Blue Homes

Blue Homes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Blue Homes, Eco tour agency, 58 Rameswar Nath Lane, Krishnagar.

𝗕𝗹𝘂𝗲 𝗛𝗼𝗺𝗲𝘀– crafting soulful Himalayan journeys. 🏔️ From homestays in North Bengal to curated tours across Sikkim,Himachal and all Himalayan destinations, we blend comfort, culture, and togetherness into every travel story. 💙

04/09/2025

🌄 The mountains are calling… Are you ready?

✨ Sikkim, Darjeeling, Dooars, Meghalaya & Arunachal – all in one journey!

🌿 Nature’s beauty like never before.
🚗 Pack your bags, adventure awaits…
💚 Explore the offbeat with Blue Homes – Feel home of togetherness

27/08/2025

𝙃𝙖𝙥𝙥𝙮 𝙂𝙖𝙣𝙚𝙨𝙝 𝘾𝙝𝙖𝙩𝙪𝙧𝙩𝙝𝙞

𝐇𝐢𝐦𝐚𝐥𝐚𝐲𝐚𝐧 𝐅𝐨𝐨𝐝 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬  #𝟏🌿 গুন্দ্রুক (Gundruk) – হিমালয়ের ঐতিহ্যবাহী স্বাদহিমালয়ের পাদদেশে, বিশেষ করে নেপাল, দার্জিলিং ও...
21/08/2025

𝐇𝐢𝐦𝐚𝐥𝐚𝐲𝐚𝐧 𝐅𝐨𝐨𝐝 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬 #𝟏

🌿 গুন্দ্রুক (Gundruk) – হিমালয়ের ঐতিহ্যবাহী স্বাদ

হিমালয়ের পাদদেশে, বিশেষ করে নেপাল, দার্জিলিং ও সিকিমে একটি খুব জনপ্রিয় খাবার হল গুন্দ্রুক। এটি আসলে ফারমেন্টেড (গাঁজন দেওয়া) শাকপাতা দিয়ে তৈরি এক ধরনের স্যুপ বা তরকারি। শুধু স্বাদের জন্য নয়, এতে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ, যা শীতল পাহাড়ি আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

🍲 গুন্দ্রুক বানানোর সহজ রেসিপি

👉 যা লাগবে:

🔵 সরষে শাক বা পালং শাক (ধুয়ে কেটে নিতে হবে)
🔵 পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা
🔵 রসুন কুচি
🔵 লবণ ও সামান্য হলুদ
🔵 সরিষার তেল

👉 যেভাবে বানাবেন:

1. প্রথমে শাক ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। শুকনো শাক কয়েকদিন রেখে দিলে প্রাকৃতিকভাবে ফারমেন্ট হয়ে যাবে।

2. এরপর সেই শাক জলে ভিজিয়ে রাখুন।

3. কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা ভেজে নিন।

4. টমেটো কেটে দিয়ে গ্রেভি তৈরি করুন।

5. এবার ভেজানো শাক মিশিয়ে লবণ ও সামান্য হলুদ দিন।

6. অল্প জল দিয়ে সেদ্ধ করে পরিবেশন করুন।

👉 গরম ভাত বা ভুট্টার ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য!

---

✨ Blue Homes– Feel Home of Togetherness

🌿✨ বারোট ভ্যালি( Barot Valley)✨🌿হিমাচল মানেই শিমলা, মানালি বা কুল্লু – কিন্তু পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সৌ...
19/08/2025

🌿✨ বারোট ভ্যালি( Barot Valley)✨🌿

হিমাচল মানেই শিমলা, মানালি বা কুল্লু – কিন্তু পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু সৌন্দর্য, যার নাম হয়তো অনেকেই শোনেননি। সেরকমই এক রত্ন হলো বারোট ভ্যালি।

উল নদীর তীরে ছড়িয়ে থাকা ছোট্ট এই উপত্যকা যেন এক স্বপ্নের গ্রাম। ঘন সবুজ পাইন বন, মেঘে ঢাকা পাহাড়, পাখির ডাক আর নদীর কলতান—সব মিলিয়ে এখানে প্রতিটি মুহূর্তেই মিশে থাকে প্রকৃতির নির্মল স্পর্শ। যারা ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য বারোট একদম পারফেক্ট জায়গা।

এখানে আপনি করতে পারেন—
✅ নদীর ধারে নিরিবিলি ক্যাম্পিং
✅ ট্রাউট ফিশিং-এর মজা
✅ নিকটবর্তী ট্রেকিং ট্রেইল এক্সপ্লোর
✅ স্থানীয় গ্রাম জীবনের স্বাদ গ্রহণ

মানালি বা পালমপুর থেকে সহজেই বারোট পৌঁছানো যায়। আর একবার এলে, মন ছুটে যাবে এই লুকানো স্বর্গে বারবার। 🌄

👉 আপনার পরের ট্রিপে হিমাচলের ভিড় এড়িয়ে একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে, বারোট ভ্যালি লিস্টে রাখতেই পারেন।

---

📞 070017 89498 / 7797590909
📧 [email protected]
🌐 www.bluehomes.in

✨ Blue Homes– Feel home of togetherness ✨

🔖

📸 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙒𝙤𝙧𝙡𝙙 𝙋𝙝𝙤𝙩𝙤𝙜𝙧𝙖𝙥𝙝𝙮 𝘿𝙖𝙮! 📸At Blue Homes, every journey is a story worth capturing. From Sikkim’s peaks to North Be...
19/08/2025

📸 𝙃𝙖𝙥𝙥𝙮 𝙒𝙤𝙧𝙡𝙙 𝙋𝙝𝙤𝙩𝙤𝙜𝙧𝙖𝙥𝙝𝙮 𝘿𝙖𝙮! 📸

At Blue Homes, every journey is a story worth capturing. From Sikkim’s peaks to North Bengal’s valleys – let your lens turn moments into memories. 💙

18/08/2025

🌄✨ ওয়েস্ট সিকিম গ্রুপ ট্যুর – ২৪শে অক্টোবর ✨🌄

অনেক সময় ছোট গ্রুপে কাস্টমাইজড ট্যুর করলে খরচ বেশি হয়ে যায়। তাই সবার কথা মাথায় রেখে 𝗕𝗹𝘂𝗲 𝗛𝗼𝗺𝗲𝘀 নিয়ে আসছে এক সাশ্রয়ী ও আরামদায়ক 𝙒𝙚𝙨𝙩 𝙎𝙞𝙠𝙠𝙞𝙢 𝙂𝙧𝙤𝙪𝙥 𝙏𝙤𝙪𝙧.

📅 সময়সীমা: ৬ রাত / ৭ দিন (কলকাতা টু কলকাতা)
🚉 যাত্রা শুরু: ২৪ অক্টোবর, ২০২৫ (শুক্রবার)
🏡 ফিরতি: ৩০ অক্টোবর, ২০২৫

💰 ট্যুর খরচ
🔹 স্লিপার ক্লাস (SL)
👤 প্রাপ্তবয়স্ক: ₹ 8,999/-
👶 শিশু (সিট সহ): ₹ 7,799/-

🔹 এ.সি (3A)
👤 প্রাপ্তবয়স্ক: ₹ 10,199/-
👶 শিশু (সিট সহ): ₹ 8,999/-

🗺️ ভ্রমণসূচীঃ

🔵 ১ম দিন: কলকাতা (শিয়ালদহ) থেকে ট্রেনে এনজেপি যাত্রা।
🔵 ২য় দিন: এনজেপি পৌঁছে ছায়াতাল যাত্রা। পথে তিস্তা নদী, জোরথাং রোড ইত্যাদি। হোটেল চেক-ইন, বিশ্রাম ও রাত্রীযাপন ছায়াতাল।
🔵 ৩য় দিন: ছায়াতাল থেকে পেলিং যাত্রা। পথে ছায়াতাল, সিংসোর ব্রিজ, ছাঙ্গে জলপ্রপাত, ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট (রোড কন্ডিশন অনুযায়ী)। রাত্রীযাপন পেলিং।
🔵 ৪র্থ দিন: পেলিং লোকাল সাইটসিইং – রিম্বি জলপ্রপাত, অরেঞ্জ গার্ডেন, খেচিওপালরি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, পেমায়াংতসে মঠ, রাবডেনসে ধ্বংসাবশেষ, স্কাইওয়াক। রাত্রীযাপন পেলিং।
🔵 ৫ম দিন: পেলিং থেকে রাভাংলা যাত্রা। পথে বুদ্ধ পার্ক ও মঠ ভ্রমণ। রাত্রীযাপন রাভাংলা।
🔵 ৬ষ্ঠ দিন: প্রাতঃরাশের পর এনজেপি যাত্রা। পথে নামচি চারধাম দর্শন। রাতে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা।
🔵 ৭ম দিন: কলকাতায় পৌঁছে ট্যুর সমাপ্ত।

🟢 প্যাকেজ অন্তর্ভুক্ত
✅ কলকাতা থেকে যাওয়া-আসার ট্রেন টিকিট (SL / 3AC অনুযায়ী)
✅ ২য় দিনের ব্রেকফাস্ট থেকে ৬ষ্ঠ দিনের ডিনার পর্যন্ত সব খাবার
✅ পিক আপ, ড্রপ-সহ সমস্ত দর্শনীয়স্থান ভ্রমণ
✅ হোটেল অ্যাকোমোডেশন
✅ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার ও ২৪x৭ সাপোর্ট

🔴 প্যাকেজ অন্তর্ভুক্ত নয়
❌ ট্রেন যাত্রায় খাবার( ফেরার দিন ডিনার বাদে)
❌ এন্ট্রি ফি, ব্যক্তিগত খরচ
❌ পানীয়
❌ প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কারণে অতিরিক্ত খরচ
❌ উল্লেখিতের বাইরে অতিরিক্ত দর্শনীয় স্থান

📝 বুকিং ও ক্যান্সেলেশন নীতি

👉 বুকিং কনফার্ম করতে ৩৫% অগ্রিম
👉 ভ্রমণের ১৫ দিন আগে আরও ২৫%
👉 বাকি টাকা ট্যুর শুরু হওয়ার দিন

ক্যান্সেলেশনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম (কোম্পানির নীতিমালা অনুযায়ী)

📌 সীমিত সিট – আগে বুক করলে আগে সুযোগ
📞 যোগাযোগ: 070017 89498 / 7797590909
📧 [email protected]
🌐 www.bluehomes.in
Blue Homes– Feel home of togetherness 🏡

আমাদের বার্মেকের বাড়ি।বুকিং এর জন্য যোগাযোগ ☎️ 7797590909☎️ 070017 89498 A Girl In The Mountains Saniya Dhar
17/08/2025

আমাদের বার্মেকের বাড়ি।

বুকিং এর জন্য যোগাযোগ
☎️ 7797590909
☎️ 070017 89498

A Girl In The Mountains Saniya Dhar

🌄✨ ওয়েস্ট সিকিম গ্রুপ ট্যুর – ২৪শে অক্টোবর ✨🌄অনেক সময় ছোট গ্রুপে কাস্টমাইজড ট্যুর করলে খরচ বেশি হয়ে যায়। তাই সবার কথা মা...
16/08/2025

🌄✨ ওয়েস্ট সিকিম গ্রুপ ট্যুর – ২৪শে অক্টোবর ✨🌄

অনেক সময় ছোট গ্রুপে কাস্টমাইজড ট্যুর করলে খরচ বেশি হয়ে যায়। তাই সবার কথা মাথায় রেখে Blue Homes নিয়ে আসছে এক সাশ্রয়ী ও আরামদায়ক West Sikkim Group Tour।

📅 সময়সীমা: ৬ রাত / ৭ দিন (কলকাতা টু কলকাতা)
🚉 যাত্রা শুরু: ২৪ অক্টোবর, ২০২৫ (শুক্রবার)
🏡 ফিরতি: ৩০ অক্টোবর, ২০২৫

💰 ট্যুর খরচ
🔹 স্লিপার (SL)
👤 প্রাপ্তবয়স্ক: ₹ 8,999/-
👶 শিশু (সিট সহ): ₹ 7,799/-

🔹 3-AC (3A)
👤 প্রাপ্তবয়স্ক: ₹ 10,199/-
👶 শিশু (সিট সহ): ₹ 8,999/-

🗺️ ভ্রমণসূচীঃ

🔵 ১ম দিন: কলকাতা (শিয়ালদহ) থেকে ট্রেনে এনজেপি যাত্রা।
🔵 ২য় দিন: এনজেপি পৌঁছে ছায়াতাল যাত্রা। পথে তিস্তা নদী, জোরথাং রোড ইত্যাদি। হোটেল চেক-ইন, বিশ্রাম ও রাত্রীযাপন ছায়াতাল।
🔵 ৩য় দিন: ছায়াতাল থেকে পেলিং যাত্রা। পথে ছায়াতাল, সিংসোর ব্রিজ, ছাঙ্গে জলপ্রপাত, ডেন্টাম ভ্যালি ভিউ পয়েন্ট (রোড কন্ডিশন অনুযায়ী)। রাত্রীযাপন পেল্লিং।
🔵 ৪র্থ দিন: পেলিং লোকাল সাইটসিইং – রিম্বি জলপ্রপাত, অরেঞ্জ গার্ডেন, খেচিওপালরি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, পেমায়াংতসে মঠ, রাবডেনসে ধ্বংসাবশেষ, স্কাইওয়াক। রাত্রীযাপন পেলিং।
🔵 ৫ম দিন: পেলিং থেকে রাভাংলা যাত্রা। পথে বুদ্ধ পার্ক ও মঠ ভ্রমণ। রাত্রীযাপন রাভাংলা।
🔵 ৬ষ্ঠ দিন: প্রাতঃরাশের পর এনজেপি ফেরত যাত্রা। পথে নামচি চারধাম দর্শন। রাতে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা।
🔵 ৭ম দিন: কলকাতায় পৌঁছে ট্যুর সমাপ্ত।

🟢 প্যাকেজ অন্তর্ভুক্ত
✅ কলকাতা থেকে যাওয়া-আসার ট্রেন টিকিট (SL / 3AC অনুযায়ী)
✅ ২য় দিনের ব্রেকফাস্ট থেকে ৬ষ্ঠ দিনের ডিনার পর্যন্ত সব খাবার
✅ পিক আপ, ড্রপ-সহ সমস্ত দর্শনীয়স্থান ভ্রমণ
✅ হোটেল অ্যাকোমোডেশন
✅ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার ও ২৪x৭ সাপোর্ট

🔴 প্যাকেজ অন্তর্ভুক্ত নয়
❌ ট্রেন যাত্রায় খাবার( ফেরার দিন ডিনার বাদে)
❌ এন্ট্রি ফি, ব্যক্তিগত খরচ
❌ পানীয় / অ্যালকোহল
❌ প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কারণে অতিরিক্ত খরচ
❌ উল্লেখিতের বাইরে অতিরিক্ত দর্শনীয় স্থান

📝 বুকিং ও ক্যান্সেলেশন নীতি

👉 বুকিং কনফার্ম করতে ৩৫% অগ্রিম
👉 ভ্রমণের ১৫ দিন আগে আরও ২৫%
👉 বাকি টাকা ট্যুর শুরু হওয়ার দিন

ক্যান্সেলেশনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম (কোম্পানির নীতিমালা অনুযায়ী)

📌 সীমিত সিট – আগে বুক করলে আগে সুযোগ
📞 যোগাযোগ: 070017 89498 / 7797590909
📧 [email protected]
🌐 www.bluehomes.in
Blue Homes– Feel home of togetherness 🏡

🌄 তাওয়াং – অরুণাচল প্রদেশের বরফে মোড়া স্বপ্নের শহর 🌄তাওয়াং (Tawang) অরুণাচল প্রদেশের এক মনোমুগ্ধকর পাহাড়ি শহর, যা সমুদ্র...
15/08/2025

🌄 তাওয়াং – অরুণাচল প্রদেশের বরফে মোড়া স্বপ্নের শহর 🌄

তাওয়াং (Tawang) অরুণাচল প্রদেশের এক মনোমুগ্ধকর পাহাড়ি শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, শান্ত মঠ আর ঝরনার ধারা – সব মিলিয়ে তাওয়াং একেবারে স্বপ্নের গন্তব্য।

🏔️ কেন তাওয়াং বিশেষ?

🔵 তাওয়াং মনাস্ট্রি – ভারতের সবচেয়ে বড় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ

🔵 শীতে বরফে মোড়া শহরের পরীর দেশ

🔵 প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসের অনন্য মিশ্রণ

🏞️ দেখার মতো প্রধান জায়গা

✅ তাওয়াং মনাস্ট্রি – প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র

✅ সেলা পাস (Sela Pass) – ১৩,৭০০ ফুট উচ্চতার বরফাচ্ছন্ন গিরিপথ

✅ নুরানাং জলপ্রপাত – মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য

✅ মাধুরি লেক – চলচ্চিত্র "কয়লা" খ্যাত লেক

🛶 কি করবেন তাওয়াংয়ে?

👉 বরফের মধ্যে ট্রেকিং ও ফটোগ্রাফি

👉 মোনপা উপজাতির সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া

👉 তিব্বতীয় খাবারের স্বাদ নেওয়া

📅 ভ্রমণের সেরা সময়: মার্চ–অক্টোবর (বরফের জন্য নভেম্বর–ফেব্রুয়ারি)

💚 তাওয়াং এমন এক জায়গা, যা একবার দেখলে জীবনের বাকিটা সময় মনে গেঁথে থাকবে।

📞 আপনার তাওয়াং ট্রিপ বুক করুন আজই!
Blue Homes– Feel Home of Togetherness

📱 7001789498 / 7797580909
🌐 www.bluehomes.in
📧 [email protected]

🇮🇳 Happy 79th Independence Day! 🎉Today, we salute the spirit of freedom and unity that binds our incredible nation toget...
15/08/2025

🇮🇳 Happy 79th Independence Day! 🎉
Today, we salute the spirit of freedom and unity that binds our incredible nation together.
From the serene mountains of North Bengal to the majestic beaches of extreme south— let’s celebrate the beauty, diversity, and togetherness that make India truly special.

✨ Blue Homes – Feel Home of Togetherness
📍 Explore. Experience. Embrace India.

📸 Blue Homes স্বাধীনতা দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতাএই পোস্টারের কমেন্টে আপনার তোলা ছবি পোস্ট করুন১. বিষয়বস্তু:ছবি অবশ্যই প...
14/08/2025

📸 Blue Homes স্বাধীনতা দিবস ফটোগ্রাফি প্রতিযোগিতা
এই পোস্টারের কমেন্টে আপনার তোলা ছবি পোস্ট করুন

১. বিষয়বস্তু:
ছবি অবশ্যই প্রকৃতিকেন্দ্রিক হতে হবে।
নেচার, ট্রাভেল, কালচার, পিপল—যে কোনো ধরণের ছবি চলবে, তবে থিমের সাথে মিল থাকতে হবে।

২. ছবি জমা দেওয়ার শেষ তারিখ:
🟢 ১৫ আগস্ট ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।

৩. ছবি তোলার শর্ত:
👉 ছবি অবশ্যই প্রতিযোগীর নিজের তোলা হতে হবে।
👉 ছবি ফোন ক্যামেরা সহ যেকোন ক্যামেরায় তোলা হতে হবে।
👉 কোনো কপিরাইট লঙ্ঘন করা যাবে না।
👉 হালকা এডিটিং (কালার কারেকশন, ক্রপিং) করা যাবে, তবে অতিরিক্ত মন্টাজ বা ম্যানিপুলেশন গ্রহণযোগ্য নয়।

৫. অংশগ্রহণের শর্ত:
✅ প্রতিযোগিতায় অংশ নিতে Blue Homes Facebook পেজে লাইক করতে হবে।
✅ প্রত্যেক অংশগ্রহণকারী সর্বোচ্চ ১টি ছবি জমা দিতে পারবেন। একাধিক ছবি জমা দিলে প্রথম ছবিটিই বিবেচ্য হিসেবে ধরা হবে।

৬. অতিরিক্ত নির্দেশনা:
➡️ছবি তোলার সময় নিরাপত্তা ও স্থানীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে।
➡️ Blue Homes যে কোনো ছবি তাদের প্রোমোশনাল কাজে ব্যবহার করতে পারবে, তবে ক্রেডিট দেওয়া হবে।

Address

58 Rameswar Nath Lane
Krishnagar
741101

Alerts

Be the first to know and let us send you an email when Blue Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blue Homes:

Share