VISAQuest

VISAQuest We Offering a seamless fusion of visa expertise, recruitment, and invaluable manpower resources.

বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি ...
18/04/2025

বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজেই ফুল-ফ্রি স্কলারশিপ পাওয়া সম্ভব। সাংস্কৃতিকভাবে বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর মিল থাকায় শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিতে পারেন। পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় চীনে ব্যাংক স্টেটমেন্টের শর্তও অনেক সহজ।

চীনা জনগণের আতিথেয়তা, শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ মনোভাব ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তির পরিবেশ তৈরি করেছে। বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় স্থানে থাকা চীন শুধু প্রযুক্তি বা ব্যবসায় নয়, বরং শিক্ষার ক্ষেত্রেও অনন্য এক অবস্থানে রয়েছে।

উচ্চশিক্ষার জন্য চীনে যাওয়ার ধাপসমূহ—

⭕ প্রয়োজনীয় নথিপত্র—

🔷 বৈধ পাসপোর্ট থাকতে হবে;

🔷 একাডেমিক ডিগ্রির সত্যায়িত ট্রান্সক্রিপ্ট ও সনদ;

🔷 মেডিকেল সনদ অথবা বিদেশি স্বাস্থ্য পরীক্ষার ফরম (৬ মাস সময়ের মধ্যকার);

🔷 পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

🔷 দুইটি রিকমেন্ডেশন লেটার;

🔷 স্টাডি প্ল্যান/রিসার্চ প্রপোজাল;

🔷 আইইএলটিএস/টোয়েফল/এইচএসকে/এমওয়াই সার্টিফিকেট;

🔷 পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে;

🔷 ব্যাংক স্টেটমেন্ট;

🔷 কো-কারিকুলার এক্টিভিটিস-এর সনদ;

যেসব স্কলারশিপ প্রদান করে থাকে চীন—

চীন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাধারণত ৩ ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। যেমন:

⚠️ সিএসসি স্কলারশিপ

চীন থেকে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের অসংখ্য স্কলারশিপ দেয়া হচ্ছে। যার মধ্যে সবচেয়ে সম্মানজনক ও বেশি সুযোগ-সুবিধাযুক্ত হলো চীনা সরকারি বৃত্তি। যা চীন সরকার চায়না স্কলারশিপ কাউন্সিলের (সিএসসি) মাধ্যমে দিয়ে থাকে। সিএসসি ২ ধরনের হয়ে থাকে। যা টাইপ-‘এ’ এবং টাইপ-‘বি’।

⭕ সুযোগ-সুবিধা—

🔰 আবেদন ফি ও টিউশন ফি মওকুফ;

🔰 আবাসন ফি মওকুফ;

🔰 স্বাস্থ্যবিমা ফি দেবে;

🔰 প্রথমবার চীনে যেতে ও পড়াশোনা শেষে দেশে ফেরার বিমান টিকিট;

🔰 ব্যাংক স্টেটমেন্ট লাগে না;

🔰স্নাতকে ২৫০০, স্নাতকোত্তরে ৩০০০ এবং পিএইচডি পর্যায়ে ৩৫০০ ইউয়ান উপবৃত্তি প্রদান করে;

🔰 টাইপ-এ এবং টাইপ-বি-এর সুযোগ-সুবিধা প্রায় একই রকম। প্রথমটিতে বিমান টিকেট দূতাবাস থেকে পাওয়া যায়, দ্বিতীয়টিতে পাওয়া যায় না;

⚠️ প্রাদেশিক সরকারের স্কলারশিপ

চীনের প্রাদেশিক সরকারের স্কলারশিপ (Provincial Government Scholarships) হলো বিভিন্ন প্রদেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার কর্তৃক প্রদত্ত বৃত্তি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে।

⭕ সুযোগ-সুবিধা—

✅ টিউশন ফি মওকুফ (সম্পূর্ণ বা আংশিক);

✅ আবাসন সুবিধা (ফ্রি বা ভর্তুকিসহ);

✅ মাসিক ভাতা (কিছু ক্ষেত্রে);

✅ স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;

⭕ আবেদন প্রক্রিয়া—

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যামে আবেদন করতে হয়। এসব প্রাদেশিক সরকারের স্কলারশিপ নির্বাচন করে দিতে হবে।

⚠️ বিশ্ববিদ্যালয় প্রদত্ত স্কলারশিপ

চীনের বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অর্থায়নে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এসব স্কলারশিপ সাধারণত টিউশন ফি মওকুফ, আবাসনসুবিধা, মাসিক ভাতা এবং স্বাস্থ্যবিমার মতো সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

সাধারণত ১ম বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করে থাকে। মূল্যায়নের মধ্যমে পরবর্তী বছরের জন্য তা বাড়ানো হয়। এজন্য আবেদনের সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো ভালো করে জেনে নিতে হবে।

⭕ নিজস্ব খরচে পড়াশুনা—

চীনে নিজস্ব খরচে (Self-financed) পড়াশোনা করা তুলনামূলকভাবে সাশ্রয়ী, বিশেষ করে ইউরোপ বা আমেরিকার তুলনায়। চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে এবং অনেক ক্ষেত্রে চীনা ভাষায় শিক্ষা গ্রহণ করলে খরচ আরও কমে যায়।

নিজ খরচে যেতে চাইলে টিউশন ফি , জীবনযাত্রার খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।

⭕ চাকরির সুযোগ—

চীনে পড়াশোনা অবস্থায় চাকরি করার সুযোগ নেই। তবে উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগ বেশ ভালো। বিশেষ করে প্রযুক্তি, প্রকৌশল, আন্তর্জাতিক ব্যবসা, ও গবেষণার ক্ষেত্রে। এক্ষেত্রে একাডেমিক রেজাল্ট ৮৫ শতাংশ থাকতে হয়। পাশাপাশি চীনা ভাষা জানা থাকতে হবে। ভাষা জানা থাকলে ব্যাচেলর শেষেই কাজ পাওয়া যায়।

তবে চীনে কাজ করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকা। যেমন কাজের বাজার, ভিসার ধরন, ও ভাষাগত দক্ষতা।

⭕ নাগরিকত্ব—

চীনে নাগরিকত্ব (Citizenship) পাওয়া বেশ কঠিন, কারণ চীন খুব কম সংখ্যক বিদেশিকে নাগরিকত্ব দেয়। চীনের নাগরিকত্ব নীতি বেশ কঠোর এবং সাধারণত বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই এটি পেতে পারেন।

সাধারণত বিশ্ব র‍্যাংকিং-৫০০-এর মধ্যে থাকা চীনের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চীনে ব্যবসায়ী হলে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগের মাধ্যমে এবং চাইনিজ নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে।

ফ্রান্সে মাস্টার্স করতে চান? এক পোস্টেই জানুন সবকিছু! 🇨🇵🎃অবশেষে আজ ফ্রান্স নিয়ে লিখেই ফেললাম, দেখা যাক কজন এই পোস্ট থেকে...
14/04/2025

ফ্রান্সে মাস্টার্স করতে চান? এক পোস্টেই জানুন সবকিছু! 🇨🇵
🎃অবশেষে আজ ফ্রান্স নিয়ে লিখেই ফেললাম, দেখা যাক কজন এই পোস্ট থেকে উপকৃত হউন! 😂

📣অনেকেই ভাবছেন ইউরোপে কোথায় পড়তে যাবেন?
কম খরচ, মানসম্মত ডিগ্রি, পার্টটাইম কাজ, স্কলারশিপ, আর ইউরোপে স্থায়ী হবার সুযোগ! ফ্রান্স হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত!

এই পোস্টে পাবেন:
✅ কবে আবেদন করবেন
✅ IELTS লাগবে কি না
✅ টিউশন ফি এত কম কেন
✅ ইউনিভার্সিটি লিস্ট
✅ ভিসা প্রসেসিং
✅ খরচ ও কাজের সুযোগ
✅ স্কলারশিপ ডিটেইলস

🌻 কবে আবেদন করবেন?
সেপ্টেম্বর ২০২৫ সেশনের জন্য আবেদন চলছে এখনই!
ডিসেম্বর ২০২৪ – এপ্রিল/মে ২০২৫পর্যন্ত

🌷IELTS লাগবে?
হ্যাঁ, লাগবে যদি কোর্স ইংরেজি মাধ্যমে করেন।
- IELTS: ৬.০ – ৬.৫
- বিকল্প: TOEFL / Duolingo English Test অনেক জায়গায় গ্রহণযোগ্য

🌻টিউশন ফি কি সত্যিই এত কম?
হ্যাঁ! ফ্রান্সে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি ইউরোপের সবচেয়ে কম।
- ব্যাচেলর: €২,৭৭০/বছর
- মাস্টার্স: €৩,৭৭০/বছর
(তবে কিছু Business School বা Private Institution-এ ফি হতে পারে €৭,০০০ – €২০,০০০ পর্যন্ত।)

🌷ভিসা প্রসেসিং- Step by Step Guide (VLS-TS Student Visa)
Step 1: ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ
Step 2: Campus France Bangladesh-এ আবেদন ও Interview
Step 3: Interview পাস করার পর VFS France-এ ভিসা আবেদন
Step 4: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা ও বায়োমেট্রিক
Step 5: ভিসা প্রসেসিং: ৩–৪ সপ্তাহ

‍✅ প্রয়োজনীয় ডকুমেন্টস:
- অফার লেটার
- €৭,৩৮০+ ফান্ডের প্রমাণ (ব্যাংকে বা স্পনসর)
- হেলথ ইনস্যুরেন্স
- বাসার বুকিং
- Campus France Certificate
- জন্ম সনদ, একাডেমিক ডকুমেন্ট
- ভিসা ফি: প্রায় €৯৯

🌻জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের তালিকা (Low Tuition Fee)
| Sorbonne University | Paris | €3,770 | জানু – মার্চ ২০২৫ |
| Université Paris Cité | Paris | €3,770 | জানু – মার্চ ২০২৫ |
| Université de Bordeaux | Bordeaux | €3,770 | জানু – এপ্রিল ২০২৫ |
| Université Grenoble Alpes | Grenoble | €3,770 | জানু – মার্চ ২০২৫ |
| Université de Lille | Lille | €3,770 | ফেব্রু – মে ২০২৫ |
| Université de Strasbourg | Strasbourg | €3,770 | ফেব্রু – এপ্রিল ২০২৫ |
| Université Lyon 1 / 2 | Lyon | €3,770 | জানু – মার্চ ২০২৫ |
| Université de Nantes | Nantes | €3,770 | ফেব্রু – এপ্রিল ২০২৫ |
(এসব বিশ্ববিদ্যালয়গুলোতে Campus France-এর মাধ্যমে আবেদন করতে হয়)।

🌷 মাসিক খরচ ও জীবনযাপন (Estimated)
- বাসাভাড়া: €৩৫০ – €৬৫০ (শেয়ার করলে আরো অনেক কম)
- খাবার + ট্রান্সপোর্ট: €২০০ – €৩৫০
মোট খরচ: €৬০০ – €৯০০/মাস

🌻কাজের সুযোগ (Student Job)
- স্টুডেন্ট ভিসায় ২০ ঘণ্টা/সপ্তাহ কাজ করা যায়
- ঘণ্টায় আয়: €১১.৬৫ (brut) → হাতে পাবেন €৯.৫ – €১০

🌷স্কলারশিপের সুযোগ
- Eiffel Excellence Scholarship (Govt.) – ফুল ফান্ডেড
- Campus France Scholarships
- Erasmus Mundus– মাস্টার্সে €১,৪০০+ মাসিক স্টাইপেন্ড, একাধিক দেশে ক্লাস!

🌻ফ্রান্স কেন বেছে নেবেন?
- কম খরচে ইউরোপিয়ান ডিগ্রি
- Post-study work opportunity
- সহজ ভিসা প্রক্রিয়া
- ফ্রেঞ্চ ভাষা শেখা = ভবিষ্যতে কানাডা বা ইউরোপে সুযোগ
- জীবনযাত্রার মান ও সংস্কৃতি unmatched!

13/04/2025
❓ই-পাসপোর্ট (e-passport) কী?ই-পাসপোর্ট হচ্ছে এমন একটি আধুনিক পাসপোর্ট, যার ভেতরে একটি ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত থাকে...
08/04/2025

❓ই-পাসপোর্ট (e-passport) কী?

ই-পাসপোর্ট হচ্ছে এমন একটি আধুনিক পাসপোর্ট, যার ভেতরে একটি ইলেকট্রনিক মাইক্রোচিপ সংযুক্ত থাকে। এই চিপে পাসপোর্টধারীর ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকে। বাংলাদেশে এখন নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টগুলোই মূলত ই-পাসপোর্ট।

❓ই-পাসপোর্টে কী কী তথ্য থাকে?

১. ব্যক্তিগত তথ্য (পাসপোর্টের তথ্যপাতা থেকে):
▪️পূর্ণ নাম
▪️জন্ম তারিখ
▪️জন্মস্থান
▪️জাতীয়তা
▪️লিঙ্গ
▪️পাসপোর্ট নম্বর
▪️ইস্যুর তারিখ ও মেয়াদ
▪️ইস্যুকারী কর্তৃপক্ষ

২. বায়োমেট্রিক তথ্য:
▪️ডিজিটাল ছবি
▪️আঙুলের ছাপ
▪️চোখের আইরিস স্ক্যান

৩. নিরাপত্তা বিষয়ক তথ্য:
▪️ডিজিটাল স্বাক্ষর (জালিয়াতি ঠেকাতে)
▪️সরকারের ইস্যুকৃত ডিজিটাল সার্টিফিকেট
▪️অ্যাক্সেস কন্ট্রোল কি (তথ্য সুরক্ষায়)

৪. মেশিন রিডেবল জোন (MRZ):
পাসপোর্ট পাতার নিচের দিকের স্ক্যানযোগ্য কোড, যা ইমিগ্রেশন চেকের সময় ব্যবহৃত হয়

ই-পাসপোর্টের চিপে যে তথ্য সংরক্ষিত থাকে না:
▪️আপনার পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস
▪️ভিসা বা ইমিগ্রেশনের সিল
▪️অপরাধ বা স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড

❓অনেকের মনে প্রশ্ন আসে—
ই-পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট স্ক্যান করলেই কি অন্য দেশগুলো আপনার আগের ভ্রমণ ইতিহাস জেনে যায়?

উত্তর— না। পাসপোর্টের চিপে সরাসরি ট্রাভেল হিস্ট্রি সংরক্ষিত থাকে না, তবুও বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসাররা নিচের উপায়ে আপনার ভ্রমণ ইতিহাস জানতে পারেন:

১. ভিসা ও এন্ট্রি/এক্সিট সিল দেখে:
▪️পাসপোর্টের পাতায় অন্য দেশের ভিসা স্ট্যাম্প বা আগমন-বহির্গমন সিল দেখে তারা বুঝতে পারেন আপনি আগে কোথায় গেছেন।

২. ইমিগ্রেশন ডেটাবেজ ও তথ্য শেয়ারিং:
▪️অনেক উন্নত দেশ তাদের ইমিগ্রেশন ডেটাবেজে আপনার তথ্য সংরক্ষণ করে। বিশেষ কিছু দেশ (যেমন: USA, UK, Canada, Australia, New Zealand) নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের চুক্তি অনুযায়ী এসব তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করে।

৩. এয়ারলাইনের API (Advance Passenger Information):
▪️ফ্লাইটের আগে অনেক এয়ারলাইন যাত্রীদের তথ্য ইমিগ্রেশনের কাছে পাঠিয়ে দেয়—যার মাধ্যমে তারা আগেই জানতে পারে কে কোথায় যাচ্ছে।

৪. ইলেকট্রনিক ভিসা ও ভ্রমণ অথরাইজেশন:
▪️আপনি যখন ইলেকট্রনিক ভিসা বা ETA/ESTA-এর মতো সিস্টেমে আবেদন করেন, তখন আপনার পাসপোর্ট নম্বর থেকে আগের ট্রাভেল রেকর্ড খুঁজে বের করা সম্ভব হয়।

৫. ইন্টারভিউ ও প্রশ্নোত্তর:
▪️ইমিগ্রেশন বা কাস্টমস অফিসাররা সরাসরি প্রশ্ন করে আপনার ভ্রমণ ইতিহাস যাচাই করতে পারে, বিশেষ করে সন্দেহ হলে।

✔️ অতএব, শুধু ই-পাসপোর্ট স্ক্যান করলেই কেউ আপনার কোথায় কোথায় গেছেন তা জানতে পারবে না। পাসপোর্টের চিপে আপনার ভ্রমণ ইতিহাস না থাকলেও, আন্তর্জাতিক ইমিগ্রেশন ব্যবস্থা আপনার আগের গন্তব্য সম্পর্কে ধারণা পেয়ে থাকে।

বাংলাদেশ দূতাবাস, বুখারেস্টবিষয়: ঢাকায় রোমানিয়া ও বুলগেরিয়ার দূতাবাস বা ভিসা সেন্টার স্থাপন প্রসঙ্গে বুখারেস্টে অবস্থিত ...
04/04/2025

বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট

বিষয়: ঢাকায় রোমানিয়া ও বুলগেরিয়ার দূতাবাস বা ভিসা সেন্টার স্থাপন প্রসঙ্গে

বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে বাংলাদেশি প্রবাসী এবং ভিসা প্রার্থীদের কাছ থেকে ঢাকায় রোমানিয়া ও বুলগেরিয়ার দূতাবাস অথবা ভিসা সেন্টার স্থাপন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও অনুরোধ পাচ্ছে। এ বিষয়ে সবাইকে অবহিত করা যাচ্ছে যে, ঢাকায় রোমানিয়া বা বুলগেরিয়ার দূতাবাস কিংবা ভিসা সেন্টার খোলার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে উক্ত দেশদ্বয়ের নিজস্ব সরকারি নীতিমালা ও প্রশাসনিক বিবেচনার উপর নির্ভরশীল। এটি কোনভাবেই বাংলাদেশ দূতাবাসের কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

তবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য অব্যাহতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ শাহনাজ গাজী ইতোমধ্যে রোমানিয়ার মহামান্য রাষ্ট্রপতি জনাব ইলিয়ে বোলোজান-এর সঙ্গে তাঁর দুইবারের সৌজন্য সাক্ষাতে ঢাকায় রোমানিয়ার একটি পূর্ণাঙ্গ দূতাবাস অথবা অন্তত একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। যতদিন তা সম্ভব না হয়, তৃতীয় কোন দেশ হতে ভিসা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন।

এছাড়াও, বুলগেরিয়ার সরকারের সাথেও দ্বিপাক্ষিক আলোচনাসমূহে এ বিষয়টি নিয়মিতভাবে প্রাধান্য পাচ্ছে। রোমানিয়া ও বুলগেরিয়া—উভয় দেশই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে এবং সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় আয়োজিত এক কূটনৈতিক সংবর্ধনায় বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের প্রতি আহ্বান জানান, যেসব দেশের দূতাবাস বা ভিসা সেন্টার ঢাকায় নেই, তারা যেন তা স্থাপনের উদ্যোগ গ্রহণ করে, যাতে বাংলাদেশি ভিসা প্রার্থীরা সহজে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে পারেন। এই আহ্বানের প্রেক্ষিতে বুলগেরিয়া ও রোমানিয়াসহ একাধিক দেশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো সময়সাপেক্ষ এবং তা সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রণয়নের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট, সকল বাংলাদেশি নাগরিককে আশ্বস্ত করছে যে, বাংলাদেশি ভিসা প্রার্থীরা যাতে সহজে ভিসা পেতে পারেন, সে লক্ষ্যে এই দূতাবাস সক্রিয়ভাবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে এবং সংশ্লিষ্ট সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা যথাসময়ে সবাইকে অবহিত করা হবে।

— বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট

রোমানিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি *University of Babes-Bolyai* এর এপ্লিকেশন চলমান । ✅ ৬০% রেজাল্ট থাকলেই এপ্লাই করতে পা...
04/04/2025

রোমানিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি *University of Babes-Bolyai* এর এপ্লিকেশন চলমান ।

✅ ৬০% রেজাল্ট থাকলেই এপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটিতে ।

❎ ডেডলাইন আগস্ট এর ১ তারিখ ।

এই বছরের এপ্লিকেশন চলমান…

যে দেশগুলো থেকে ইউরোপে যাওয়ার সুযোগ রয়েছে, তাদের জন্য প্রস্তুতির নির্দেশনা:🔰 দুবাই থেকে ইউরোপে আপাতত বুলগেরিয়া, নর্থ মেস...
03/04/2025

যে দেশগুলো থেকে ইউরোপে যাওয়ার সুযোগ রয়েছে, তাদের জন্য প্রস্তুতির নির্দেশনা:

🔰 দুবাই থেকে ইউরোপে আপাতত বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া, এবং মন্টেনেগ্রোতে ভিসা পাওয়ার রেশিও ভাল।
🔰 ওমান থেকে রোমানিয়া যাওয়ার সুযোগ রয়েছে।
🔰 কাতার থেকে পর্তুগাল 🇵🇹 এবং রোমানিয়া 🇷🇴 (তবে রোমানিয়ার ভিসা প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ)।
🔰 কুয়েত থেকে রোমানিয়া দ্রুত ভিসা প্রসেসিং করতে পারে।
🔰 সৌদি আরব থেকে যদি ডকুমেন্টস প্রস্তুত করা যায়, তবে স্লোভাকিয়া 🇸🇰, বুলগেরিয়া 🇧🇬, সারবিয়া 🇷🇸, এবং বসনিয়া 🇧🇦 থেকে ভিসা পাওয়া সম্ভব।

যারা এসব দেশে অবস্থান করছেন, তাদের জন্য পরামর্শ:
নিজের নামে সকল ডকুমেন্টস প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনার ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হতে পারে।

যে বিষয়গুলো প্রস্তুত রাখা প্রয়োজন:

ব্যাংক একাউন্ট 💳: আপনার নামে একটি ব্যাংক একাউন্ট খুলে নিয়মিত লেনদেন করতে থাকুন।
বৈধ আকামা ✅: নিশ্চিত করুন যে আপনার আকামা বৈধ ও আপডেট রয়েছে।
কোম্পানি থেকে এনওসি 📝: কোম্পানি থেকে এনওসি (No Objection Certificate) সংগ্রহ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 🕵️‍♂️: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত রাখুন।
সিভি আপডেট 📄: একটি সুন্দর, প্রফেশনাল সিভি তৈরি করুন, যা আপনার কাজের অভিজ্ঞতার সাথে আপডেট থাকে।

এখন থেকেই প্রস্তুতি নিন এবং ডকুমেন্টস প্রস্তুত রাখুন।

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্...
03/04/2025

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপগুলো শুধু টিউশন ফি-ই নয়, বরং যাতায়াত, আবাসন এবং অন্যান্য খরচও কভার করতে পারে। তবে মনে রাখতে হবে, এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আবেদন করা সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে, যেকোনো শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে!

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
https://foreign.fulbrightonline.org/

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) 🇬🇧
https://www.chevening.org/

DAAD স্কলারশিপ (জার্মানি) 🇩🇪
https://www.daad.de/en/

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ) 🇪🇺
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

MEXT স্কলারশিপ (জাপান)🇯🇵
https://www.studyinjapan.go.jp/en/

CSC স্কলারশিপ (চীন) 🇨🇳
https://www.csc.edu.cn/

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
https://cscuk.fcdo.gov.uk/

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
https://www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
https://www.rhodeshouse.ox.ac.uk/

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড) 🇨🇭
https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড) 🇳🇱
https://www.studyinnl.org/finances/scholarships

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ 🇦🇺
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

নিউজিল্যান্ড স্কলারশিপ 🇳🇿
https://www.studywithnewzealand.govt.nz/scholarships

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ 🇬🇧
https://www.ox.ac.uk/clarendon

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS) 🇸🇬
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ 🇨🇦
https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
https://www.gatesfoundation.org/

এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
https://www.adalovelaceinstitute.org/

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
https://www.microsoft.com/en-us/research/academic-programs/

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ 🇸🇪
https://si.se/en/apply/scholarships/

ডেনমার্ক সরকারী স্কলারশিপ 🇩🇰
https://ufm.dk/en/education/admission-and-guidance

ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ 🇫🇮
https://www.studyinfinland.fi/scholarships

নরওয়ে আর্কটিক স্কলারশিপ 🇳🇴
https://www.studyinnorway.no/scholarships

অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ 🇦🇹
https://grants.at/en/

কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP) 🇰🇷
https://www.studyinkorea.go.kr/

তাইওয়ান স্কলারশিপ 🇹🇼
https://www.taiwanembassy.org/

হংকং PhD ফেলোশিপ 🇭🇰
https://www.polyu.edu.hk/hkpf/

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ 🇲🇾
https://educationmalaysia.gov.my/scholarships/

Schwarzman Scholars Program (China) 🇨🇳
https://www.schwarzmanscholars.org/

স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ 🇺🇸
https://knight-hennessy.stanford.edu/

কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ 🇨🇦
https://www.trudeaufoundation.ca/

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ 🇬🇧
https://www.cambridgetrust.org/

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
https://www.rotary.org/en/our-programs/scholarships

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
https://intern.nasa.gov/

ইউনেস্কো স্কলারশিপ
https://en.unesco.org/fellowships

গুগল ল্যান্স স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মেটা রিসার্চ স্কলারশিপ
https://research.fb.com/programs/fellowship/

টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university

ETH Zurich Excellence Scholarship (Switzerland) 🇨🇭
https://ethz.ch/en.html

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
https://www.olympic.org/scholarships

ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
https://www.britishcouncil.org/education/women-in-stem

University of Toronto Lester B. Pearson Scholarship (Canada) 🇨🇦
https://future.utoronto.ca/pearson/

আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ নির্বাচন করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনপত্র প্রস্তুত করুন। সবশেষে, অপেক্ষা করুন এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন!

বাংলাদেশিদের জন্য দ্বিতীয় পাসপোর্ট কেন গুরুত্বপূর্ণ?দ্বিতীয় পাসপোর্ট কী?একজন ব্যক্তি যখন তার নিজ দেশের পাসপোর্টের পাশা...
03/04/2025

বাংলাদেশিদের জন্য দ্বিতীয় পাসপোর্ট কেন গুরুত্বপূর্ণ?

দ্বিতীয় পাসপোর্ট কী?

একজন ব্যক্তি যখন তার নিজ দেশের পাসপোর্টের পাশাপাশি অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করে এবং সেখান থেকে নতুন পাসপোর্ট পায়, সেটাকে দ্বিতীয় পাসপোর্ট বলা হয়। সাধারণত, এটি দ্বৈত নাগরিকত্ব (Dual Citizenship) এর মাধ্যমে অর্জিত হয়।

বাংলাদেশিদের জন্য দ্বিতীয় পাসপোর্টের গুরুত্ব

বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বিতীয় পাসপোর্ট নেওয়া নানা দিক থেকে উপকারী হতে পারে। নিচে এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করা হলো:

১. বিশ্ব ভ্রমণের সুবিধা বৃদ্ধি

বাংলাদেশি পাসপোর্টের বৈশ্বিক র‍্যাংক তুলনামূলকভাবে কম, যার ফলে অনেক দেশে ভ্রমণের জন্য আগেভাগে ভিসা নিতে হয়। তবে মাল্টিপল পাসপোর্ট থাকলে যেসব দেশে বাংলাদেশের পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন, সেখানে সহজে প্রবেশ করা সম্ভব।

২. ব্যবসা ও বিনিয়োগের সুযোগ

দ্বিতীয় পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক ব্যবসা করা সহজ হয়। কিছু দেশ কর সুবিধা দেয়, যা ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে পারে। এছাড়া, কিছু দেশে নাগরিকত্ব থাকলে সেখানকার ব্যাঙ্কিং সুবিধা ও বিনিয়োগের সুযোগও পাওয়া যায়।

৩. শিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধি

অনেক উন্নত দেশ তাদের নাগরিকদের জন্য বিশেষ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেয়। যদি বাংলাদেশের নাগরিকরা কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ বা ক্যারিবিয়ান অঞ্চলের কোনো দেশের পাসপোর্ট পায়, তাহলে তারা সহজেই সেসব দেশের শিক্ষা ও চাকরির বাজারে প্রবেশ করতে পারে।

৪. নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষা

বিশ্বে যখন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা বা যুদ্ধবিগ্রহ দেখা দেয়, তখন দ্বিতীয় পাসপোর্ট একজন ব্যক্তিকে নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে।

৫. ট্যাক্স সুবিধা ও আর্থিক স্বাধীনতা

কিছু দেশে কর হার তুলনামূলক কম, যা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। যেমন, ক্যারিবিয়ান দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিনিয়োগকারীদের জন্য বিশেষ কর সুবিধা দেয়।

৬. পরিবারের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা

দ্বিতীয় পাসপোর্ট থাকা মানে পরিবারসহ উন্নত দেশে বসবাসের সুযোগ। এটি পরবর্তী প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

বাংলাদেশিরা কোথায় থেকে দ্বিতীয় পাসপোর্ট পেতে পারে?

বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সবচেয়ে জনপ্রিয় দ্বিতীয় পাসপোর্টের উৎসগুলোর মধ্যে রয়েছে:

কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য – অভিবাসন প্রোগ্রামের মাধ্যমে নাগরিকত্ব

মাল্টা, পর্তুগাল, গ্রিস – বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব (Golden Visa Program)

ক্যারিবিয়ান দেশসমূহ (সেন্ট কিটস & নেভিস, ডোমিনিকা, গ্রেনাডা, অ্যান্টিগুয়া & বারবুডা, সেন্ট লুসিয়া) – সস্তায় দ্রুত নাগরিকত্ব

তুরস্ক ও দুবাই – বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব

উপসংহার

বাংলাদেশি নাগরিকদের জন্য দ্বিতীয় পাসপোর্ট শুধু বিশ্ব ভ্রমণের জন্য নয়, বরং ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। যারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুযোগ-সুবিধা বাড়াতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর সমাধান হতে পারে।

টাকা-পয়সা নেই কিন্তু দেশের বাহিরে লেখাপড়া করার খুব ইচ্ছে? টাকা না থাকলে কি করবেন? কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে স্কলারশ...
01/04/2025

টাকা-পয়সা নেই কিন্তু দেশের বাহিরে লেখাপড়া করার খুব ইচ্ছে?

টাকা না থাকলে কি করবেন? কিছু কিছু দেশ আছে যে দেশগুলোতে স্কলারশিপ পাওয়া যায়। স্কলারশিপ নিয়ে আপনি চায়না, রাশিয়া, তুরস্কের মত দেশে লেখাপড়া করতে পারবেন। স্কলারশিপ পাওয়ার জন্য রেজাল্ট ভালো লাগবে। ভালো বলতে জিপিএ ৪.৫+ হলে ভালো। আইইএলটিএস এ ৬.০ থাকলে স্কলারশিপ পাওয়া সহজ হবে।

যারা এই দেশ গুলোতে না গিয়ে ইউরোপ, আমেরিকা যেতে চান তাদের বলবো দেশ থেকে ব্যাচেলর করে মাস্টার্স করতে এইসব দেশে যেতে পারেন। ন্যাশনাল, পাবলিক যেখানেই পড়েন চেষ্টা করবেন জিপিএ ৩.৫+, আইইএলটিএস এ ৭.০+ রাখার চেষ্টা করবেন। হাঙ্গেরি, ইতালি, রোমানিয়া, ফিনল্যান্ড, আমেরিকার মত দেশে স্কলারশিপ পাওয়া যায়।

🎓 𝗦𝗮𝗯𝗮𝗻𝗰𝗶 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗶𝗻 𝗧𝘂𝗿𝗸𝗲𝘆 | 𝗙𝘂𝗹𝗹𝘆 𝗙𝘂𝗻𝗱𝗲𝗱𝗔𝗽𝗽𝗹𝘆 𝗟𝗶𝗻𝗸:https://fullyscholarships.com/sabanci-universi...
01/04/2025

🎓 𝗦𝗮𝗯𝗮𝗻𝗰𝗶 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗶𝗻 𝗧𝘂𝗿𝗸𝗲𝘆 | 𝗙𝘂𝗹𝗹𝘆 𝗙𝘂𝗻𝗱𝗲𝗱

𝗔𝗽𝗽𝗹𝘆 𝗟𝗶𝗻𝗸:https://fullyscholarships.com/sabanci-university-scholarships-2025-turkey-fully-funded/

Your Gateway to Excellence in Turkey!
Take your academic journey to the next level with the prestigious Sabanci University Scholarships 2025.

💼 𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 𝑩𝒆𝒏𝒆𝒇𝒊𝒕𝒔:

🎓 𝑭𝒖𝒍𝒍 𝒕𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝒇𝒆𝒆 𝒄𝒐𝒗𝒆𝒓𝒂𝒈𝒆
💰 𝑴𝒐𝒏𝒕𝒉𝒍𝒚 𝒔𝒕𝒊𝒑𝒆𝒏𝒅
🏡 𝑶𝒏-𝒄𝒂𝒎𝒑𝒖𝒔 𝒂𝒄𝒄𝒐𝒎𝒎𝒐𝒅𝒂𝒕𝒊𝒐𝒏
🩺 𝑪𝒐𝒎𝒑𝒓𝒆𝒉𝒆𝒏𝒔𝒊𝒗𝒆 𝒉𝒆𝒂𝒍𝒕𝒉 𝒊𝒏𝒔𝒖𝒓𝒂𝒏𝒄𝒆
✈️ 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝒈𝒓𝒂𝒏𝒕
💻 𝑨 𝒍𝒂𝒑𝒕𝒐𝒑 𝒄𝒐𝒎𝒑𝒖𝒕𝒆𝒓 𝒇𝒐𝒓 𝒂𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝒖𝒔𝒆

📢 Don’t miss this golden opportunity to study at one of Turkey’s leading universities! Apply now and secure your future with a world-class education.

12

🎓 𝗞𝗵𝗮𝗹𝗶𝗳𝗮 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗶𝗻 𝗨𝗔𝗘 🇦🇪 | 𝗙𝘂𝗹𝗹𝘆 𝗙𝘂𝗻𝗱𝗲𝗱𝗔𝗽𝗽𝗹𝘆 𝗟𝗶𝗻𝗸:https://fullyscholarships.com/khalifa-universi...
01/04/2025

🎓 𝗞𝗵𝗮𝗹𝗶𝗳𝗮 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗶𝗻 𝗨𝗔𝗘 🇦🇪 | 𝗙𝘂𝗹𝗹𝘆 𝗙𝘂𝗻𝗱𝗲𝗱

𝗔𝗽𝗽𝗹𝘆 𝗟𝗶𝗻𝗸:https://fullyscholarships.com/khalifa-university-scholarships-2025-in-uae/

Achieve Excellence at a World-Class Institution!
Study at Khalifa University, a top-ranked university in the UAE, offering fully funded scholarships for international students pursuing undergraduate, master’s, and PhD programs.

💼 𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 𝑩𝒆𝒏𝒆𝒇𝒊𝒕𝒔:

🎓 𝑭𝒖𝒍𝒍 𝑻𝒖𝒊𝒕𝒊𝒐𝒏 𝑭𝒆𝒆 𝑾𝒂𝒊𝒗𝒆𝒓
💰 𝑴𝒐𝒏𝒕𝒉𝒍𝒚 𝑺𝒕𝒊𝒑𝒆𝒏𝒅: 𝑨𝑬𝑫 20,000
📚 𝑻𝒆𝒙𝒕𝒃𝒐𝒐𝒌 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕
🌏 𝑹𝒆𝒔𝒆𝒂𝒓𝒄𝒉 𝑪𝒐𝒏𝒇𝒆𝒓𝒆𝒏𝒄𝒆 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕
🏥 𝑴𝒆𝒅𝒊𝒄𝒂𝒍 𝑰𝒏𝒔𝒖𝒓𝒂𝒏𝒄𝒆
🛂 𝑽𝒊𝒔𝒂 𝑭𝒆𝒆 𝑪𝒐𝒗𝒆𝒓𝒂𝒈𝒆
✈️ 𝑻𝒓𝒂𝒗𝒆𝒍 𝑨𝒍𝒍𝒐𝒘𝒂𝒏𝒄𝒆
🏢 𝑷𝒐𝒔𝒕-𝑮𝒓𝒂𝒅𝒖𝒂𝒕𝒊𝒐𝒏 𝑾𝒐𝒓𝒌 𝑪𝒐𝒎𝒎𝒊𝒕𝒎𝒆𝒏𝒕

📢 Applications are now open! Don’t miss this opportunity to study in the UAE’s leading academic institution.

31/03/2025
সুইজারল্যান্ডে ব্যাচেলর স্কলারশিপ পাওয়ার উপায়সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উচ্চমানের গবেষণা স...
31/03/2025

সুইজারল্যান্ডে ব্যাচেলর স্কলারশিপ পাওয়ার উপায়

সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম উন্নত শিক্ষা ব্যবস্থা এবং উচ্চমানের গবেষণা সুবিধার জন্য পরিচিত। যদিও বেশিরভাগ স্কলারশিপ মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য উপলব্ধ, কিছু বিশ্ববিদ্যালয় ব্যাচেলর শিক্ষার্থীদের জন্যও স্কলারশিপ প্রদান করে।

সুইজারল্যান্ডে ব্যাচেলর লেভেলের স্কলারশিপ
১. ETH Zurich Excellence Scholarship & Opportunity Programme (ESOP)
ETH Zurich ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে, যা সম্পূর্ণ টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ কভার করে।
• সুবিধাসমূহ:
o টিউশন ফি মওকুফ
o প্রতি মাসে অর্থনৈতিক সহায়তা
• যোগ্যতা:
o উচ্চ একাডেমিক ফলাফল (সিজিপিএ ৩.৫ বা তার বেশি)
o ইংরেজি দক্ষতা (IELTS ৬.৫ বা TOEFL ৯০)
o ভর্তি নিশ্চিতকরণ
📌 আবেদন লিংক: https://ethz.ch

২. EPFL Excellence Fellowships
ইকোল পলিটেকনিক ফেডারেল ডি লোজান (EPFL) ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করে।
• সুবিধাসমূহ:
o প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান
o আবাসন ও অন্যান্য খরচ সহায়তা
• যোগ্যতা:
o ভালো একাডেমিক রেজাল্ট (সিজিপিএ ৩.৫ বা তার বেশি)
o ইংরেজি ভাষার দক্ষতা প্রয়োজন
o আগ্রহী বিষয়ে উচ্চতর জ্ঞান থাকতে হবে
📌 আবেদন লিংক: https://www.epfl.ch

৩. University of Geneva Excellence Master Fellowship (ব্যাচেলর থেকে মাস্টার্স ট্রানজিশনের জন্য)

যদিও এটি মূলত মাস্টার্সের জন্য, ব্যাচেলর শেষ করার পর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

• সুবিধাসমূহ:
o ১০,০০০ থেকে ১৫,০০০ সুইস ফ্রাঙ্ক অনুদান
o গবেষণার সুযোগ

• যোগ্যতা:
o ভালো সিজিপিএ (৩.৫ বা তার বেশি)
o ইংরেজি দক্ষতা প্রয়োজন
o সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকতে হবে
📌 আবেদন লিংক: https://www.unige.ch

৪. Swiss Government Excellence Scholarships (স্নাতকোত্তর পর্যায়ের জন্য, তবে কিছু ক্ষেত্রে ব্যাচেলরদের জন্য সুযোগ থাকে)
• সুবিধাসমূহ:
o টিউশন ফি
o মাসিক ভাতা
o স্বাস্থ্য বীমা ও আবাসন
• যোগ্যতা:
o একাডেমিক মেধার ভিত্তিতে প্রদান করা হয়
o IELTS/TOEFL স্কোর প্রয়োজন
o গবেষণার সম্ভাবনা বিবেচনা করা হয়
📌 আবেদন লিংক: https://www.sbfi.admin.ch

স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া

✅ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে স্কলারশিপের তথ্য সংগ্রহ করুন।

✅ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন (CV, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার)।

✅ স্কলারশিপের আবেদন ফর্ম পূরণ করুন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিন।

✅ ইন্টারভিউ বা অতিরিক্ত মূল্যায়নের জন্য প্রস্তুত থাকুন।

নিজে নিজেই কিভাবে ইউরোপে University Admission নিবেন?বিদেশে পড়ালেখা করা এখন স্বপ্ন নয় বরং জীবনের জন্য খুব প্রয়োজন। বর্...
28/03/2025

নিজে নিজেই কিভাবে ইউরোপে University Admission নিবেন?

বিদেশে পড়ালেখা করা এখন স্বপ্ন নয় বরং জীবনের জন্য খুব প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের হাজারো শিক্ষার্থী উন্নত জীবনের তাগিদে বিদেশে পাড়ি জামাতে চাই হয়তো ইউরোপ নয়তো আমেরিকা অথবা অস্ট্রেলিয়া, কানাডা।

এখন প্রশ্ন হল স্বপ্ন যেমনই হোক সেটাকে বাস্তবায়ন করতে হলে একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয় পড়ালেখা। কিন্তু পড়ালেখা করার জন্য ভর্তি কিভাবে হবো সেই প্রশ্ন হাজার ছাত্রছাত্রীর?

---আসুন সংক্ষিপ্ত আলোচনা করি---

প্রথমে গুগলে সার্চ করবেন এভাবে "study in Netherlands, study in Finland, study in Canada, study in Belgium" ইত্যাদি লিখে। তারপর কাঙ্খিত ওয়েবসাইট গুলো খুঁজে পাবেন। সেখান থেকেই তথ্যগুলো নেবেন।

১) দেশ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি উচ্চ শিক্ষার জন্য ফিনল্যান্ডে যাবেন। কেন যাবেন কি জন্য যাবেন নিশ্চয়ই আপনি আগেভাগে জেনেই যাবেন? এজন্য আগে দেশ নির্বাচন করা সবচেয়ে জরুরী।

২) বিশ্ববিদ্যালয় নির্বাচন হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে বিশ্ববিদ্যালয় পড়তে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া কখন শুরু হয় কখন শেষ হয় বিশেষ করে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে চান ওই সাবজেক্ট এর আবেদন কখন শুরু হয় কখন শেষ হয় তা অবশ্যই জানতে হবে, কমপক্ষে ছয় মাস আগে প্রস্তুতি নিতে হবে।

৩) এডমিশন রিকোয়ারমেন্টস একদিকে খেয়াল রাখতে হবে। আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টের কি কি রিকোয়ারমেন্টস তা আপনাকে অবশ্যই ফুল ফিল করতে হবে অন্যথায় admission পাবেন না। প্রয়োজন বোধে IELTS/GRE/GMAT/SAT আগেভাগেই দিয়ে নিতে পারেন।

৪) এডমিশন ডেডলাইন জানার পর সাথে সাথে আবেদন করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস চাইতে পারে অথবা স্কাইপ টেস্ট অথবা কোন ভর্তি পরীক্ষা নিতে চাইলে আপনাকে অবশ্যই বিস্তারিত সহ ডেট জানাবে সে অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আবেদন শুরুতেই করা ভালো।

৫) অফার লেটার অথবা অ্যাডমিশন গ্রান্টেড এরকম একটি সুখবর পেতে অবশ্যই আপনাকে কমপক্ষে ১৫ দিন থেকে একমাস অথবা দুই মাস সময় অপেক্ষা করা লাগতে পারে।

সার্বিয়ায় কাজের সুযোগ: বাংলাদেশিদের জন্য একটি নতুন দিগন্তসার্বিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দ্রুত উন্নয়নশীল দেশ, যে...
21/03/2025

সার্বিয়ায় কাজের সুযোগ: বাংলাদেশিদের জন্য একটি নতুন দিগন্ত

সার্বিয়া, দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দ্রুত উন্নয়নশীল দেশ, যেখানে শ্রমবাজারে অভিবাসীদের চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, হোটেল-রেস্টুরেন্ট এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রচুর বিদেশি কর্মীর প্রয়োজন। বাংলাদেশিদের জন্য সার্বিয়া হতে পারে একটি নতুন সুযোগের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজ ভিসা প্রক্রিয়া এবং উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সার্বিয়ায় কাজের ক্ষেত্রসমূহ

সার্বিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হলো নির্মাণ, কৃষি, হোটেল-রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি সেক্টর। বাংলাদেশিদের জন্য মূলত নিচের কাজগুলোতে সুযোগ রয়েছে—

1. নির্মাণ শ্রমিক (Construction Worker) – রোড, বিল্ডিং, ব্রিজ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজে শ্রমিকদের ব্যাপক চাহিদা রয়েছে।

2. কৃষি কাজ (Agricultural Worker) – সার্বিয়ায় ফলমূল ও সবজি উৎপাদনের জন্য প্রচুর শ্রমিক দরকার। বাংলাদেশিরা সহজেই এই কাজে প্রবেশ করতে পারেন।

3. হোটেল ও রেস্টুরেন্ট (Hospitality Sector) – ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, ক্লিনারসহ বিভিন্ন পদে বাংলাদেশিরা কাজ করতে পারেন।

4. ফ্যাক্টরি ওয়ার্কার (Factory Worker) – বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়।

সার্বিয়ায় কাজের জন্য কিভাবে আবেদন করবেন?

সার্বিয়ায় চাকরির জন্য বাংলাদেশিদের তিনটি প্রধান উপায় রয়েছে—

1. এজেন্সির মাধ্যমে – বাংলাদেশে বেশ কিছু এজেন্সি রয়েছে যারা সার্বিয়ার জন্য রিক্রুটমেন্ট করে থাকে। তবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালোভাবে যাচাই-বাছাই করা জরুরি।

2. অনলাইন জব পোর্টাল – LinkedIn, Glassdoor, এবং সার্বিয়ার স্থানীয় জব পোর্টাল যেমন Infostud-এ চাকরির জন্য আবেদন করা যায়।

3. ডাইরেক্ট কোম্পানির ওয়েবসাইট – সার্বিয়ান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ঘেঁটে সরাসরি আবেদন করা যায়।

সার্বিয়ার ভিসা ও ওয়ার্ক পারমিট প্রসেস

সার্বিয়ায় কাজের জন্য বাংলাদেশিদের সাধারণত ওয়ার্ক পারমিট ও টেম্পোরারি রেসিডেন্স পারমিট নিতে হয়। ভিসা প্রক্রিয়া সাধারণত নিচের ধাপে সম্পন্ন হয়—

1. চাকরির অফার – প্রথমে সার্বিয়ার কোনো কোম্পানি থেকে চাকরির অফার পেতে হবে।

2. ওয়ার্ক পারমিট – নিয়োগকর্তা সার্বিয়ায় আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে।

3. ভিসা আবেদন – সার্বিয়ান দূতাবাসে বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

4. ট্রাভেল ও রেসিডেন্স পারমিট – সার্বিয়ায় পৌঁছানোর পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।

বেতন ও জীবনযাত্রা

সার্বিয়ায় বেতন তুলনামূলকভাবে ভালো। সাধারণত—

নির্মাণ শ্রমিক: 500-1000 ইউরো/মাস

কৃষি শ্রমিক: 400-800 ইউরো/মাস

হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ: 600-1200 ইউরো/মাস

ফ্যাক্টরি শ্রমিক: 500-1000 ইউরো/মাস

সার্বিয়ার জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। মাসে 250-400 ইউরো ব্যয়ে একজন ব্যক্তি ভালোভাবে থাকতে পারেন।

সতর্কতা ও প্রতারণা থেকে বাঁচার উপায়

বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে আবেদন করলে অবশ্যই যাচাই করে নিন।

লোকাল জব পোর্টাল ও বিশ্বস্ত কোম্পানির মাধ্যমে চাকরি খোঁজার চেষ্টা করুন।

অবৈধ পথে না গিয়ে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করুন।

Address

Sector 6
Bucharest
061771

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when VISAQuest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VISAQuest:

Share