Sarker International Travels & Tours

  • Home
  • Sarker International Travels & Tours

Sarker International Travels & Tours Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sarker International Travels & Tours, Travel Agency, .

মালয়েশিয়ায় ভোটার আইডি কার্ড করতে হাইকমিশন যেতে হবে। *বিশেষ বিজ্ঞপ্তি*------------------আগামী ৩০ জুন ২০২৫ তারিখ রোজ সো...
28/06/2025

মালয়েশিয়ায় ভোটার আইডি কার্ড করতে হাইকমিশন যেতে হবে।
*বিশেষ বিজ্ঞপ্তি*
------------------

আগামী ৩০ জুন ২০২৫ তারিখ রোজ সোমবার হতে *বাংলাদেশ হাইকমিশন, No. 08, Lorong Yap Kwan Seng, 50450, কুয়ালালামপুর, মালয়েশিয়ায়* বাংলাদেশী প্রবাসীদের নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর কার্যক্রম পুরোপুরিভাবে চালু হবে বিধায় সংযুক্ত নির্দেশনা মোতাবেক সকলকে সরাসরি দূতাবাস হতে সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসাথে বিগত সময়ে যারা এনআইডির আবেদন করেছিলেন তারা [email protected] তে ইমেইলে যোগাযোগের মাধ্যমে এনআইডি কার্ডের আপডেট নিতে পারবেন। এছাড়াও দূতাবাসের এনআইডি কাউন্টার হতে যাদের স্মার্ট এনআইডি কার্ড এসেছে, তারা তা সংগ্রহ করতে পারবেন।

19/06/2025

ই পাসপোর্ট তৈরি করার জন্য পুরান পাসপোর্ট এর সাথে মিল রেখে ইংলিশ ভার্সন এর অনলাইন জন্ম নিবন্ধন করতে যোগাযোগ করুন !

✈️ *মালয়েশিয়া ফ্যামিলি আনতে চান? আমরা আছি আপনার পাশে!* 🇲🇾আপনি যদি বর্তমানে মালয়েশিয়ায় থাকেন এবং চান আপনার পরিবারকে ...
08/06/2025

✈️ *মালয়েশিয়া ফ্যামিলি আনতে চান? আমরা আছি আপনার পাশে!* 🇲🇾

আপনি যদি বর্তমানে মালয়েশিয়ায় থাকেন এবং চান আপনার পরিবারকে এখানে আনতে – আমাদের সার্ভিসে পাচ্ছেন সম্পূর্ণ সাপোর্ট:

✅ ভিসা প্রসেসিং
✅ সব ধরনের ডকুমেন্টস সাপোর্ট
✅ ইমিগ্রেশন গাইডলাইন
✅ মালয়েশিয়া আসার পর পেমেন্টের সুযোগ
✅ ১০০% ট্রাস্টেড ও রেজাল্ট ভিত্তিক সার্ভিস

👉 আমরা মালয়েশিয়াতে থাকি এবং স্থানীয় অফিস থেকেই আপনাকে গাইড করবো।

📞 যোগাযোগ করুন ইনবক্সে WhatsApp:010-394 7006

অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ 👇কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট  👇মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভা...
19/05/2025

অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ 👇
কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট 👇

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM) নির্ধারিত শর্ত সাপেক্ষে, অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি উদ্যোগ হিসেবে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি 2.0 বাস্তবায়ন করছে।

বাস্তবায়নের সময়কাল: ১৯ মে ২০২৫ – ৩০ এপ্রিল ২০২৬

কম্পাউন্ড পেমেন্ট:
RM৫০০ – বৈধ পাস বা পারমিট ছাড়া প্রবেশ এবং থাকা
RM৫০০ – অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে
RM300 – পাসের শর্ত লঙ্ঘন করা
RM20 – বিশেষ পাস ফি (যেসব শিশু যৌগিক থেকে অব্যাহতিপ্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত)

📌 আবেদনের প্রয়োজনীয়তা:
✅ একটি বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি থাকতে হবে
✅ ১৪ দিনের বেশি সময়ের মধ্যে আপনার মূল দেশে ফেরার বিমান টিকিট
✅ পেনিনসুলার মালয়েশিয়া এবং লাবুয়ানের ১৪টি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অফিসের যেকোনো একটিতে যোগদান করুন।
✅ শুধুমাত্র ডেবিট/ক্রেডিট কার্ড অথবা 𝑻𝒐𝒖𝒄𝒉'𝒏 𝑮𝒐 𝒆𝑾𝒂𝒍𝒍𝒆𝒕 এর মাধ্যমে চক্রবৃদ্ধি পেমেন্ট।

🚫 এই প্রোগ্রামের আওতায় যারা যারা দেশে যেতে পারবেন না। 👇

✖️ আগে PRM-এ নিবন্ধন করেও মালয়েশিয়া ত্যাগ না করলে
✖️ যাদের নাম ব্ল্যাকলিস্টে আছে বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে,
✖️ যারা মালয়েশিয়ান নাগরিকের জীবনসঙ্গী (তাদের ভিসা কাউন্টারে যোগাযোগ করতে হবে)

তথ্যসূত্র: মালয়েশিয়া অভিবাসন

17/05/2025

মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণার পর প্লেন টিকিটের দাম ডাবল সেঞ্চুরি।

16/05/2025

সুখবর সুখবর আবারও অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ শুরু আগামী ১৯ মে থেকে!!!
Sarker International Travels & Tours

Malaysia's immigration authority has again imposed a RM500 fine, extending the deadline for illegal immigrants to return...
16/05/2025

Malaysia's immigration authority has again imposed a RM500 fine, extending the deadline for illegal immigrants to return to their home countries from 19 May 2025 to 30 April 2026.

Home Minister Datuk Seri Saifuddin Nasuti Ismail said the programme will be administered by the Immigration Department from May 19, 2025 to April 30, 2026, and will be implemented in West Malaysia and Labuan Federal Territory.

"PRM 2.0 is a voluntary amnesty program that allows illegal immigrants to return to their home countries without any legal charges.

"However, they will have to pay compound fines based on certain offences: RM500 for entering or staying in Malaysia without a valid pass, RM500 for overstaying, and RM300 for breaching pass conditions," he said at a press conference at the Immigration Department's 2024 Outstanding Service Awards.

Saifuddin said it would also be mandatory for applicants to pay a RM20 fee for issuing a special pass.

"Foreign children under the age of 18 who overstay or enter Malaysia without a valid pass will not be subject to a compound fine, but will have to pay a special pass fee," he said.

However, Saifuddin said the program would not apply to individuals who have not previously left the country despite registering for resettlement programs, who are on the immigration department s blacklist, or who have arrest warrants against them or who are currently being sought by law enforcement agencies

Persons with special legal status, such as foreign life partners of Malaysian nationals who have overstayed, must coordinate the pass by reporting to the Immigration Department s Visa, Pass and Permits Department, he said.

Saifuddin called on foreign embassies, employers and foreign communities to spread awareness about the programme and encourage early participation to avoid last-minute rush.

He also said the immigration department would double operations against illegal immigrants in various hotspots in the country, and he declared 2025 as the "Year of Enforcement."

"These operations will be conducted jointly with other law enforcement agencies, such as the police, the People's Volunteer Corps, the National Registration Department and local authorities," he said.

Saifuddin warned employers that those who still recruit or shelter illegal immigrants will be subjected to strict action and the government will not compromise in this regard.

"Each illegal migrant worker can be subject to a maximum fine of RM50,000, five years imprisonment and six lashes," he said.

02/05/2025

সুখবর সুখবর আবারও অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ শুরু আগামী ৫ মে থেকে!!!
Sarker International Travels & Tours

26/03/2025

অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।

1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।

2. রপ্তানি বেড়েছে ১৩%

3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে

4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে

5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।

6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে

7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।

8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।

9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।

10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।

11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।

12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।

13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে

14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট

15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।

16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।

18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।

পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।

প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:  প্রথম ধাপ:প্...
17/01/2025

যারা থাইল্যান্ডের ই-ভিসার জন্য আবেদন ঘরে বসেই করতে চান তাদের জন্য নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

প্রথম ধাপ:
প্রথমে আপনাকে নীচের এই ওয়েবসাইট তে ভিজিট করতে হবে:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)

১. এখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন এবং আবেদন সম্পুর্ণ করতে হবে।

২. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg File 3 MB এর মধ্যে হতে হবে)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। এর পরেও তথ্য সঠিকভাবে যাচাই করে নিবেন।

৩. তথ্য এবং ডকুমেন্টস আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।

৪. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): 3,500
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): 17,000
আপনি যদি অন্য ধরণের ভিসার আবেদন করতে চান যেমন মেডিকেল / বিজনেস ইত্যাদি তবে সেখানেই অর্থাৎ অন্যান্য সেই সকল ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।

৫. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

২য় ধাপ: পেমেন্ট প্রক্রিয়া
১. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর QR কোড এবং রেফারেন্স নাম্বার সম্বলিত একটি শীট পাবেন।

২. পেমেন্ট করুন: [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিপ্ট ই- মেইলে পাঠানো হবে।

৩য় ধাপ: ভিসা অনুমোদন
১. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য মিনিমাম ১০ কার্যদিবস সময় লাগবে।
- এম্বাসি প্রয়োজন মনে করলে অতিরিক্ত ডকুমেন্ট চাইতে হতে পারে।

২. ই-ভিসা গ্রহণ:
- যদি আবেদন এপ্রোভাল হয় তবে ই- মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

আবেদন পত্র সম্পুর্ণ হলো কিনা তা নিশ্চিত হতে পারবেন।

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

★রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

★আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।
★পেমেন্টের পর: ই-রিসিপ্ট
★অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।
সহজেই আবেদন করুন, নিরাপদে ভ্রমন করুন থাইল্যান্ড।

দালাল ছাড়াই ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা🇩🇰: নিজেই করুন আবেদন👇……ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য দালালের উপর নির্ভরশীল ...
10/01/2025

দালাল ছাড়াই ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা🇩🇰: নিজেই করুন আবেদন👇……

ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য দালালের উপর নির্ভরশীল হওয়া একদমই প্রয়োজন নেই। সঠিক তথ্য জানলে আপনি নিজেই সহজে আবেদন করতে পারবেন।
কোথায় কাজ খুঁজবেন
ডেনমার্কে চাকরি খুঁজতে নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন:
1. Work in Denmark – ডেনমার্ক সরকারের অফিসিয়াল চাকরি পোর্টাল। https://www.workindenmark.dk
2. Jobindex – ডেনমার্কের অন্যতম জনপ্রিয় চাকরি সন্ধানের প্ল্যাটফর্ম। https://www.jobindex.dk
3. LinkedIn – প্রোফাইল তৈরি করে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।
4. EURES – ইউরোপীয় ইউনিয়নের চাকরি প্ল্যাটফর্ম।
আবেদন প্রক্রিয়া
1. চাকরি নিশ্চিত করুন: চাকরি পাওয়ার পর নিয়োগকর্তার কাছ থেকে একটি অফার লেটার সংগ্রহ করুন।
2. ডকুমেন্ট প্রস্তুত করুন: পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, চুক্তিপত্র, বেতন স্টেটমেন্ট, এবং প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণপত্র।
3. অনলাইনে আবেদন করুন: ডেনমার্কের অভিবাসন বিভাগের ওয়েবসাইট Ny i Danmark https://www.nyidanmark.dk -এ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন।
4. ফি পরিশোধ করুন: আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি জমা দিন।
গুরুত্বপূর্ণ বিষয়
ইংরেজিতে দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।
স্কিলড ওয়ার্কারদের জন্য Positive List Scheme সুবিধা আছে।
সতর্ক থাকুন এবং দালালের ফাঁদে পা দেবেন না। সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করলে ডেনমার্কে চাকরি এবং স্থায়ী হওয়া সহজ হবে।

Nyidanmark.dk er den officielle internetportal om reglerne for indrejse og ophold i Danmark og drives i fællesskab af Udlændingestyrelsen og Styrelsen for International Rekruttering og Integration.

কুয়ালালামপুর-ঢাকা বিমান বাংলাদেশে ওয়ান ওয়ে টিকেট ৩৫০ রিঙ্গিত ১১ নম্বেবর থেকে শুরু......কল 010-394 7006Sarker Internation...
02/11/2024

কুয়ালালামপুর-ঢাকা

বিমান বাংলাদেশে ওয়ান ওয়ে টিকেট ৩৫০ রিঙ্গিত
১১ নম্বেবর থেকে শুরু......
কল 010-394 7006
Sarker International Travels & Tours

Address


Telephone

+60103947006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker International Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarker International Travels & Tours:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share