Exotic Tour & Travels

Exotic Tour & Travels 1:UMRAH PACKAGES
2:TOURIST/JOB/STUDENT VISA
3.AIR TICKET
4.HOTEL BOOKING

20/05/2025

বাংলাদেশ/দুবাই/সৌদি থেকে জাপানে জব ভিসা এবং টুরিস্ট ভিসা করতে যোগাযোগ করুন

🏝ফ্রেশ পাসপোর্টে ভিসার ঝামেলা ছাড়া এক্সক্লুসিভ ট্যুর ৩ রাত  মালদ্বীপ,মালে, হুলহুমালে, গিলি গিলি দ্বীপ -  ৩ রাত  শ্রীলং...
19/05/2025

🏝ফ্রেশ পাসপোর্টে ভিসার ঝামেলা ছাড়া এক্সক্লুসিভ ট্যুর ৩ রাত মালদ্বীপ,মালে, হুলহুমালে, গিলি গিলি দ্বীপ - ৩ রাত শ্রীলংকা, নেগোম্বো ,কলম্বো, ক্যান্ডি (৬ রাত ৭ দিন) গ্রুপ ট্যুর।

📢 স্পেশাল অফার
➤ BDT ৮০,০০০ জনপ্রতি। ⁨
➤ ফ্লাইট তারিখ : 25 মে ( ৮ সিট খালি আছে )

প্যাকেজে অন্তর্ভুক্ত :
১) ফিটস এয়ারে ঢাকা - মালদ্বীপ - শ্রীলংকা - ঢাকা ।
২) এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ।
৩) দৈনিক ব্রেকফাস্ট (নাস্তা )।
৪) সকল ধরনের ট্রান্সপোর্ট ।
৫) মালদ্বীপ: ৩ রাত মালদ্বীপে ও হুলহুমালে থ্রি স্টার হোটেল।
৬) শ্রীলংকা: ৩ রাত শ্রীলংকার নেগোম্বো, থ্রি স্টার হোটেল।
৭ ) নেগোম্বো - ক্যান্ডি - নেগোম্বো ট্রান্সফার।
৮ ) ক্যান্ডি ট্যুর।
৯ ) 🇲🇻 মালদ্বীপ এর সকল ভ্যাট এন্ড ট্যাক্স, মালদ্বীপ IMUGA ফর্ম ।

🎯 মালদ্বীপ আকর্ষণসমূহ:
🏞মালে সিটি ।
🏞হুলহুমালে সিটি ।
🏞মালে প্রবালপ্রাচীর।
🏞স্টিংরে পয়েন্ট।
🏞স্যুভেনির স্ট্রিট।
🏞আর্টিফিশিয়াল বিচ।
🏞সার্ফিং পয়েন্ট।

🎯 ক্যান্ডি ট্যুর আকর্ষণসমূহ:
🐘 পিন্না ওয়ালা এলিফ্যান্ট অরফ্যানেজ।
🌿 স্পাইস গার্ডেন ভ্রমণ।
🌺 রয়্যাল বোটানিক্যাল গার্ডেন।
🌊 ক্যান্ডি লেক।
🕌 টেম্পল অফ টুথ।
🏞 ভিউপয়েন্ট দর্শন।

❌প্যাকেজ বহির্ভূত:
১) শ্রীলংকার ভিসা ফি: ২১ আমেরিকান ডলার। ( 2540 BDT )
২) ব্যক্তিগত খরচ।
৩) লাঞ্চ এবং ডিনার।
৪) কোন প্রকার এন্ট্রি ফি
৫) উল্লেখিত নেই এমন কোন খরচ

( বুকিং মানি ৪৫,০০০ টাকা ) আপনি চাইলে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল প্যাসেঞ্জার অথবা এক বা একাধিক যাত্রী অন্তর্ভুক্ত করতে পারবেন।

➤ Contact us for more information:

👉 Bangladesh Office:
3rd Floor, House - 16, Road - 1, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka-1207
📞 +88 01312 111 522

👉 Japan Office:
Tokyo-to Shinjuku-Ku Hyakuninchō, 2-16-5 Hustle Masa House, Japan
📞 +81 80-6110-5621

17/05/2025

নুসুক কার্ড কেন আবশ্যক?

এক দিনে ই তাওয়াফে কুরিয়ে পাওয়া অসংখ্য নুসুক কার্ড। বর্তমানে নুসুক কার্ড হয়ে গিয়েছে হজের অঘোষিত হৃদপিণ্ড। আপনি নুসুক কার্ড ছাড়া কোন কার্যক্রমেই অংশগ্রহণ করতে পারবেন না। মক্কা মদিনায় স্বাভাবিকভাবে চলাফেরা করার ক্ষেত্রেও আপনার নসুক কার্ড অপরিহার্য।

এমন কি আপনি আপনার হোটেল থেকে বের হয়ে দোকানে কোন একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেলেও সাথে নুসুক কার্ড নিয়ে যেতে হবে, অন্যথায় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে।

গত বছর আমার চোখের সামনে ঘটা একটি ঘটনা;

সাফা সুপার মার্কেটের সামনে শুরতাদের একটি বাস দাঁড়িয়েছিল। একজন হাজী সাহেব হারামের দিকে যাচ্ছিলেন, হাজী সাহেবের গলায় নুসুক কার্ড ছাড়া মুআল্লিম অফিসের কার্ড এবং নিজ দেশ থেকে প্রাপ্ত আইডি কার্ড গলায় ঝুলানো ছিল, আনুমানিক ৭০র্ধ্ব বয়স্ক একজন হাজী সাহেব। পুলিশ তাকে নুসক কার্ড দেখাতে বললেন, সম্ভবত তিনি তখনো নুসুক কার্ড হাতে পাননি অথবা হোটেলে রেখে এসেছেন। নুসুক কার্ড দেখাতে না পারায় ভিসার কপি দেখাতে বললেন, ভিসার কপিও তার সাথে ছিল না।

সাথে সাথে শুরতা তাদের সেই বাসে উঠিয়ে দিলেন।

ভদ্রলোক আমাকে জোরে জোরে ডাকতে লাগলেন।

শুরতাও আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে, সে কি বলতে চাচ্ছে? আমি বললাম যে, উনি অরিজিনাল একজন হাজী। এটা তার দেশ থেকে প্রাপ্ত হজের ডকুমেন্ট, এখানে সবকিছুই আছে। কিন্তু শুরতা আমাকে বললেন যে তার হজের ভিসা দেখাতে বল? অথবা নুসুক কার্ড দেখাতে বলো?

হাজী সাহেব কে জিজ্ঞেস করলাম আপনার নুসুক কার্ড কোথায়? উনি নুসুক কার্ড কি জিনিস এটাও জানেন না। আমি আমার মোবাইলটা হাতে নিলাম তার ভিসার কপিটা অনলাইন থেকে বের করে দেখানোর জন্য।

কিন্তু এতটুকু সময় দেওয়া হলো না। সাথে সাথে তাকে বাসের ভিতরে ঢুকিয়ে দিল।

নুসুক কার্ড ছাড়া আপনি মক্কার কোথাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন নাহ্।

এমনকি মক্কার হারাম শরীফে প্রবেশের ক্ষেত্রেও নুসুক কার্ড চেক করে করে ঢুকায়।

মিনা, আরাফা, মুজদালিফা, সকল জায়গায় সর্বক্ষেত্রে নুসুক কার্ড আপনার সাথে রাখা আবশ্যক।

হাজী সাহেবদের আরও সচেতন হতে হবে।

যারা এই বিষয় সম্পর্কে জানেন না- যারা জানেন তারা তাদেরকে বুঝিয়ে দিবেন।

সম্মানিত এজেন্সির মালিক ও হজের কাজের সাথে সম্পৃক্ত সম্মানিত মুয়াল্লিন সাহেব বৃন্দ, আপনারা আপনাদের হাজী সাহেবদের কে এ বিষয়ে আরোও সতর্ক করে দিবেন আশা করি।

কি করবেন নুসুক কার্ড হারিয়ে গেলে?

১. আপনার মুআল্লিম/এজেন্সির মালিক এর মাধ্যমে মুয়াল্লিম অফিসে অবহিত করবেন।

মুয়াল্লিম অফিসে ভিসা এবং পাসপোর্টের কপি ও নুসুক কার্ড এর ছবি সাথে নিয়ে যাবেন।

২. ডিজিটাল কার্ড ব্যবহার করবেন।

নুসুক এবং তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ডিজিটাল কার্ড ব্যবহার করতে পারেন।

৩. সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন।

নুসুক কেয়ার এ কম্পলেইন করতে পারেন।

হজ ও উমরাহ মন্ত্রণালয়ের একক হটলাইন 1966 নাম্বারেও যোগাযোগ করতে পারেন।

Copied

 #ব্রেকিং_নিউজ💥১০ই জুন ২০২৫ / ১৪৪৭ হি: সিজনের উমরাহ ভিসা প্রদান শুরু।১১/১২ জুন থেকেই উমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে পার...
12/05/2025

#ব্রেকিং_নিউজ💥
১০ই জুন ২০২৫ / ১৪৪৭ হি: সিজনের উমরাহ ভিসা প্রদান শুরু।
১১/১২ জুন থেকেই উমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে পারবেন।
সবচেয়ে দ্রুত এবং কম খরচে উমরাহ ভিসা প্রদানের জন্য আমরাও প্রস্তুত হচ্ছি ইনশাআল্লাহ — at Exotic Tours & Travels.

Flight schedule timings have been revised by Biman Bangladesh Airlines for the following routes➤Dhaka- Toronto➤Dhaka- Ro...
12/05/2025

Flight schedule timings have been revised by Biman Bangladesh Airlines for the following routes
➤Dhaka- Toronto
➤Dhaka- Rome
➤Dhaka- London

Contact us for more information:

Bangladesh Office:
3rd Floor, House - 16, Road - 1, Mohammadia Housing Society, Mohammadpur, Dhaka-1207
📞 +88 01312 111 522

Japan Office:
Tokyo-to Shinjuku-Ku Hyakuninchō, 2-16-5 Hustle Masa House, Japan
📞 +81 80-6110-5621

11/05/2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে DHAKA-NARITA রুটে জুলাই থেকে
ফ্লাইট সিডিউল বাতিল করা হয়েছে
ভয় পাওয়ার কারণ নেই পরবর্তী আপডেট আসা পর্যন্ত দৈর্য ধরুন

05/05/2025

🌟 হিমালয় পর্বতমালা নেপাল কাঠমান্ডু এবং পোখরা গ্রুপ ট্যুর - ৪ রাত ৫ দিন 🌟 কাঠমান্ডু পোখরা 🛩️

📢 স্পেশাল অফার।
🟢 BDT ৫২০০০ জনপ্রতি। ⁨

ফ্লাইট তারিখ : 13 মে ( 10 সিট খালি আছে )

প্যাকেজে অন্তর্ভুক্ত :
✅ হিমালায়া এয়ারলাইন্স এ ঢাকা - কাঠমান্ডু - ঢাকা রিটার্ন এয়ার টিকেট ।
✅ এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ।
✅ দৈনিক সকালের নাস্তা।
✅ কাঠমান্ডু থামেল - এ ০২ রাত থাকার ব্যবস্থা ( ৩* তারকা হোটেল )
✅ পোখরা-তে ০২ রাত থাকার ব্যবস্থা ( ৩* তারকা হোটেল )
✅ লোকাল টুর গাইড ।
✅ কাঠমান্ডু - পোখরা - কাঠমান্ডু ট্রান্সফার।

🏞 কাঠমান্ডু ট্যুর অন্তর্ভুক্ত আকর্ষণ সমূহ :
• চন্দ্রগিরি (কেবল কার যাত্রা নিজের খরচে )
• পাটান দরবার স্কোয়ার ।
• বৌধনাথ।
• স্বয়ম্ভুনাথ (মাঙ্কি টেম্পল)
• কাঠমান্ডু দরবার স্কোয়ার।
• ভাট-ভাতেনি সুপার মার্কেট।
• থামেল মার্কেট ।

🌄 পোখরা ট্যুর অন্তর্ভুক্ত আকর্ষণ সমূহ :
• ফেও লেক ( বোটিং নিজের খরচে )
• ডেভিস ফলস।
• গুপ্তেশ্বর মহাদেব গুহা।
• সারাংকোট সূর্যোদয় পয়েন্ট।
• পুমাদিকোট।
• সেটি নদী।

প্যাকেজ বহির্ভূত:
❌ ব্যক্তিগত খরচ।
❌লাঞ্চ এবং ডিনার।

( বুকিং মানি ৩০,০০০ টাকা ) আপনি চাইলে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল প্যাসেঞ্জার অথবা এক বা একাধিক যাত্রী অন্তর্ভুক্ত করতে পারবেন।

Japan Office:
169-0073
Hustle Masa House 202
2-16-5 Hyakunincho, Shinjuku-ku, Tokyo

Bangladesh Office:
3rd Floor, House #16, Road #1
Mohammadia Housing Society
Mohammadpur, Dhaka-1207

02/05/2025

অক্টোবর ২০২৫ সেশনের শেষ স্কুল ইন্টারভিউ আগামী ১০ তারিখ অনুষ্ঠিত হবে।
স্কুলের লোকেশন: ওসাকা।

অক্টোবর সেশন শেষ হলেও, ২০২৬ সালের এপ্রিল সেশনের জন্য আমাদের স্কুল ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে।

যাদের JLPT বা NAT পাশ আছে, তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

নোটিশআগামী ১লা মে ২০২৫ (বৃহস্পতিবার) “মে দিবস” উপলক্ষে এক্সোটিক ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকব...
30/04/2025

নোটিশ

আগামী ১লা মে ২০২৫ (বৃহস্পতিবার) “মে দিবস” উপলক্ষে এক্সোটিক ট্যুরস এন্ড ট্রাভেলস-এর সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

০৩মে ২০২৫ (শনিবার) থেকে অফিসিয়াল কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী চলবে।

ধন্যবাদান্তে,
এক্সোটিক ট্যুরস এন্ড ট্রাভেলস

住所

Hyakunincho 1-16-5 Hustle Masa House 202
Shinjuku-ku, Tokyo
1690073

電話番号

+818061105621

ウェブサイト

アラート

Exotic Tour & Travelsがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Exotic Tour & Travelsにメッセージを送信:

共有する

カテゴリー