Taibakka Hajj & Umrah Services

Taibakka Hajj & Umrah Services Hajj & Umrah Services for Duyufur Rahman

তাইবাক্কা  এবং Own The World - Hajj & Umrah এর একসাথে চলা শুরু আলহামদুলিল্লাহ!  তাইবাক্কা থেকে  Own The World এর সম্মানি...
21/05/2025

তাইবাক্কা এবং Own The World - Hajj & Umrah এর একসাথে চলা শুরু আলহামদুলিল্লাহ!

তাইবাক্কা থেকে Own The World এর সম্মানিত সকল হাজীদের কুরবানির দায়িত্ব আঞ্জাম দেয়া হবে ইন শা আল্লাহ।

গত বছর হজ্জের কুরবানির ছাগল কনফার্ম করতে আসলাফ একাডেমির একজন স্টুডেন্টের বাবা দেখা করতে চাইলেন নববীতে৷ আংকেলের সাথে দেখা...
01/05/2025

গত বছর হজ্জের কুরবানির ছাগল কনফার্ম করতে আসলাফ একাডেমির একজন স্টুডেন্টের বাবা দেখা করতে চাইলেন নববীতে৷ আংকেলের সাথে দেখা হলে আমাকে নিয়ে গেলেন ওনার হোটেলে নিজ রুমে। বাকি সব রুমমেটের সাথে পরিচয় করিয়ে দিলেন৷

পুরো রুমের সবাই দুশ্চিন্তায় ছিলেন কীভাবে কুরবানি করাবেন। আমাদের সার্ভিস কীভাবে দেই সব জানার পর সবাই তাৎক্ষণিকভাবে কনফার্ম করেন আলহামদুলিল্লাহ৷

সেই গ্রুপের কয়েকজন অনুরোধ করেন একটা ছবি তুলে দিতে তাদের৷ দিলাম তুলে৷

আমাদের হজ্জের কুরবানির সার্ভিসের জন্য পেইজে যোগাযোগ করলেই হবে।

বছর ঘুরে আবারও এলো হজ্জের মৌসুম।ইন শা আল্লাহ এবারও তাইবাক্কা টিম নিয়োজিত আছে হাজীদের খেদমতে।আলহামদুলিল্লাহ এবারও আমরা হা...
21/04/2025

বছর ঘুরে আবারও এলো হজ্জের মৌসুম।
ইন শা আল্লাহ এবারও তাইবাক্কা টিম নিয়োজিত আছে হাজীদের খেদমতে।

আলহামদুলিল্লাহ এবারও আমরা হাজি সাহেবদের কুরবানির দায়িত্ব নিয়েছি এবং যথারীতি আমাদের কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে অনেক হাজিসাহেবরা উনাদের কুরবানির দায়িত্ব আমাদেরকে দিয়েছেন মা শা আল্লাহ।

হজের একটা আবশ্যকীয় বিধান হল কুরবানী করা। দু:খজনকভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আমানতের সাথে আদায় খুব কমই হয়।

আমরা শতভাগ আমানতের সাথে এই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিচ্ছি ইন শা আল্লাহ৷

* শতভাগ নিশ্চিতভাবে আপনার পশু সরকারি অথরাইজড জবাইখানাই জবাই হবে ইন শা আল্লাহ।

* আমলের ধারাবাহিকতার ওয়াজিব হুকুম নিশ্চিতকরণে এমন সময়েই জবাই হয় যার অনেক আগে হাজী সাহেবদের কংকর মারার আমল শেষ হয়ে থাকে।

* জবাইকৃত সমস্ত পশু সৌদি সরকার অথরাইজড সাদাকা কোম্পানির মাধ্যমে গরিব মিসকিনদের নিকট পৌঁছে যাওয়া।

* অত্যন্ত সাশ্রয়ী মূল্য। আমাদের নির্ধারিত মূল্য একইসাথে পশুর মূল্য, জবাই খরচ এবং গরিব মিসকিনদের নিকট পৌঁছে দেয়ার সার্ভিস ফি সবমিলিয়ে ধরা হয়েছে৷ অর্থাৎ আপনার আর কোন খরচ নেই।

কনফার্ম করার জন্য পেইজে ইনবক্স করুন।

16/06/2024

হাজীদের কুরবানির জিম্মাদারী নিয়ে আমাদের Taibakka টিম চলে গিয়েছে জবাই খানায়। হাজীদের পাথর মারা শেষ হবে, আমাদেরকে জানাবে, এরপর তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ।

হজ করতে গিয়ে কুরবানী করা নিয়ে অনেকেই টেনশনে থাকেন- - নতুন যায়গায় কোথায় কীভাবে ব্যবস্থাপনা হবে - আমানতের সাথে সঠিক সময়ে ক...
10/06/2024

হজ করতে গিয়ে কুরবানী করা নিয়ে অনেকেই টেনশনে থাকেন-
- নতুন যায়গায় কোথায় কীভাবে ব্যবস্থাপনা হবে
- আমানতের সাথে সঠিক সময়ে কুরবানী করা হয়েছে কি না
- কুরবানীটা সঠিক পদ্ধতিতে দেয়া হচ্ছে কি না
- আমার হজের কোন ক্ষতি যেন না হয়
- কোন ধোঁকার শিকার হলাম না তো?
- কুরবানীর পশু ন্যায্য মূল্যে পাবো তো?
হজের একটা আবশ্যকীয় বিধান হল কুরবানী করা। দু:খজনকভাবে এই গুরুত্বপূর্ণ কাজটি আমানতের সাথে আদায় খুব কমই হয়।
আমরা শতভাগ আমানতের সাথে এই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিচ্ছি ইন শা আল্লাহ৷ বিগত ১০ বছর ধরে হাজীদের এই সার্ভিস দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
* শতভাগ নিশ্চিতভাবে আপনার পশু সরকারি অথরাইজড জবাইখানাই জবাই হবে ইন শা আল্লাহ।
* আমলের ধারাবাহিকতার ওয়াজিব হুকুম নিশ্চিতকরণে এমন সময়েই জবাই হয় যার অনেক আগে হাজী সাহেবদের কংকর মারার আমল শেষ হয়ে থাকে। তাই আপনাকে কুরবানী হয়েছে কি না এই অনিশ্চয়তায় বসে থাকতে হবে না। কুরবানী হওয়ামাত্রই জানিয়ে দেয়া হবে।
* জবাইকৃত সমস্ত পশু সৌদি সরকার অথরাইজড সাদাকা কোম্পানির মাধ্যমে গরিব মিসকিনদের নিকট পৌঁছে যাওয়া।
* অত্যন্ত সাশ্রয়ী মূল্য। আমাদের নির্ধারিত মূল্য একইসাথে পশুর মূল্য, জবাই খরচ এবং গরিব মিসকিনদের নিকট পৌঁছে দেয়ার সার্ভিস ফি সবমিলিয়ে ধরা হয়েছে৷ অর্থাৎ আপনার আর কোন খরচ নেই।
কনফার্ম করার জন্য পেইজে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন।

07/06/2024

আলহামদুলিল্লাহ, অনেক প্রখ্যাত আলেম উলামা আমাদের ওনাদের হজের দমে শুকর তথা পশু কুরবানির দায়িত্ব দিয়েছেন! এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য এবং জিম্মাদারিও বটে!

এখনো যারা নিজেদের হজের গুরুত্বপূর্ণ আমল পশু কুরবানির ব্যবস্থা করতে পারেন নি, নিশ্চিন্তে আমাদের দায়িত্ব দিতে পারেন ইন শা আল্লাহ৷

বিস্তারিত জানার জন্য ইনবক্স করুন।

Address

Al-Madinah
Medina

Alerts

Be the first to know and let us send you an email when Taibakka Hajj & Umrah Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taibakka Hajj & Umrah Services:

Share

Category