
19/02/2023
Warning ⚠️⚠️⚠️
সাবধান !
তুরস্কতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় সেচ্ছাসেবক নিয়োগ, আর বেতন ১ লাখ।
১ লাখ টাকা বেতনের লোভে পড়েছেন তো, আপনি ক্ষতিগ্রস্থ হবেন।
কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়
বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন। প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন। যে দেশে যাবেন, সেদেশেরভাষার প্রশিক্ষণ নিন। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে বিদেশে যান। ভালোমত পড়ে ও বুঝে বিদেশ যাবার বিষয়ে এজন্সির সাথে চুক্তিপত্র স্বাক্ষর করুন। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন।
প্রয়োজনী জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করে সহায়তা নিন।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস