10/08/2024
আমার মনে হচ্ছে কিছু টা জল মেশানো হচ্ছে। সাধারণ মানুষের মন জয় করার জন্য।।।।।
আর জি কর নিয়ে কিছু স্পেসিফিক প্রশ্ন তোলা যাক এবার বরং -
১. ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে 'আত্মহত্যা' বলে দাগিয়েছিল কেন?
২. মৃতার বাড়িতে ফোন করে সরাসরি 'আত্মহত্যা করেছে' জানানো হল কার নির্দেশে?
৩. বডি তড়িঘড়ি পোস্টমর্টেমে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করছিল পুলিশ?
৪. যে হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধটা ঘটেছে সেখানেই পোস্টমর্টেম করার উদ্দেশ্য কী?
৫. অন্ধ দলদাস হিসেবে খ্যাত ডঃ নির্মল মাজি ঠিক কী উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে দুঘন্টা বসে ছিলেন?
৬. প্রাথমিক রিপোর্টে দুপ্রকার সিমেনের নমুনা পাওয়া গেছে। সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে "দায় স্বীকার করেছে" এমন প্রচার কেন করা হচ্ছে?
৭. সেমিনার হলে খুব বেশি আসবাব নেই। যথেষ্ট বড় জায়গা। সেখানে একটা হেডফোনের তার আবিস্কার করতে পুলিশের ২৪ ঘন্টা লাগল কেন?
৮. সেমিনার হলের বাইরে ও করিডরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কথা পুলিশ জানিয়েছিল কাল। সেসবে কী পাওয়া গেল?
৯. ১১ জনের প্রাথমিক তদন্ত কমিটিতে অধিকাংশই সন্দেহভাজন এই মুহূর্তে, যেহেতু তারা ঘটনার সময় ডিউটিরত ডাক্তার ও ইন্টার্ণ। এমন তদন্ত কমিটির মানে কী?
১০. প্রিন্সিপাল অমন জঘন্য মিসোজিনিক মন্তব্য করার পরেও প্রশাসনের তরফ থেকে তাকে ক্লোজ করা হল না কেন?
এইসব প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন তুলি চলুন। সমাজমাধ্যমে, সভাসমাবেশে, মিডিয়ায়, যে যেখানে পারি সমস্বরে প্রশ্ন তুলি।
পুনশ্চঃ জনে জনে হাতজোড় করে অনুরোধ করছি, কিছুই হবে না, এভাবেই চলবে ইত্যাদি বলা বন্ধ করুন। যতক্ষণ না আমরা মনেপ্রাণ বিশ্বাস করতে পারছি যে 'চেষ্টা করলে কিছু হবেই', ততক্ষণ চেষ্টাটুকুও হবে না।