INR Tours & Travels BD

  • Home
  • INR Tours & Travels BD

INR Tours & Travels BD Hi,
Welcome to our page. INR Tours & Travels BD started it's journey in 13.7.2021 with the motto of 'Your Best Travel Solution'

INR Tours & Travels BD started it's journey in 13.7.2021 with the motto of 'Your Best Travel Solution' It believes in keeping the tourists happy and providing them with premium service. It has a number of excellent executives who will operate your tour with their best effort and ideas. INR Tours & Travels BD is exploring new tourist spots through it's efficient research team and promoting differen

t cultural aspects of our country to the world. It's making social movement to build up the awareness of the people towards tourism. Our Team
INR Tours & Travels BD is equipped with well-educated staffs with extensive experience in the tourism industry. Our key focus is to employ trained and skilled staffs who are able to manage travel arrangements professionally and at the same time, Offer clients customized and personalized services. Our services:
>Hotel & Resort Booking
>Air Ticketing
>Ship Ticketing
>Bus Ticketing
>Corporate Tour
>Study Tour
>International Tour
>Common Tour
>Customize Package Tour
>Corporate Event Management

Contact Info:
> Head Office: Shopnil Shohanir ,Holding No:290,Block No:B ,B.G.B Camp , 6 No Word , Pourashava,Sadar,Cox's Bazar, Chittagong Division, Bangladesh
> Phone No: 01632-358526, 01823-509260
> E-mail: [email protected]

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা ...
07/01/2025

সেন্টমার্টিনের রিপ কারেন্ট ও বিপদজনক বিচ, যা সম্পর্কে আমাদের সকলের জানা থাকা উচিত।
বাংলাদেশের একমাত্র নীল পানির দ্বীপ বা সৈকতের জন্য সেন্টমার্টিন জনপ্রিয়। প্রতি বছর হাজার হাজার পর্যটকের পদচারণায় মূখরিত হয় যার পুরো প্রান্তর। অনেক জল্পনা কল্পনার শেষে, এই বছর আবারো শুরু হয়েছে সেন্টমার্টিনের সাথে সকল রুটের জাহাজ চলাচল। কেউ হয়তো প্রথমবার, কেউ হয়তো অসংখ্যবারের মতন আবারো ছুটবেন সেন্টমার্টিনের পথে। কিন্তু কিছু কথা সেন্টমার্টিন নিয়ে অন্তত প্রতি সিজেনের শুরুতে না বললেই হয়তো নয়। সেন্টমার্টিন ভ্রমণ যাতে কারো কাছে বিষাদের বিষয় বস্তুতে পরিনত না হয় তাই সেন্টমার্টিন যাবার পূর্বেই জেনে নেয়া দরকার।

মনে আছে, কিছুদিন আগে ভাইরাল হওয়া নেটওয়ার্ক এর বাইরে - নাটকের কথা। কিংবা বহু বছর আগে সেন্টমার্টিনে আহ‌্ছানউল্লাহ ইউনিভার্সিটির ছাত্রদের দুঃখজনক মৃত্যুর কথা। আজ বলবো কিছু কথা সেই বিষয়েই।

যদি সেন্টমার্টিন এর ম্যাপ দেখেন আর যে প্রান্তে সর্বাধিক মৃত্যু ঘটে তা দেখেন তবে দেখবেন, সেন্টমার্টিনের মাথা বা কোনার দিকের এই ঘটনা বেশি ঘটে। বিস্তারিত ২ নাম্বার ছবিতে। সেন্ট মার্টিন দ্বীপের একটা ছবি যেইটায় একটা কোনার মত অংশ বেরিয়ে আছে।

বাংলাদেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষ মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাটার সময় কোন দেশে আপনাকে নামতেই দিবেনা। কিন্তু, বাংলাদেশে অনেক মানুষ, ভাটার সময় পানিতে নেমে ভেসে যায়, এই অজ্ঞানতার কারনে অনেক জীবন বিনষ্ট হচ্ছে। এই জন্যে কক্সবাজার বা কুয়াকাটায় যাওয়ার আগে গুগল করে। জোয়ার ভাটার সময় জেনে যেতে পারেন।

ভাটার সময় মানুষের ভেসে যাওয়া বাদেও আর একটা বিপদজনক ইস্যু আছে। যেটা সম্পর্কে আমাদের সচেতনতা অনেক কম।

একে বলা হয়, রিপ কারেন্ট। সোজা বাংলায় আমরা সুবিধার জন্যে এর নাম দিতে পারি উলটো স্রোত।

সমুদ্র সৈকতে ৮০% মৃত্যু এই রিপ কারেন্ট বা উলটো স্রোতের জন্যে হয়। এমনকি অস্ট্রেলিয়াতেও প্রতি বছর গড়ে ২২ জন মারা যায় রিপ কারেন্টের কারণে।

আমাদের দেশেও সমুদ্র সৈকতে যেই সব মৃত্যু হয়, তার বেশীর ভাগ এই রিপ কারেন্টের জন্যেই হওয়ার কথা। এবং সেন্টমার্টিনের মাথার দিকে যে সরু অংশ তাও রিপ কারেন্টের একটা বৈশিষ্ট্যের সাথে মিলে।

🚩রিপ কারেন্ট বা উলটো স্রোতঃ
এইটা এক ধরনের ঢেউ যা সমুদ্রের তটে ধাক্কা খেয়ে, উলটো দিকে প্রবাহিত হয়। অনেক ক্ষেত্রে, এই ধাক্কা খেয়ে ফিরে যাওয়া ঢেউ বাতাসের কারনে বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে চিকন একটা পথ ধরে, সমুদ্রে ফিরে যেতে পারে। এবং এর ফলে সেই সরু পথে যদি কেউ থাকে তবে ঢেউ তাকে ধাক্কা দিয়ে গভীর সমুদ্রে নিয়ে ফেলতে পারে। এই সরু পথের ঢেউটাকেই বলা হয়, রিপ কারেন্ট বা উলটো স্রোত।

আমি রিপ কারেন্টের কিছু ছবি দিচ্ছি ছবি ৩, ৪,৫

এইটা যে কোন স্থানে হতে পারে। যে কোন সমুদ্রে হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গায় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারনে নিয়মিত রিপ কারেন্ট বা উলটো স্রোত নিয়মিত হতে পারে।

🚩কিভাবে রিপ কারেন্ট বা উলটো স্রোত চিনবেন ?
রিপ কারেন্ট বা উলটো স্রোতের একটা ভয়ঙ্কর বৈশিষ্ট্য হচ্ছে এইটা দেখতে মনে হয় খুব শান্ত। এবং উপর থেকে একে গাঢ় নীল দেখা যায়। অনেক ক্ষেত্রে রিপ কারেন্ট বা উলটো স্রোতের সময়ে দেখবেন কিছু না কিছু ভেসে সাগরের দিকে যাচ্ছে বা আশে পাশের ঢেউ এর মধ্যে ঢেউ এর মাথা দেখা যাচ্ছে না। ছবিগুলো খেয়াল করেন, রিপ কারেন্ট যখন প্রবাহিত হয় তখন সে ফেরার পথে ঢেউয়ের মাথা ভেঙ্গে দেয়।

ফলে সেই স্থানটা বেশী শান্ত দেখায়।

🚩উলটো স্রোতে কিভাবে বাঁচতে হবে ?
যারা সাঁতার জানেন তারা রিপ কারেন্টে পড়লে, উলটো দিকে তীরের দিকে না গিয়ে সৈকতের সমান্তরাল ভাবে উলটো স্রোত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ, সাগরের স্রোত যখন টান দিবে তখন শক্তি দিয়ে স্রোতের বিপরীতে ফেরা যাবেনা।

🚩কয় ধরনের রিপ কারেন্ট আছে ?
তিন ধরনের রিপ কারেন্ট আছে। একটা ফিক্সড আর একটা হঠাৎ আর একটা টপোগ্রাফিক যার মধ্যে অন্যতম একটা হচ্ছে হেডল্যান্ড এর কারনে রিপ কারেন্ট। ফিক্সডটা হয় কিছু কিছু এলাকায় যেমন যেইখানে ব্রিজ আছে, যেইখানে কোন গভীর গর্ত আছে। হঠাৎ যেইটা হয়, সেইটা যে কোন জায়গায় বাতাসের কারনে হতে পারে।

🎯সেন্ট মার্টিনের এই অংশটা একটা হেডল্যান্ড বৈশিষ্ট্যের এলাকায় যেইখানে রিপ কারেন্ট ঘন ঘন হবে প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে। [ছবি ৫]

কারণ বাতাসের কারণে দুই দিকের পানি ধাক্কা দিয়ে এর মাথায় বা তার দুই পাশেই একটা রিপ কারেন্ট তৈরি করতে পারে। এইটা একটা মৃত্যুফাঁদ। এইখানে প্রাকৃতিক অবস্থানের কারণে অনেক বড় বড় চ্যানেল তৈরি হয়েছে যেইগুলো দিয়ে ঘন ঘন উলটো স্রোত বা রিপ কারেন্ট প্রবাহিত হওয়ার চান্স বেশী। যা শান্ত পানি দেখে নামা পর্যটকদের ভাসিয়ে নিয়ে যায়। তাই অবশ্য জেটি ঘাটে নেমেই উত্তরের বিচে ছবিতে চিহ্নিত স্থানে ভুল করেও নামতে যাবেন না। যদিও সেন্টমার্টিন এর পানিতে নামার জন্য সব থেকে আকর্ষণীয় বিচ উত্তর বিচ। কিন্তু উত্তর-পূর্বের এই অংশেই আছে ভয়ংকর রিপ কারেন্ট। সেন্ট মার্টিনের এলাকাবাসি জানে এই এলাকায় সাঁতার কাটতে নাই। তাই সামনে কাউকে দেখলে এরা মানা করে। কিন্তু সেইটা সবার জানার সুযোগ হয় না। এই ভাবেই সামান্য অসাবধানতার কারণে অনেক পর্যটক মারা যায়।

সেন্টমার্টিনের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে হেডল্যান্ড ধরনের টপোগ্রাফিক রিপ কারেন্ট কিন্ত নিয়মিত একটা বৈশিষ্ট্য। এই স্থানে যদি একটা মৃত্যুও ঘটে আমরা তাকে দুর্ঘটনায় বলতে পারিনা। এইগুলো হয় আত্নহত্যা নয়তো হত্যার পর্যায় পড়ে। কারন আমাদের সকলের উচিত এসকল স্থান সম্পর্কে জানা ও অন্যকে জানানো। যাতে না জানার জন্য আর কোন মৃত্যু না হয়।

বলে রাখা ভালো রিপ কারেন্ট পৃথিবীর সব সৈকতে হয় এবং এই জন্যে সতর্কতা নিতে হয়। রিপ কারেন্টের ভয়ে সমুদ্রযাত্রা বন্ধ করার দরকার নাই। কিন্তু সতর্কতা গুলো নিতে হবে।

দেশবাসী ট্যুরে যান, ট্রেকিং এ যান। যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ।

লেখা ও ছবি সংগৃহীত

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ...
06/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু vfs ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং
৬ .হোটেল বুকিং
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ট্যুর প্লেন
১০ .এন ও সি (জব হোল্ডার দের জন্য)
১১. কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১২. ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
১৩ গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
১৪. ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
১৫ .গ্যারান্টি লেটার

゚ েই_ভালো_ছিল #ভাইরাল fans

 #হাউসবোট রাংগামাটির পর্যটন সেক্টরের নতুন সংযোজন "Lushai- The water villa"।  চমৎকার একটি ভাসমান বাড়ি এবং প্রমোদতরী।আশারা...
17/10/2024

#হাউসবোট
রাংগামাটির পর্যটন সেক্টরের নতুন সংযোজন "Lushai- The water villa"।
চমৎকার একটি ভাসমান বাড়ি এবং প্রমোদতরী।
আশারাখি এই চমৎকার ভাসমান বাড়িটি রাঙ্গামাটিতে আগত ভ্রমন পিপাসু মানুষদের আকর্ষণের নতুন মাত্রা যোগ করবে।☺️

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো। ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাভনী পয়েন্ট সী বিচ ০৪....
17/10/2024

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমূহ নিচে দেয়া হলো।

০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাভনী পয়েন্ট সী বিচ
০৪. সুগন্ধা বিচ
০৪. ইনানী সী বিচ
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩ পাটুয়ার টেক বিচ, মেরিন ড্রাইভ
৪৪. মাতারবাড়ী তাপ ও বিদ্যুৎ কেন্দ্র
৪৫. পেকুয়া মগনামা ঘাট
আপনার পেশা যাইহোক, ভ্রমণ হোক আপনার। Highlight

সিজনের প্রথম সেন্টমার্টিন ভ্রমণে ধামাকা অফার!স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন এবার আরো সসিজনের প্রথম ট্যুরে ধামাকা অফার ঢাকা-...
14/10/2024

সিজনের প্রথম সেন্টমার্টিন ভ্রমণে ধামাকা অফার!

স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন এবার আরো স
সিজনের প্রথম ট্যুরে ধামাকা অফার
ঢাকা-ইনানী-সেন্টমার্টিন ট্যুরের বিস্তারিত তথ্য

তারিখ:

যাত্রা শুরু: ৩১ শে অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার), রাত ৮:০০

যাত্রা শেষ: ৪ ঠা নভেম্বর, ২০২৪ (সোমবার), ভোর ৬:০০

• মোট সময়: ৪ রাত ৩ দিন

ভ্রমণ খরচ:

🔘 ননএসি: জনপ্রতি ৬৪৯৯ টাকা, কাপলঃ ১৪৫০০ টাকা, অগ্রিম: ২৫০০ টাকা

🔘এসি বিজনেস ক্লাস: জনপ্রতি ৭৯৯৯ টাকা, কাপলঃ ১৭৫০০ টাকা, অগ্রিমঃ ৩০০০ টাকা

🔘এসি স্লিপার: জনপ্রতি ৮৫০০ টাকা, কাপল: ১৮৫০০ টাকা, অগ্রিম: ৩০০০ টাকা

▪️▪️▪️এই ট্যুর প্যাকেজে আপনি পাবেন:

• ঢাকা থেকে যাত্রা ও ফিরে আসা: আহামদায়ক বাসে ঢাকা থেকে যাত্রা শুরু করে ফিরে আসা।

• সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত: ল্যাভেন্ডার বা মেরিগোল্ড জাহাজে সেন্টমার্টিন দ্বীপে আসা-যাওয়া।(এসি শিপ)

• খাবার: ট্রিপের সময় সকল মূল খাবার এবং একটি সুস্বাদু ফিশ বার্বিকিউ।

• রিসোর্ট: বিচভিউ সেন্টমার্টিনের সেরা রিসোর্টে দুইজনের জন্য একটি রুম।

• ছেঁড়াদ্বীপ ভ্রমণ: ছেঁড়াদ্বীপে যাওয়ার জন্য ট্রলার ভাড়া।

• গ্রুপ টি-শার্ট: প্রিমিয়াম গ্রুপ টি-শার্ট।

• আঞ্চলিক সংগীত: আঞ্চলিক মিউজিক নাইট উপভোগ করার সুযোগ।

আর দেরি না করে এখনই বুক করুন!

যোগাযোগ নম্বর : 01823509260, 01632-358526

স্লিপার বাসে দূরে কোথাও যাত্রা করতে দুইটা জিনিস খেয়াল করবেন নাহলে যাত্রা পর আফসোস করবেন কেনো স্লিপার বাসে উঠলাম।।স্লিপা...
17/02/2024

স্লিপার বাসে দূরে কোথাও যাত্রা করতে দুইটা জিনিস খেয়াল করবেন নাহলে যাত্রা পর আফসোস করবেন কেনো স্লিপার বাসে উঠলাম।।
স্লিপার বাসে টিকেট নেওয়ার আগে দেখবেন বাসের সিট কেমন।
যদি বাসের সিট ফ্ল্যাট হয় তাহলে ঠিক আছে। দীর্ঘ যাত্রার সময় আপনার মনে হবে না অনেক দূরে যাচ্ছেন।
কিন্তু একটু বাঁকাওয়ালা সেটগুলো যদি নেন তাহলে এক ঘন্টা পর থেকে এমন বিরক্ত বোধ করবেন যাত্রা পথে আপনার অনেক কষ্ট হবে এর চাইতে বসে বসে যাওয়া অনেক ভালো

কক্সবাজারে আবাসিক হোটেলে সতর্কতাঃকক্সবাজারে ইদানিং রাতে আগমনকারী দর্শনার্থীদের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। আগামী কয়েক...
10/02/2024

কক্সবাজারে আবাসিক হোটেলে সতর্কতাঃ
কক্সবাজারে ইদানিং রাতে আগমনকারী দর্শনার্থীদের প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন কক্সবাজারে বেশ ভীড় হবে তাই এ সময় কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ রইল:

★ আগে থেকেই রুম বুকিং করে আসুন এবং কখন আসছেন তা জানিয়ে রাখুন।

★ বেশি রাতে আসলে বুকিং কৃত হোটেলের কাউকে রিসিভ করার জন্য ডেকে নিন তাহলে ওরাই আপনাকে নিরাপত্তা দিয়ে সঠিকভাবে নিয়ে যাবে। যিনি রিসিভ করতে আসবেন তাকে কিছু বখশিশ দিয়ে দিবেন।

★রাতে রিক্সা, সি এন জি বা অটোতে উঠলে কোন হোটেলে উঠবেন এটা বলে দিন। এবং বলে দিন আপনাদের রুম বুকিং করা আছে। নাহলে আপনাকে উনাদের ইচ্ছামতো হোটেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। অনেক সময় অনেক দূরে গেলেও ভাড়া চাইবে ২০ টাকা তখন বুঝবেন বাকি টাকা ওরা অন্য উপায়ে আদায় করবে।

★অনেকে আগে থেকে রুম বুকিং করতে ভয় পান কিন্তু
হোটেল বুকিং করে রাখার পরে রুম পাইনি এ রকম কোথাও পাবেননা। বুকিং করে রুম নম্বর কত তলায় রুম নিচ্ছেন এর ছবি চেক করে নিন। এরপরও কোনো সমস্যা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন।

★রাতে কক্সবাজার আসলে গ্রুপ হয়ে থাকার চেষ্টা করবেন জনসমাগম আছে এসব স্হানে অবস্হান করুন। ব্যাগপত্র, মোবাইল ফোন এর উপর কড়া নজর রাখুন।

✅প্রয়োজন মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের পুরো টিমকে আপনাদের সহযোগিতায় পাশে পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে গ্রুপ ট্যুরে থাকা খাওয়া ঘুরাঘুরির জন্য আমাদের সাথে যোগাযোগ করলে উপকৃত হতে পারবেন।

✅এক দিনের জন্য এসব রুমের ভাড়া পড়বে ৫০০-৩৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের রুম পাবেন আমাদের কাছে। কমদামি রুমগুলো আগে থেকেই বুকিং হয়ে যায়।

তাই এখানে থাকলে আগে থেকেই রুম বুকিং করে আসলে নিশ্চিন্ত থাকতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগঃ
01632-358526

https://wa.me/message/D3JAPLZQYQOIN1

সেন্টমার্টিনের উত্তর বীচের এখনকার অবস্থা।ছবিটাতে সমুদ্রের পাড় ধরে যে লাইট সদৃশ বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে সেগুলো এক ধরণের...
15/01/2024

সেন্টমার্টিনের উত্তর বীচের এখনকার অবস্থা।

ছবিটাতে সমুদ্রের পাড় ধরে যে লাইট সদৃশ বস্তুটি লক্ষ্য করা যাচ্ছে সেগুলো এক ধরণের প্লাঙ্কটন,যেগুলো জলজ বাস্ত্ততন্ত্রের আণুবীক্ষণিক জীব।ভাসতে পারে,একদম পাতলা,স্রোতের বিপরীতে এরা সাঁতার কাটতে পারেনা,মাঝেমাঝে বড় ঢেউ এদের পাড়ে রেখে ভাটায় চলে যায়।
এগুলোর গায়ে আগুণ জ্বলে ঠিক যেভাবে জোনাকি পোকায় আলো জ্বলে।কি চমৎকার বিষয়!

চমৎকার ব্যাপার হলো সেন্টমার্টিনে এই জীবন্ত আলো পাড়ে এসে শোভা বাড়াচ্ছে।

একটা রাত সেন্টমার্টিনে প্ল্যাঙ্কটন দেখে কাটানো দরকার।

সত্যিই আমরা লাকি আমাদের একটা সেন্টমার্টিন আছে ❤

কক্সবাজার/সেন্ট মার্টিন  যাবার সময়:১. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাকে দেখাবেন...
31/12/2023

কক্সবাজার/সেন্ট মার্টিন যাবার সময়:
১. দামী স্বর্ন সাথে করে নিবেন না। বলছিনা, Unsafe। কিন্তু সাগরপাড়ে স্বর্ন কাকে দেখাবেন। বরঞ্চ খুলে সাগরে পড়লে হারাবেন।
২., নিজের Towel, brush, Toothpaste, একটি বেডসীট সাথে রাখতে পারলে ভাল।
৩. Cotton buds, personal toiletries, আগে Pack করুন। যত ভাল হোটেলেই থাকুন, তাদের দেয়া জিনিসগুলো serious commercial. Shampo brand change করলে, অনেকের চুল ই পড়ে যায়।
৪. বাচ্চাদের সুইমিং Costume, নিজেদের swimming clothing নিন।
৫. এতদুর থেকে হৈ হৈ করে গিয়ে হৈ হৈ করে ১ দিনে চলে আসা লস্। ৩/৪ দিনের প্ল্যান করুন। রিলাক্স করে ঘুরুন। আপনি মেমরী করতে যাচ্ছেন, Racing এ নয়।
৬. পাবলিক হলিডে Avoid করার চেষ্টা করুন।
৭. হলিডে করার জন্য ছুটি নিন। প্ল্যান করুন। ছুটি পেলে হলিডে নয়।
৮. সেন্ট মার্টিনের শুটকী ভর্তা, বড় চিংড়ী, লইট্যা ফ্রাই টেস্ট করুন। সম্ভব হলে মাংস avoid করুন। কোরাল, ইলিশ, মাছ আর ভাজি বর্তা খান।
৯. যে কোন বিপদে টুরিস্ট পুলিশকে কল দিন।
১০.অসুস্হ হলে সরকারী হাসপাতালে যান।
১১. যে কোন টমটম, সিএনজিতে উঠলে, ড্রাইবারের সাথে দরদাম করে নিবেন।
১২. বীচে ক্যামেরাম্যানের সাথে আগেই দরদাম করে নিবেন।
১৩. খোলা আকাশের সস্তা সি ফুড খাবেন না।
১৪. সুইমিংপুল Avoid করে সাগরে গোসল করুন। বীচে খালি পায়ে হাটুন।
১৫. কটেজে ঢোকার আগে পা ধুয়ে নিন।
১৬. বাসে আসার সময় রাস্তায় জান্ক ফুড খেয়ে পেট খারাপ করবেন না।
১৭. এমন জায়গায় হোটেল নিন, যেখানর প্রকৃতির কাছে থাকা যায়। বাচ্চাদের খেলাধুলার ব্যবস্হা যেন থাকে।
১৯. সবাই সুর্যাস্ত দেখে, সুর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না। সুর্যোদয় দেখুন,
২০. ফজরের পর পর সাগরের সৌন্দর্য একেবারে অন্যরকম। যেকোনো সময়ের চেয়ে সুন্দর।
©
১০০০/১২০০ এর মধ্যে রুম পেতে চাইলে
01911-550991

“ মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ!!সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠ...
16/11/2023

“ মামা ভ‌বিষ‌্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ!!

সাম‌নে আমাদের খুব বিপদ। মামা সারা‌দি‌নে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উ‌ঠে। রিকশায় ব‌সে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নি‌য়ে মোবাই‌লে কথা ব‌লে যে, শুন‌তে আমারই লজ্জা লা‌গে। তারা একবারও ভা‌বে না যে, তাদের কথাগু‌লো আমার কান পর্যন্ত আস‌ছে। রিকশা চালা‌লেও তো আ‌মি তা‌দের বাবার বয়সী। কেউ কেউ তুই ক‌রে কথা ব‌লে। দাম না ক‌রে রিকশায় উ‌ঠে ব‌লে:–টানো। গন্ত‌ব্যে যাওয়ার পর স‌ঠিক ভাড়া চাই‌লেও অ‌নেক কম টাকা দি‌য়ে চ‌লে যায়। নি‌তে না চাই‌লে দৌ‌ড়ে মার‌তে আসে। মাঝে মা‌ঝে ছোট ছোট ছে‌লে মে‌য়েরা থাপ্পড় মা‌রে! ” বল‌তেই কান্না ক‌রে দি‌লেন দিনাজপু‌রের বিরামপুর থে‌কে রিকশা চালা‌তে আ‌সা মন্তাজ আলী। জানা‌লেন, তা‌দের এমন কাণ্ড দে‌খে এখন নি‌জের সন্তানকে নি‌য়ে ভয় পা‌চ্ছেন তি‌নি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চ‌ড়ে মোহাম্মদপুর জে‌নেভা ক‌্যা‌ম্পে যাওয়ার সময় তার স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এসব ক‌ষ্টের কথা ব‌লেন।

©সংগৃহীত

 #ঢাকা টু কক্সবাজার স্বপ্নের ট্রেন চালু হতে যাচ্ছে ১ ডিসেম্বর, ট্রেনের সময়সূচি ও ভাড়া জানুন। ঘরে বসে ভারতের ট্রেন টিকিট ...
08/11/2023

#ঢাকা টু কক্সবাজার স্বপ্নের ট্রেন চালু হতে যাচ্ছে ১ ডিসেম্বর, ট্রেনের সময়সূচি ও ভাড়া জানুন। ঘরে বসে ভারতের ট্রেন টিকিট নিন

কাংখিত ঢাকা টু কক্সবাজার রুটের ট্রেন চালু হতে যাচ্ছে ১ ডিসেম্বর ২০২৩। ঢাকা থেকে আপাতত ১ টি ট্রেন যাতায়াত শুরু হবে এবং পর্যায়ক্রমে ট্রেন সংখ্যা বাড়ানো হবে বলে রেলওয়ে সূত্র থেকে জানা গিয়েছে।
ঢাকা টু কক্সবাজার রেল পথের দূরত্ব প্রায় ৫৫১ কি.মি

** ঢাকা টু কক্সবাজার ভাড়া:

√ শোভন চেয়ার ভাড়া: ৫৬৫ টাকা
√ এসি চেয়ার ভাড়া: ৯৯৫ টাকা
√ এসি বার্থ (কেবিন): ১৯৭৭ টাকা

** ঢাকা থেকে কখন ছাড়বে?

সময়: রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে
স্টেশন: কমলাপুর স্টেশন থেকে

থামবে: বিমানবন্দর স্টেশন, চট্রগ্রাম ও কক্সবাজার

** কক্সবাজার থেকে ঢাকা কখন ছাড়বে?

সময়: দুপুর ১ টায় ছাড়বে
থামবে: চট্রগ্রাম, বিমানবন্দর ও লাস্ট কমলাপুর

** বাংলাদেশ রেলের টিকিট কিভাবে কাটবেন?

একদম সহজ। eticket রেলওয়ে ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নং ও NID নং দিয়ে রেজিষ্ট্রেশন করে সহজে বুকিং করে নিতে পারবেন, একান্ত সমস্য হলে আমাদের নিকট থেকে টিকিট করে নিতে পারবেন, ধন্যবাদ।

** ভাড়া Post এর স্ক্রীনশটে বিস্তারিত উল্লেখ করা আছে (প্রতিজন হিসেবে দেওয়া)

ভ্রমণ হবে সহজে

Address


Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 11:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when INR Tours & Travels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Travel Agency?

Share