কেটে ফেলেছেন। তাদের কথা স্মরণ করেই ইউটোপিয়া নিয়ে এলো দুই রাত তিন দিনের দার্জিলিং ভ্রমণের এক দুর্দান্ত প্ল্যান।
📌প্রথমদিন -
NJP স্টেশন থেকে আমাদের রিজার্ভ গাড়িতে আপনাদের নিয়ে আসা হবে দার্জিলিং ম্যালের কাছেই আমাদের হোটেলে। যেতে যেতে পথে দেখে নিন কার্শিয়াং ভিউ পয়েন্ট। দার্জিলিং পৌঁছে হোটেলে চেক ইন করুন।
🖊️এরপর মধ্যাহ্নের আহার সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিন। সন্ধ্যায়, আপনার রুমেই চলে আসবে গরম গরম চা ও স্ন্যাক্স। চা পান করার পর পায়ে হেঁটে চলে আসুন দার্জিলিং ম্যালে। চাইলে দুপুরের দিকে মহাকাল মন্দিরও ঘুরে নিতে পারেন অথবা ক্যেভেন্টিয়ার্স বা গ্লেনারিসে সময় অতিবাহিত করতে পারেন।
🖊️ম্যাল ঘোরা হয়ে গেলে হোটেলে ফিরে নৈশ ভোজ সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন কারণ পরের দিন ..........
📌(দ্বিতীয় দিন)-
অনেক ভোরে আমাদের রিজার্ভ করা গাড়িতে চেপে যেতে হবে 🌄'টাইগারহিলের' উদ্দেশে। টাইগারহিল দেখার পর দেখে নিন বাতাসিয়ালুপ ও ঘুম মনেস্ট্রি।
🖊️এরপর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন। রেডি হয়ে যেতে হবে দার্জিলিং সাইট সিয়িং এর জন্য। এইবার সাইট সিয়িং -এ থাকছে - 📍 রোপওয়ে, চিড়িয়াখানা, HMI, তেনজিং রক, টি গার্ডেন, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, টিবেটিয়ান রিফিউজি ক্যাম্প, (রক গার্ডেন, গঙ্গামাইয়া পার্ক অতিরিক্ত খরচ) ইত্যাদি।
🖊️ফিরে এসে আমাদের আতিথিয়তায় গরম গরম বাঙালি সুস্বাদু মধ্যাহ্নভোজ সেরে নিন। মন চাইলে একটু ঘুমিয়ে নিতে পারেন। সন্ধ্যায় চা ও স্ন্যাক্স খেয়ে পায়ে হেঁটে চলে আসুন ম্যালে। প্রিয়জনের জন্য কেনাকাটা করতে চাইলে ম্যাল সংলগ্ন বিপননী থেকে ক্রয় করতে পারেন। হোটেলে ফিরে নৈশ ভোজ শেষ করে সারাদিনের স্মৃতি রোমন্থন করতে করতে স্বপ্নে বিভোর হয়ে যান।
📌তৃতীয় দিন -
আজকে ফেরার পালা। ব্যাগ গুছিয়ে ব্রেকফাস্ট সেরে নিন। মন হঠাৎ-ই ভারাক্রান্ত হয়ে উঠবে। এই ভেবে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আরও কিছু সাইট সিয়িং -এর ব্যবস্থা। সাইট সিয়িং -এ থাকছে লেপচা জগৎ, সুখিয়া পোখড়ি, নেপাল সীমান্ত - 📍 সীমানা ভিউ পয়েন্ট, (চাইলে নেপালের পশুপতি মার্কেটেও যেতে পারেন) দার্জিলিং এর সব থেকে সুন্দর টি গার্ডেন- গোপালধারা টি এস্টেট এবং মিরিক লেক।
ফাইনালি আমাদের গাড়ি আপনাদের। NJP/ শিলিগুড়ি/ বাগডোগরা এয়ারপোর্টে ড্রপ করে দেবে।
💥 জন প্রতি খরচের তালিকা -
₹4,700/- জন প্রতি [৮ জনের গ্রুপ]
₹4,900/- জন প্রতি [৭ জনের গ্রুপ]
₹5,200/- জন প্রতি [৬ জনের গ্রুপ]
₹5,600/- জন প্রতি [৫ জনের গ্রুপ]
₹5,900/- জন প্রতি [৪ জনের গ্রুপ]
# এছাড়া কাস্টোমাইজ ট্যুর প্ল্যানও করা যায়।
👉 হাতে একদিন সময় থাকলে যাওয়া যেতে পারে - লামাহাট্টা ইকো পার্ক, তিনচুলে ভিউ পয়েন্ট, তাকদা, গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লাভার্স মিট ভিউ পয়েন্ট ইত্যাদি।
👉 অন্যান্য অফবিট লোকেশনেও থাকার ব্যবস্থা আছে - চটকপুর, দাওয়াইপানি, লামাহাট্টা, তাকদা, তিনচুলে, কার্শিয়াং, ডাওহিল, সিটং, রামপুরিয়া, তাবাকোশি, বিজন বাড়ি, ঘুম, সোনাদা, লেপচাজগৎ, রাঙ্গারুন ইত্যাদি।।
🔵শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকেও পিকআপ ও ড্রপের সুবিধা আছে।
প্যাকেজে থাকছে -
🔵 NJP/ SILIGURI/ BAGDOGRA AIRPORT থেকে পার্সোনাল গাড়িতে পিকআপ এবং ড্রপ।
🔵 সাইট সিয়িং
🔵 প্রথমদিনের লাঞ্চ থেকে শেষদিনের ব্রেকফাস্ট।
🔵 লাঞ্চ, টি, ইভিনিং স্ন্যাকস, ডিনার ও ব্রেকফাস্ট।
🔵 পরিষ্কার পরিচ্ছন্ন রুম ও গিজার যুক্ত ওয়েস্টার্ন টয়লেট।
🔵 ম্যালের কাছে হোটেলে থাকার সুবিধে।
প্যাকেজে থাকছে না -
🚫 ট্রেন /বাস/ফ্লাইট টিকিট।
🚫 এক্সট্রা সাইট সিয়িং।
🚫 যেকোনো এন্ট্রি চার্জ, টিকিট চার্জ, পার্কিং চার্জ ইত্যাদি।
🚫 এক্সট্রা রুম/ এক্সট্রা বেড/ রুম হিটার/রুম ডেকারেশন ইত্যাদি।
🚫 এক্সট্রা ফুড।
🚫 বনফায়ার / বার্বিকিউ।
বুকিং এর জন্য কল বা WhatsApp করুন
☎️ +91 9614669952
☎️ +91 7384399622
এই নম্বরে।
🙏 UTOPIA ইউটোপিয়া।