The Trek Kit

The Trek Kit TTK loves to travel little explored places and deals in trekking/travel/hiking gears of Alpine 360°

Our outlet at Tollygunge Contact : 098319 39884
03/07/2025

Our outlet at Tollygunge
Contact : 098319 39884

সুতান ফরেস্ট ।বাঁকুড়ার এমন জায়েগা যেখানে কোনো মোবাইল কোম্পানী র টাওয়ার ধরে না! জায়েগার নাম সুতান. মাত্র ২১২ কিমি দূরত...
30/06/2025

সুতান ফরেস্ট ।

বাঁকুড়ার এমন জায়েগা যেখানে কোনো মোবাইল কোম্পানী র টাওয়ার ধরে না! জায়েগার নাম সুতান. মাত্র ২১২ কিমি দূরত্ব কলকাতা থেকে.
৫ বন্ধু বেড়িয়েছিলাম গাড়ি নিয়ে কলকাতা থেকে. সাঁতরাগাছি র জ্যাম পেরিয়ে সোজা কোলাঘাট, খড়গপুর হয়ে ঝিলিমিলি প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট. দুপুরের খাবার একটু জলদি খেয়ে নিলাম. খেয়ে সোজা চললাম ১২ মাইল জঙ্গলের দিকে. ৩০ মিনিটে পৌছালাম. চারিদিকে শাল, সেগুন, ইউক্যালিপটাস এর জঙ্গল দু ধারে মাঝখানে সোজা মাখনের মতো রাস্তা. কিছুটা এগিয়ে চোখে পড়ল একটা সাইন বোর্ড লেখা “সুতান ফরেস্ট ক্যাম্প” আর বাম দিকে নির্দেশ. গাড়ি এগিয়ে চলল মোরামেরপথ ধরে আরও ৭ কিমি ভেতরে. মোবাইল টাওয়ার হাত তুলে দিয়েছে আগেই. ১০ মিনিট যাবার পর পৌছোলাম আমাদের গন্তব্য. সুতান!
একটা ফরেস্ট বাংলো সাথে ওয়াচ টাওয়ার আর তার পাশে একটা ওয়াটার বডি. হাতি আসার স্পষ্ট চিহ্ন. কিন্তু দুঃখের বিষয় বাংলো টা কোনও ভাবেই বুক করা যায় না. পুরনো বাংলো টা মাওবাদী আন্দোলনে ধ্বংস হয়ে যাবার পর এটা নতুন করে বানানো হয়েছে সেম ডিজাইন এর. ভাঙা বাংলো টা যদিও এখনও আছে সময়ের সাক্ষী হিসেবে. কিছু সোলার লাইট লাগানো আছে বাংলো চত্বরে, পুলিশ পারমিশন নিয়ে রাতে ক্যাম্প করে থাকা যায়. আসে পাশে কোনও গ্রাম বা মানুষ জন না থাকার দরুন সমস্ত ক্যাম্পিং ইকুইপমেন্ট আর রেশন নিয়ে আসতে হবে, জল পাওয়া গেলেও নিয়ে আসাই ভালো.
শুধু নির্জনতা আর পাখির ডাক জায়েগা টা একেবারে মোহময় করে তুলেছে ! বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে প্রচুর ছবি ভিডিও এইসব তুলে রওনা দিলাম ৪৯ কিমি দূরে বর্দীপহাড় এর দিকে. আজকে রাত এর আস্তানা. সে গল্প অন্য দিন।

সুদীপ্ত রায় চৌধুরী

জায়েগা টা বাঁকুড়া তে অথচ কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই. কোনও লোকজন নেই, কোনো গাড়ী ঘোড়া নেই. আছে কি ?? শুধুই নিস্তব্দটা...
27/06/2025

জায়েগা টা বাঁকুড়া তে অথচ কোনো মোবাইলের নেটওয়ার্ক নেই. কোনও লোকজন নেই, কোনো গাড়ী ঘোড়া নেই. আছে কি ?? শুধুই নিস্তব্দটা আর আমরা। ব্যাস গল্প শেষ.

সুতান জঙ্গল “বারো মাইল-এর জঙ্গল” নামেও পরিচিত, বাঁকুড়া শহর থেকে ৭০ কিলোমিটার দূরে। অরণ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে .....

30/05/2025

ওয়ালেশ হামি ক্যারোথার্স...🍦

ডুপন্ট...🍨

নিউইয়র্ক এবং লন্ডন...🇬🇧

অফিসিয়াল পেজে কী আলতু-ফালতু লিখছে,এর সঙ্গে অ্যালপাইনের কী যোগসূত্র। হাতির মাথা!! ধুর...যা তা!!!

আরে ,আরে, পেজ স্কিপ করবেন না প্লিজ।🙏🙏🙏

আমরা, আমাদের ইউসার এন্ড এর কাছে দায়বদ্ধ আমাদের প্রতিটি কাজের জন্য।🍾🍭

উপরের তিনটি লাইনের যোগসূত্র নাইলন ( NYLON ) ফ্যাব্রিক।🎀🎁

1930 সাল , আমেরিকান সায়েন্টিস্ট ওয়ালেশ হামি ক্যারোথার্স। "ডুপন্ট "কোম্পানীর একদল সায়েন্টিস্ট এর লিডার হিসাবে এই অতি আশ্চর্য পলিমার ফাইবার আবিস্কার করে গোটা পৃথিবীকে চমকে দিয়েছিলেন।

তাহলে নিউইয়র্ক এবং লন্ডন? 🇦🇨

কথিত , "ডুপন্ট" এর অন্যতম হেড কোয়ার্টার নিউইয়র্ক এবং লন্ডনের সায়েন্টিস্টরা এই দলে ছিলেন, ওয়ালেশ হামি ক্যারোথার্স এর অধীনে। তাই New York এর NY এবং LONDON এর LON মিলে NYLON নামকরণ হয় এই অত্যাশ্চর্য ফাইবারের।

এত নাইলনের গুনকীর্তন কেন করছি ?

আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু নাইলনের তৈরী ।

পলিয়েস্টার দিয়ে তৈরী হয় না। আমরা জানি পলিয়েস্টার দিয়ে তৈরী করলে খরচ অনেক কমে যাবে কিন্তু
ঐ যে !!!অ্যালপাইন একটা আবেগের নাম...🫛🫚🥯🥨🫓🍔🌭🍿

আপনারা দেখেছেন ( পূর্ববর্তী পোস্টে ) ইউসার এন্ডের অনেকেই লিখছেন কুড়ি বছর / পনের বছর / দশ বছর ধরে একই প্রোডাক্ট ইউস করছেন । এটা সম্ভব হচ্ছে একমাত্র নাইলন ফ্যাব্রিক এবং অবশ্যই প্রোডাক্ট কে ভালোবেসে যত্ন করে রাখার জন্য। 🏖🏜🏝🏞🌏

অনলাইনের সস্তার জিনিস কিনুন আপত্তি নেই কিন্তু জেনে কিনুন। 🦧🦍

জেনে ঠকা আর না জেনে ঠকা এর মধ্যে যতটুকু পার্থক্য ... অনলাইনের জিনিস বা ডিপার্টমেন্টাল মলের জিনিসের সঙ্গে অ্যালপাইনের প্রোডাক্টের পার্থক্য ঠিক ততটুকুই।🐐🐑🐏

Choice is yours...

প্রয়োজনে আমাদের আউটলেট হেড এরসঙ্গে যোগাযোগ করতে পারেন।

ওয়েলিংটন আউটলেট...9830392103
রবীন্দ্র সরোবর আউটলেট...9831939884
হাওড়া আউটলেট ...9830841025

23/05/2025

বছর পাঁচেক আগের ঘটনা।

ফোনের অপর প্রান্ত থেকে মহিলা কন্ঠে ।
হ্যালো ...
হ্যাঁ বলুন।
একটা নব্বই লিটারের রুকস্যাক হবে।
নব্বই ইইই লিটার। না ম্যাডাম । আমাদের ম্যাক্সিমাম ষাট লিটার হয়।
ইশ ...তাহলে তো খুব অসুবিধা হল । আমার নব্বই লিটার রাকস্যাকই চাই।
ম্যাডাম । যদি কিছু না মনে করেন ,আপনি কোথায় যাবেন ? মানে এই স্যাক নিয়ে।
একটু বিরক্ত ( অবজ্ঞা ) হয়েই বললেন। কোন এক ট্রেকিং এজেন্সি র সঙ্গে চিন্তাফু ট্রেকে যাবেন এই স্যাক নিয়ে । ট্রেক লিডার এমনটাই বলেছেন।
স্বভাবতই আমার পরের প্রশ্ন আগে নিশ্চয়ই অনেক ট্রেক করেছেন।
আপনারা শুনে আশ্চর্য হবেন। বন্ধুদের সঙ্গে ম্যাডাম এই প্রথম ট্রেকে যাচ্ছেন।
আমি অনেক অনুনয় বিনয় করে আমাদের আউটলেটে আসতে বল্লাম।
উনি এলেন।
আমি দেখলাম ম্যাডাম নিতান্তই কলেজ স্টুডেন্ট দোহারা চেহারা এবং হাইট পাঁচফুটের একটু নিচেই হবে।
এবার বুঝুন ,এনার পিঠে নব্বই লিটার স্যাক । আমি নিশ্চিত ছিলাম এটাই এঁনার জীবনের শেষ ট্রেক হতে যাচ্ছে । এত কষ্ট পাবেন যে ভবিষ্যতে ট্রেকে যাবার নাম পর্যন্ত করবেন না। অনেক বুঝিয়ে ওনাকে আমাদের 35 লিটার সাজেস্ট করলাম।নিমরাজী হয়ে নিয়েও গেলেন। এই বছর ঐ স্যাক নিয়ে উনি গোয়েচালা ট্রেকে যাবেন। আমাদের সাজেশন ছাড়া একচুল নড়েন না কোথাও।

আসলে মোদ্দা কথা, যার যেটা ফিট করবে তার সেটাই নেওয়া উচিত।তবেই প্রোডাক্টের বেস্ট আউটপুট পাওয়া যায়।

আর একটা কথা... অনলাইনের নব্বই লিটার এর রুকস্যাকগুলো কেন যে আমাদের পঞ্চাশ লিটারের চেয়ে ছোট হয় একমাত্র ভগবানই জানে।
অনলাইনের বিশেষ রূপে অজ্ঞ ব্যাক্তিরা বলেন শুধুমাত্র খরিদ্দার কে আকর্ষিত করার জন্য নির্দিষ্ট পন্থা।

যে যা করছে করুক আমরা ওল্ড স্কুল ।আমাদের আউটলেট এ আসুন । প্রয়োজনে আউটলেটে জিনিস প্যাক করে পিঠে নিয়ে পরখ করে তবেই নিয়ে যান। ট্রেক লিডার বল্লো বা বিজ্ঞ পাহাড়ীয়া রা বল্লো আর আপনি ...

Choice is yours...

ওয়েলিংটন আউটলেট...9830392103
রবীন্দ্র সরোবর আউটলেট...9831939884
হাওড়া আউটলেট ...9830841025

New launches : Climbing/camping ropeDiameters : 10mm and 12mmPrice 80 to 100 rs /meterWeight sustain: 3000 to 4000kgSuit...
14/05/2025

New launches :

Climbing/camping rope
Diameters : 10mm and 12mm
Price 80 to 100 rs /meter
Weight sustain: 3000 to 4000kg
Suitable for high altitudes / extreme weather

Cont : 98319-39884

New launches : Holofil trouser (1 layer)Price 1600/- to 1700/-Temperature control : 0° to -10°Suitable for high altitude...
12/05/2025

New launches :

Holofil trouser (1 layer)
Price 1600/- to 1700/-
Temperature control : 0° to -10°
Suitable for high altitudes / extreme weather

Cont : 98319-39884

New launches :  GaiterPrice 750/-100% nylon fabric.Cont : 98319-39884
12/05/2025

New launches :
Gaiter
Price 750/-
100% nylon fabric.

Cont : 98319-39884

35 ltr compact Rucksack with double compartment, back frame, laptop chamber and rain cover.5 colour variants.Brand - Alp...
04/05/2025

35 ltr compact Rucksack with double compartment, back frame, laptop chamber and rain cover.
5 colour variants.
Brand - Alpine 360°
Call : 098319 39884

Address

Tollygunge

Alerts

Be the first to know and let us send you an email when The Trek Kit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Trek Kit:

Share