
01/06/2025
তারকেশ্বরের বাচ্চা মেয়েটিকে সুস্থ করুন🙏
তারকেশ্বরের ঐশানী সাধুখাঁ খুবই অসুস্থ। সুস্থ হতে বাচ্চা মেয়েটির লিভার ট্রান্সপ্ল্যান্ট দরকার। যার জন্য প্রায় দশ লক্ষ টাকার প্রয়োজন।
মেয়েটির বাবা সাহায্যের জন্য সকলের কাছে আবেদন করেছেন। তাই সকলকে অনুরোধ অনুগ্রহ করে সাধ্য মতো সাহায্য করে ঐশানী কে সুস্থ জীবনে ফিরিয়ে দিন।
সাহায্য করার জন্য অনুগ্রহ করে নিচের লিঙ্ক খুলুন।
https://www.impactguru.com/fundraiser/help-aishani-sadhukhan?fbclid=IwY2xjawKpa8JleHRuA2FlbQIxMQABHj1vRH3VHBrNa66LCq1dMEGmMLPH_L5H4Cr99FxkzqqukxPl32oY4DBnRp1v_aem_YZq3-qdyGNh9McPz4svl7Q
যে দুজনের ফেসবুক থেকে এই আবেদন দেখতে পেয়েছি তাঁদের প্রোফাইল লিংক নিচে দিলাম।
1) https://www.facebook.com/share/1Bwecv9wUv/
2)
https://www.facebook.com/share/1AjaCVZP78/
আমি এনাদের কাউকেই চিনি না। এমন কি ঐশানীর বাবা মাকেও চিনি না। আর তাদের তারকেশ্বরের ঠিক কোন জায়গায় বাড়ি বা কোন ফোন নাম্বার ও নেই। কিন্তু বাচ্চা মেয়েটির সুস্থতার জন্য এটুকু তো করাই যায় ভেবে পোস্ট করছি।
যদি আর্থিকভাবে সাহায্য না করতে পারেন, তাহলে অন্তত পোস্টটি শেয়ার করে সাহায্য করুন।
ধন্যবাদ🙏