Desi Girl on The GO

  • Home
  • Desi Girl on The GO

Desi Girl on The GO Hi,
My name is Tahseen. Bangladeshi Girl lives in NYC. I love to roam around, travel, taste food & visit interesting places as well as people.

Here I am trying to showcasing the places I visit, sharing my experiences and good time with you.

03/07/2025

মেয়েদের চোখে তেলাপোকা 🤣           ゚
20/06/2025

মেয়েদের চোখে তেলাপোকা 🤣

20/06/2025


করোনার অজুহাত দিয়ে লাভ নেই,২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা এভাবেই হবে 🤣
17/06/2025

করোনার অজুহাত দিয়ে লাভ নেই,২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা এভাবেই হবে 🤣

"রোড ৫০: আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা যেখানে নীরবতাও কথা বলে!"ভেবে দেখুন, চারপাশে কেবল বিশাল মরুভূমি, না কোনো গাছপালা, ...
15/06/2025

"রোড ৫০: আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা যেখানে নীরবতাও কথা বলে!"

ভেবে দেখুন, চারপাশে কেবল বিশাল মরুভূমি, না কোনো গাছপালা, না শহরের কোলাহল — আর আপনি একা, শুধু রাস্তা আর আকাশ। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা Route 50 — আমেরিকার সবচেয়ে নির্জন রাস্তা, যাকে বলা হয় "The Loneliest Road in America!" 😮

রোডটির নেভাডা অঙ্গরাজ্যের অংশ এতটাই ফাঁকা যে, কিছু কিছু অংশে ঘণ্টার পর ঘণ্টা গাড়ালে মানুষ তো দূরের কথা, একটা গাড়িও চোখে পড়ে না! আমেরিকান অটোমাবাইল এসোসিয়েসন নামের এক সংস্থা একবার পথচারীদের সতর্ক করে দিয়েছিল: "এই রাস্তায় যাওয়ার আগে নিশ্চিত হোন, আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা!" 😲

তবে এই নীরব রাস্তাই যেন এক রহস্যময় সৌন্দর্যের ঠিকানা। প্রায় ৪,৮০০ কিলোমিটার বা ৩,০৭৩ মাইলের এই রাস্তা পাড়ি দিতে দিতে আপনি দেখতে পাবেন: পরিত্যক্ত ভূতুরে শহর, বিশাল পর্বতমালা, টানেল আর রুক্ষ মরুভূমির সৌন্দর্য।

সবচেয়ে মজার হলো, কেউ যদি পুরো রুটটি শেষ করেন, তবে আপনি এক ট্রিপেই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর দুটোই দেখতে পাবেন! অর্থাৎ রাস্তাটির এক প্রান্ত আটলান্টিক মহাসাগরের উপকূলে, আরেক প্রান্ত প্রশান্ত মহাসাগরের কাছাকাছি।

দীর্ঘ এই যাত্রাপথ এতটাই নির্জন যে, অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। তাই ভিড় এড়িয়ে যদি একা নিজেকে খুঁজে পেতে চান, তবে রোড ৫০ আপনার জন্য পারফেক্ট গন্তব্য।
আর হ্যাঁ, তেলের ট্যাংক ফুল করে নেবেন! 😄


🔒 সময়ের ব্যাপারে হোন নির্মম স্বার্থপর!আপনার সময় আপনার উন্নয়নের জন্য—আড্ডা, ঘোরাঘুরি নয়।নিজের ইচ্ছায় সময় দিন, কিন্তু কেউ ...
15/06/2025

🔒 সময়ের ব্যাপারে হোন নির্মম স্বার্থপর!
আপনার সময় আপনার উন্নয়নের জন্য—আড্ডা, ঘোরাঘুরি নয়।
নিজের ইচ্ছায় সময় দিন, কিন্তু কেউ যেন অপচয় না করায়—সেই দায়িত্বও আপনারই।
⏳ সময়ের কদর করুন, নিজেকে গড়ুন। 💪✨

১) সময়ের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হওন। মনে রাখবেন আপনার সময় কেবল আপনারই জন্য, আরও পরিষ্কার ভাবে বলতে গেলে আপনার নিজের উন্নয়নের জন্য। আপনি যদি স্বে'চ্ছায় কাউকে সময় দেন সেটা ভিন্ন কথা কিন্তু আড্ডাবাজী, ঘোরার নাম করে কেউ যেন আপনার সময় ন'ষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন।

২) পেশা বাছাই করার আগে নিজেকে বুঝুন, কী করতে আপনার সবচেয়ে ভাল লাগে এবং কিসে আপনি সবচাইতে দক্ষ? আপনার ভালো লাগার সাথে আপনার দক্ষতা নাও মিলতে পারে, সেটাও মাথায় রাখুন। যা করতে আপনার ভালো লাগে সেটাতে যদি আপনার দক্ষতা থাকে তাহলে পেশা জীবনে আপনার তর তর করে উঠে যাবার প্রবল সম্ভা'বনা আছে।

৩) ‘বন্ধুরা অমুক ভার্সিটিতে ঢুকেছে তাই আমাকেও ঢুকতে হবে’ এই ধরনের মনোভাব পরিহার করুন। আপনার জন্য যে ভার্সিটি আপনি সেরা মনে করছেন তাতেই ঢোকার চেষ্টা করুন, ওটাতে না হলে সেকেন্ড বেস্ট ট্রা'ই করুন। অন্যথায় যে বন্ধুত্বের খাতিরে পড়াশোনার মান উপেক্ষা করে আপনি ঝাঁক বেধে ভার্সিটিতে ঢুকলেন, ভার্সিটির মানের কারণে জীবনে সফল হতে না পারলে সেই বন্ধুত্ব ক'র্পূরের মতোই উবে যাবে।

৪) ছাত্র অবস্থায় প্রেমে জড়ানো থেকে বিরত থাকুন, আপনার জীবনের এই পর্যায়ে এগুলি টাকা এবং সময়ের ‘ব্ল্যাক হোল’ ছাড়া আর কিছুই না। আপনি একটা মেয়েকে পাগলের মতো ভালবাসবেন, তার পেছনে টাকা এবং সময় দেবেন এবং তারপর আপনি ‘প্রতিষ্ঠিত না’ এই যুক্তিতে সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। মাঝখান থেকে আপনার টাকা-সময়-কেরিয়ার সবই নষ্ট। কোনও দরকার আছে এতোসব ঝামেলার? যে টাকা গার্ল ফ্রেন্ড কে খাওয়াবেন সেই টাকা নিজে খান, নিজের যত্ন নিন, আখেরে কাজে দিবে।

৫) নিজের দক্ষতা বাড়ান। আমি এমন অনেক তরুণ দেখেছি যারা ফেসবুক ছাড়া ইন্টারনেটের আর তেমন কোনও ব্যবহার জানেনা। যখন কোনও প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দেবার চিন্তা ভাবনা করবে তারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট দেখতে চাইবে না, বরং কয়টা দরকারি প্রোগ্রাম আপনি দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন সেটাই দেখবে।

৬) নিজের ডিজিটাল ফুট প্রিন্ট পরিষ্কার রাখুন, অনেক কোম্পানিই এখন নিয়োগ দেয়ার আগে চাকুরিপ্রার্থীর বিভিন্ন অন লাইন একাউন্ট চেক করে দেখে। আপনার রাজনৈতিক মতবাদ বা সানি লীওনের প্রতি আপনার ভালবাসা নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন, প্রাইভেসি পাবলিক মোডে রেখে এসব দুনিয়াকে জানানোর কোনই দরকার নেই।

৭) ইংরেজিতে দক্ষতা অর্জনের চেষ্টা করুন, বিশ্বাস করবেন কিনা জানিনা, বিভিন্ন গার্মেন্টসে উঁচুপদে ইন্ডি-য়ানদের নিয়োগের এটাই প্রধান কারণ।

৮) নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন, খেয়াল করে দেখুন আপনার মহল্লায় গুরুত্বপূর্ণ কেউ থাকে কিনা, থাকলে দেখা হলেই সালাম দিন, সালাম দেয়া চালিয়ে যান, ঈদে শুভেচ্ছা দিন, বেশ কিছুদিন পর কী সাহায্য চান জানান, নিতান্ত গারল না হলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তবে এদের কাছে আবার টাকা পয়সা চাইতে যাবেন না, এদের নেটওয়ার্ক ব্যবহার করার চেষ্টা করুন।

৯) সব চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যা কখনো কোনও স্কুল কলেজে শেখানো হয়না, শিষ্টাচার এর ব্যাপারে মনোযোগী হওন। দেখে শিখুন, আদব-বেয়াদব উভয়ের কাছ থেকেই। কম বয়সে মনে হতে পারে এটার আবার কি প্রয়োজন কিন্তু জীবনের কোনও এক বাঁকে এসে টের পাবেন এটাই জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

#সময়এরমূল্য

14/06/2025

দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে বাঙ্গালীদের শুধু দেহটা কাজে যাওয়ার জন্য রেডি, মনটা নয়।😴😴

Leos motto: Eyes on the prize Feet on the ground Heart on fire 🔥🔥
14/06/2025

Leos motto:
Eyes on the prize
Feet on the ground
Heart on fire 🔥🔥

🙄
19/05/2024

🙄

10/04/2024
02/04/2024


19/03/2024

অনলাইন এ জামাকাপর কিনতে ভয় পাই আমি
আর তোরা অনলাইন এ প্রেম করোস !!
বাবারে বাবা এতো কনফিডেন্স তোগো 🙄😬

Address


Alerts

Be the first to know and let us send you an email when Desi Girl on The GO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desi Girl on The GO:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share