
01/09/2024
HAPPY DRIVERS DAY ♥️♥️
হ্যাঁ আমি একজন ড্রাইভার .
আমি গর্ব করি আমি একজন ড্রাইভার ,
আমরা জানিনা এই সমাজে আমরা কতটা গুরুত্বপূর্ণ
কিন্তু আমাদের এই সমাজ আমাদেরকে অনেক ক্ষেত্রে দূরে সরিয়ে রাখে
এই সমাজে আমাদেরকে খুবই একটা ছোট নিম্ন প্রকৃতির কর্মজীবী হিসেবে গণ্য করে .
, অনেক আছে যে আমাদের কাজটাকে নিয়ে অনেকে নাক সিটকায় হ্যাঁ তবুও আমরা গর্ব করে বলি আমি একজন ড্রাইভার.
আর না আছে আমাদের মান না আছে আমাদের সম্মান।
তবু আমরা চেষ্টা করি প্রত্যেক যাত্রী সাথে ভালো আচরণ করার, কেনো আমি একজন ড্রাইভার 🙏
আর আমরা চেষ্টা করি প্রত্যেক যাত্রীকে সুস্থভাবে তাদেরকে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব,
ঘণ্টার পর ঘন্টা একটা সিটের উপর বসে সামনের দিকে চোখটাকে রেখে রাতের পর রাত জেগে যাত্রীকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের ড্রাইভার দের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ,যেটা আমরা সর্বদাই পালন করার চেষ্টা করি
তবু কেন জানিনা এই সমাজ আমাদেরকে অনেক ছোট হিসেবে গণ্য করে , হ্যাঁ আমি একজন ড্রাইভার,,
গর্ব করে বলি আমি একজন ড্রাইভার 🙏
গোপাল অধিকারী ✍️