01/08/2025
সৌদি এয়ারলাইনস সিস্টেম ফেয়ার বাড়িয়ে রাখছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টবরের।
মানে হচ্ছে, আপনার মন চাইলে সিস্টেমে বেশি দিয়া করেন, না হয় গ্রুপ নেন।
যেই দেশে মানুষ ড্রেনে পড়ে মরে গেলে ২ দিন পর খোঁজ পাওয়া যায়, সে দেশে বিমান ভাড়া নিয়ে কথা বলা বিলাসিতা ছাড়া কিছুইনা৷
হাসিনার পতনের পর সবাই বলতেছিল বিমান ভাড়া কমবে। সেদিন প্রতিবাদ করে বলেছিলাম, বিমান সিন্ডিকেট হাসিনার চেয়ে ভয়ংকর।
কারণ আপনি জানেন হাসিনা আপনার শত্রু, তাই তাকে প্রতিহত করতে পারছেন। কিন্তু এখানে আপনি জানেনই না আপনার শত্রু কে! কার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে! কাকে আপনার প্রতিহত করতে হবে!
রমজানে যখন ভিসা অফ হয়ে গেলো, কেউ ভিসা পাচ্ছেনা। এয়ার টিকেট প্রাইজ হু হু করে নিচে নামলো। আসিফ নজরুল সাহেব, আসিফ মাহমুদ সাহেবদের পোস্টের হিড়িক পড়ে গেল। যে সরকারের হস্তক্ষেপে টিকেট প্রাইজ কমেছে।
পাব্লিকও না বুঝে বাদর নাচ নাচতে শুরু করলো৷
ভাইরে! ভিসাই যদি পাব্লিক না পায়, আপডাউন টিকেট ৫০ হাজার থাকলেই লাভ কী? এয়ার লাইন্সগুলা যা যাত্রী তখন পাইছে সেগুলাই তাদের জন্য বোনাস। এতে দাত কেলাইয়া পোস্ট মারার মতো কোনো বিষয় দেখতেছিনা।
চ্যালেঞ্জ করলাম! বিমান ভাড়া এখন কমাইয়া দেখান!
মোটামুটি এই মুহুর্তে বিমান ভাড়া কমা এবং হাসিনার প্রত্যাবর্তন, একই রকম বিষয় হয়ে গেছে৷
মানে কোনোটাই সম্ভব না।
আল্লাহ হেফাজত করুক।
#সিন্ডিকেট_মুক্ত_এভিয়েশন_চাই