E Tours and Travels

E Tours and Travels visit visa| Air ticket| package Tour| Hotel booking | www.e-tours.us| Since 2022
(2)

গুরুত্বপূর্ণ কিছু দরুদ ও সূরা।।هامة دوقد وسورة
29/10/2024

গুরুত্বপূর্ণ কিছু দরুদ ও সূরা।।

هامة دوقد وسورة

পাম বাগানের কলিং ভিসা চলতি বছরের শেষ দিকে শুরু হবে।
17/09/2024

পাম বাগানের কলিং ভিসা চলতি বছরের শেষ দিকে শুরু হবে।

✈️ কম্বোডিয়া নিয়োগ:...✈কাজের ধরণ:১/  ফ্যাক্টরী ওয়ার্কার২/ কম্পিউটার অপারেটর৩/ কনস্ট্রাকশন ৪/ গার্মেন্টস সময়: ১৫ দিন ✳️ ব...
02/09/2024

✈️ কম্বোডিয়া নিয়োগ:...✈
কাজের ধরণ:
১/ ফ্যাক্টরী ওয়ার্কার
২/ কম্পিউটার অপারেটর
৩/ কনস্ট্রাকশন
৪/ গার্মেন্টস

সময়: ১৫ দিন

✳️ বেতন: ৫০০-৬০০ US ডলার।
# কম্পিউটার অপারেটর: ৭০০-১২০০ US ডলার।
✳️ থাকা-চিকিৎসা কোম্পানির-খাওয়া নিজের🥰।

18/07/2024

✅ আমেরিকায় এখন নিজে বা সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যায়।
✅ আপনি কি ইন্ডীয়া, মালোয়শীয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা যে কোন দেশে টুরিস্ট ভিসায় গিয়েছিলেন?
✅ অথবা অন্তত ২/১ টি দেশের ভিসা আছে?
✅ আপনার বয়স ৩০ এর উপর হলে ফ্রেশ পাসপোর্ট ও চলবে।
✅ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✅ ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পরামর্শদাতার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুল ভাবে ফাইল প্রসেস করে থাকি।
✅ সর্বাধিক ভিসা গ্যারান্টি
✅ সম্পূর্ণ আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে ভিসা প্রক্রিয়া।

U.S.A Embassy-তে Multiple Visit Visa-র জন্য যেসব Documents দরকার সেগুলো হলো:-
যদি আপনি Business Man হন তাহলে:
1. Trade Licence
2. Tin Certificate.
3. Passport .
4. Bank Statement.
5. Visiting Card.
6. Your Photograph(Passport size + 2’’x 2’’ size).
7. Hotel Booking +Ticket Booking
8. Asset Evaluation
যদি আপনি Service Holder/Employee হন তাহলে:
1. Salary Certificate.
2. Appointment Letter from your Company.
3. Passport .
4. Tin Certificate.
5. Visiting Card.
6. Update Resume.
7. NOC Letter.
8. Bank Statement.
9. Your Photograph (Passport size + 2’’x 2’’ size).
10. Hotel Booking +Ticket Booking
11. Asset Evaluation

কম খরচে এবং নির্ভয়ে যে কোনো দেশের ভিসা প্রসেসিং করুন  E tours and travels।আপনি কি আপনার কাক্ষিত ভিসাটির জন্য অপেক্ষা করত...
16/07/2024

কম খরচে এবং নির্ভয়ে যে কোনো দেশের ভিসা প্রসেসিং করুন E tours and travels।

আপনি কি আপনার কাক্ষিত ভিসাটির জন্য অপেক্ষা করতেছেন
তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন আমাদের E tours and travels এ।

আমাদের অভিজ্ঞতাই আমাদের সফলতার ম্যাজিক।

আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি।

অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটায় আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।

এত ফোন কলের মধ্যে অনেক সময় ব্যস্ততার কারনে আপনাদের অনেকের ফোন ধরতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত, তারা দয়া করে সময় করে কাগজপত্র নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন।কাগজপত্র দেখে আপনাকে গাইডলাইন দেবার চেষ্টা করবো।

সেনজেন ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 3-4 টি দেশ ভ্রমন থাকতে হবে, এবং আপনার প্রোফাইল ভালো হতে হবে।

যাদের ফ্রেশ পাসপোর্ট আছে তারা ইউরোপে,কানাডা, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 4-5 টি দেশ ভ্রমন থাকতে হবে, এবং আপনার প্রোফাইল ভালো হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।

২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫

৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।

৪. আবেদনকারীর NID কপি।

৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।

৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।

৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি।

৮. আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)

৯. টিআইএন সার্টিফিকেট।

১০. ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)

১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।

১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র

ব্যবসায়িক ব্যক্তির জন্য:

১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট

২. অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।

৩. নবায়ন ট্রেড লাইসেন্স।

৪. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।

৫. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।

২. অফিস আইডি কার্ডের কপি।

৩. ভিজিটিং কার্ড।

৪. বেতন সার্টিফিকেট।

৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য:-

১. ছুটির চিঠি
২. স্কুল আইডি কার্ড কপি

এছাড়া পৃথিবীর সকল সকল দেশের ভিসা এবং বিমান টিকেট করুন E tours and travels এর মাধ্যমে।

কানাডা , আমেরিকা, ইউ.কে, ইউরোপ, অষ্ট্রেলিয়া সহ সকল দেশের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন :

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
web:e-tours.us
mail:[email protected]

তুরস্ক প্যাকেজঃ ৩৩,৯৯৯/- টাকা। (৪দিন ৩রাত) ইস্তাম্বুল*********************প্যাকেজে অন্তর্ভুক্ত******************** # হোট...
15/07/2024

তুরস্ক প্যাকেজঃ ৩৩,৯৯৯/- টাকা। (৪দিন ৩রাত) ইস্তাম্বুল

*********************
প্যাকেজে অন্তর্ভুক্ত
********************
# হোটেলের থাকার ব্যবস্থা
# সকালের নাস্তা
# বিমানবন্দর থেকে হোটেলে এবং বিমানবন্দরে স্থানান্তর
# সাইট সিইং
# সকল সার্ভিস চার্জ
# সাইট সিইং এন্ট্রি টিকিট
************************
প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
***********************
# ভিসা ফি
# রিটার্ন এয়ার টিকেট ও ট্যাক্স
# টিপস
# যেকোন ব্যক্তিগত কার্যক্রম
--------------------------------------------------------------------------

>>>>>> ভ্রমণের নিকটবর্তী তারিখ গুলোতে বিমান ভাড়া সব সময় বৃদ্ধি পেতে পারে বিধায় সর্বনিন্ম মূল্যে প্যাকেজ কিনতে ১ মাস বা তার অধিক সময় পূর্বে বুকিং করুন।
>>>>>> এই মূল্য ঈদ,বড়দিন,পূজা, ১৫ই ডিসেম্বর থেকে ১০ই জানুয়ারী, নববর্ষ অথবা যেকোনো বিশেষ ছুটির জন্য প্রযোজ্য নয়।
************************************************
📣 ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, হলিডে প্যাকেজ, হোটেল বুকিং, উমরা সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স, হটলাইন কিংবা হোয়াটসঅ্যাপ:

ফ্রেশ পাসপোর্ট!?  কিন্তু ইন্ডিয়া যেতে চাচ্ছেন না, তাদের এই সমস্যার সমাধান আমাদের "মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া...
15/07/2024

ফ্রেশ পাসপোর্ট!? কিন্তু ইন্ডিয়া যেতে চাচ্ছেন না, তাদের এই সমস্যার সমাধান আমাদের "মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া" এই ভিসা প্যাকেজ টি, যেখানে আপনি পাচ্ছেন একই সাথে একই সময়ে তিন তিনটি দেশে ভিসা করার সুযোগ!!!!! সেটিও ফ্রেশ পাসপোর্টেই!
তাই এই সুযোগ মিস করা মানেই ট্যুরিজম থেকে এক ধাপ পিছিয়ে পড়া। এছাড়াও এই প্যাকেজ পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম মূল্যে-
শুধুমাত্র: ১২,৪০০/- টাকায়
আমাদের সব ভিসা প্রাইস নিম্নে দেয়া হলো:
১. মালয়েশিয়া: ৩,৯০০/-
2. কম্বোডিয়া: ৫,৫০০/-
3. ভিয়েতনাম ই-ভিসা: ৪,০০০/-
4. ভিয়েতনাম এপ্রুভাল: ৭,৫০০/-
5. ভিয়েতনাম স্টিকার ভিসা: ১৫,০০০/-
6. দুবাই (ওয়ান মান্থ সিঙ্গেল এন্ট্রি) - ১৭,০০০/-
7. দুবাই (৫ বছরের মাল্টিপল এন্ট্রি) - ১,৩৯,০০০/-
8. থাইল্যান্ড - ৫,০০০/-
9. সিঙ্গাপুর - ৫,০০০/-
10. শ্রীলঙ্কা- ৮,০০০/-
11. উজবেকিস্তান- ৩,৫০০/-
12. জাপান (ফাইল প্রসেসিং) - ২,০০০/-
13. তুর্কি (ফাইল প্রসেসিং) - ১,০০০/-
14. তুর্কি ই-ভিসা- ৩,০০০/- শর্ত প্রযোজ্য
15. ইন্দোনেশিয়া (ফাইল প্রসেসিং) - ১,০০০/-
16. ইজিপ্ট (সার্ভিস চার্জ)- ১,০০০/-
জানতে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজ ম্যাসেজে.

আপনি কি আপনার কাক্ষিত ভিসাটির জন্য অপেক্ষা করতেছেন তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন আমাদের E tours and travels এ।আমাদে...
14/07/2024

আপনি কি আপনার কাক্ষিত ভিসাটির জন্য অপেক্ষা করতেছেন
তাহলে আর দেরি না করে এখনি চলে আসুন আমাদের E tours and travels এ।

আমাদের অভিজ্ঞতাই আমাদের সফলতার ম্যাজিক।

আমার প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভিসা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি।

অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটায় আমাদের ভিসার সফলতার মূল মন্ত্র।

এত ফোন কলের মধ্যে অনেক সময় ব্যস্ততার কারনে আপনাদের অনেকের ফোন ধরতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত, তারা দয়া করে সময় করে কাগজপত্র নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন।কাগজপত্র দেখে আপনাকে গাইডলাইন দেবার চেষ্টা করবো।

সেনজেন ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 3-4 টি দেশ ভ্রমন থাকতে হবে, এবং আপনার প্রোফাইল ভালো হতে হবে।

যাদের ফ্রেশ পাসপোর্ট আছে তারা ইউরোপে,কানাডা, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া ভিসা করতে হলে আপনাকে মিনিমাম 4-5 টি দেশ ভ্রমন থাকতে হবে, এবং আপনার প্রোফাইল ভালো হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

মৌলিক নথি:-
১. পুরানো পাসপোর্ট সহ ছয় (০৬) মাস মেয়াদী পাসপোর্ট।

২. রঙিন ছবি ২ কপি। ছবির আকার: সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫

৩. গত ছয় (০৬) মাসের ব্যক্তিগত ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট।

৪. আবেদনকারীর NID কপি।

৫. বিয়ের সার্টিফিকেট ও নিকাহ নামা।

৬. ব্যাংক থেকে সার্টিফিকেট সহ ফিক্সড ডিপোজিট কপি।

৭. সম্পদ মূল্যায়ন (ফ্ল্যাট নথি, বাড়ির নথি, দোকানের নথি, ফিক্সড ডিপোজিট, জমির দলিল, গাড়ির নথি, সঞ্চয়পত্র এবং অন্যান্য আর্থিক নথি।

৮. আয়কর প্রশংসাপত্র (গত 3 বছর)

৯. টিআইএন সার্টিফিকেট।

১০. ৪ মাসের স্টেটমেন্ট সহ ক্রেডিট কার্ডের কপি (যদি থাকে)

১১. ডাক্তারের জন্য BMDC সার্টিফিকেট।

১২. অ্যাডভোকেটের জন্য বার কাউন্সিলের প্রশংসাপত্র

ব্যবসায়িক ব্যক্তির জন্য:

১. গত ছয় মাসের কোম্পানির ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট

২. অফিস প্যাডের ফাঁকা পৃষ্ঠা।

৩. নবায়ন ট্রেড লাইসেন্স।

৪. লিমিটেড কোম্পানির জন্য স্মারকলিপি।

৫. ভিজিটিং কার্ড।

চাকুরীজীবীর জন্য:
১. NOC / ফরোয়ার্ডিং লেটার। (ভৌত ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ) ছুটির তারিখ/সময়কাল এবং কোম্পানিতে আবেদনকারীর কাজ/পেশা উল্লেখ করে।

২. অফিস আইডি কার্ডের কপি।

৩. ভিজিটিং কার্ড।

৪. বেতন সার্টিফিকেট।

৫. গত ছয় মাসের বেতন স্লিপ বা বেতন অ্যাকাউন্টের বিবরণী।

ছাত্রদের জন্য:-

১. ছুটির চিঠি
২. স্কুল আইডি কার্ড কপি

এছাড়া পৃথিবীর সকল সকল দেশের ভিসা এবং বিমান টিকেট করুন E tours and travels এর মাধ্যমে।

কানাডা , আমেরিকা, ইউ.কে, ইউরোপ, অষ্ট্রেলিয়া সহ সকল দেশের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন :

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
web:e-tours.us
mail:[email protected]

আসসালামু আলাইকুম যারা খুবই কম সময়ের মধ্যে এবং অল্প খরচে ইউরোপ যাওয়ার কথা ভাবছেন,  তাদের জন্য বেলারুশ  হতে পারে সঠিক দেশ।...
13/07/2024

আসসালামু আলাইকুম
যারা খুবই কম সময়ের মধ্যে এবং অল্প খরচে ইউরোপ যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য বেলারুশ হতে পারে সঠিক দেশ।
কারণ বর্তমানে খুবই কম সময়ের মধ্যে ভিসা ও ফ্লাইট দেওয়া যাবে।
তাই দেরি না করে আজই যোগাযোগ করুন।
-জেন্টগণদের জন্য রয়েছে স্পে*শাল কা'জের সুযোগ।
শত'ভাগ নিরাপত্তা ও নিশ্চয়তা সহিত আপনার বিদেশ যাও-য়ার স্বপ্নপূরণ করুন।

✔ স্বল্প মূল্যে কোনো জিনিস ভালো হয় না।

মাত্র দুই লাখ টাকায় গ্রী‌সের কৃ‌ষি ভিসা আপনার গ্রিস যেতে কত টাকা খরচ হবে এটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে ভিসাটি সংগ্রহ ক...
13/07/2024

মাত্র দুই লাখ টাকায় গ্রী‌সের কৃ‌ষি ভিসা

আপনার গ্রিস যেতে কত টাকা খরচ হবে এটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে ভিসাটি সংগ্রহ করবেন। তবে ভিসা সাধারণত দুই লাখ টাকা থেকে তিন লাখ টাকার মধ্যে হয়ে থাকে।

আপনি নিজে নিজে অনলাইনের মাধ্যমে গ্রী‌সের সরকা‌রি ও‌য়েবসাইটের মাধ‌্যমে
স্পন্সর ভিসা বা ওয়ার্ক পারমিট নিতে পারেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ দুই লাখ টাকা হতে পারে।

আর আপনি যদি এজেন্সি বা তৃতীয় পক্ষ (দালাল) এর মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আর আপনি দুই লাখ টাকার মাধ্যমে যেতে পারবেন না।

তখন এই খরচ গিয়ে দাড়াবে প্রায় সাত লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকার মতো। যেটা অনেক বেশি এবং নিশ্চয়তা খুবই কম যে আপনার যে কাজের কথা বলবে সে কাজ তারা দিবে।

তবে যদি আপনার সেখানে পরিচিত কেউ থাকে এবং তারা যদি বিভিন্ন কোম্পানীর সাথে যোগাযোগ করে আপনাকে ভিসা নিয়ে দিতে পারে তাহলে চার লাখ থেকে পাচ লাখ টাকার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ।

তবে কোম্পানী অনুযায়ী আপনাদের বেতন নির্ভর করবে। আপনার অভিজ্ঞতার সাথে সাথে তারা আপনার বেতন বাড়াবে।

Croatia🥰🥰
13/07/2024

Croatia🥰🥰

উন্নত বিশ্ব ভ্রমণ করতে আপনার পাসপোর্টে থাইল্যান্ড,  মালেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের ভিসা থাকার বিকল্প নেই। তাই একসাথে ভ...
13/07/2024

উন্নত বিশ্ব ভ্রমণ করতে আপনার পাসপোর্টে থাইল্যান্ড, মালেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের ভিসা থাকার বিকল্প নেই। তাই একসাথে ভ্রমন করুন ৪টি দেশ- ১০দিনের প্যাকেজ মাত্র: ১৫৮,৮০০/= টাকায় (পার পারসন)।

====================================================
(রিটার্ন এয়ার টিকিট, থাইল্যান্ডের ব্যংককে ৩*তারকা হোটেলে ০২রাত থাকা, কম্বোডিয়ার নমপেন সিটিতে ৩*তারকা হোটেলে ০২রাত থাকা, ভিয়েতনামের হোচিমিন সিটিতে ৩*তারকা হোটেলে ০২রাত থাকা, মালেশিয়ার কুয়ালালামপুরে ৩*তারকা হোটেলে ০২রাত থাকা, প্রতিদিন ব্রেকফাস্ট, সব জায়গায় পিকআপ অ্যান্ড ড্রপ, সব জায়গায় ট্যুর, মিট এন্ড গ্রিট, কার, ফুয়েল, টুলস,পারমিট, ট্যাক্স এই প্যাকেজে অন্তর্ভুক্ত।
=====================================================

✔️শুধুমাত্র ভিসা ফি, এনট্রি ফি, লাঞ্চ ও ডিনার, বর্ডার টিপস (যদি থাকে) এই প্যাকেজের বাইরে।

✔️এই প্যাকেজটি মিনিমাম ইকোনমি এয়ারফেয়ার ধরে সাজানো হয়েছে, যদি এয়ারফেয়ারে কোন আপওয়ার্ড চেঞ্জ হয়, তাহলে অতিরিক্ত ভাড়া এপ্লিকেবল হবে।

✔️এই প্যাকেজটিতে ভিয়েতনাম ও কম্বোডিয়ার ভিসা নিশ্চিত, যদি কারও থাইল্যান্ড বা মালেশিয়ার যেকোন একটি ভিসা মিস হয়ে তাহলে বাকি ০৩দেশ নিয়ে ১৩৯,৯০০/= টাকায় পার পারসন সেইম ইনক্লুশনে আমরা এই প্যাকেজটি করে দিব।

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when E Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category