Captain Tourism BD

Captain Tourism BD I am not able to access my previous page.My previous page link: www.facebook.com/781captaintourism

থাইল্যান্ডে ভ্রমণপ্রত্যাশীদের জন্য সুখবর....বিস্তারিত প্রথম কমেন্টে ☺️
27/10/2024

থাইল্যান্ডে ভ্রমণপ্রত্যাশীদের জন্য সুখবর....
বিস্তারিত প্রথম কমেন্টে ☺️

সম্মানিত কাস্টমারবৃন্দ আসসালামু আলাইকুম। সরকারি নির্দেশনা মোতাবেক  নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না।ডিস...
22/10/2024

সম্মানিত কাস্টমারবৃন্দ আসসালামু আলাইকুম।

সরকারি নির্দেশনা মোতাবেক নভেম্বর মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না।

ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে।

আপনাদের সবার সুবিধার কথা চিন্তা করে এবং ভ্রমণ কে আরো প্রানবন্ত করতে জাহাজের টাইম শিডিউল কিছুটা পরিবর্তন এনেছে।

আপনারা যারা টিকেট রি-শিডিউল করতে চাচ্ছেন তারা অতি দ্রত যোগাযোগ করে টিকেট ক্যানসেল করে নিতে পারবেন।

ডিসেম্বর এবং জানুয়ারি শিডিউল আজ রাত ১২:০১ মিনিটে উন্মুক্ত করে দেওয়া হবে।

যেকোন প্রয়োজনে
Md Nazmus Sakib
Captain Tourism BD
Cell: 01922287423

🚨 ক্রীড়া উপদেষ্টার কাছে কক্সবাজারবাসী অনুরোধঃ🗣️বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজার। এখানে ও স্টেডিয়াম আছে, ক...
18/10/2024

🚨 ক্রীড়া উপদেষ্টার কাছে কক্সবাজারবাসী অনুরোধঃ
🗣️বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজার। এখানে ও স্টেডিয়াম আছে, কিন্তু কোন সংস্কার নেই। আমার মনে হয়, পর্যটকদের আকৃষ্ট করার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই, তাই স্টেডিয়াম সংস্কার করা প্রয়োজন।
🗣️কক্সবাজারে ফাইভ স্টার হোটেল সহ নানা রকমের সুবিধা রয়েছে। কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন হয়েছে, যা সারা বাংলাদেশ থেকে দর্শক/পর্যটক আসতে শুধু সময়ের ব্যাপার। আরো আছে, আন্তর্জাতিক বিমানবন্দর।
🗣️ এতসব সুবিধা থাকার পরেও কক্সবাজারবাসী খেলার আমেজ থেকে বঞ্চিত। এখানে যদি বিপিএল/আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয় তাহলে দেশের পর্যটন খাত ও বিপিএল গ্লোবালাইজেশন হবে।
🗣️তাই দ্রুত স্টেডিয়াম সংস্কার করে ম্যাচ আয়োজন করুন, পর্যটন খাতকে গ্লোবালাইজেশন করুন। মাননীয় ক্রীড়া উপদেষ্টা Asif Mahmud Shojib Bhuyain বিষয়টি বিবেচনা করে দেখবেন আশা করি।
➡️ পোস্ট টি ভাল লাগলে শেয়ার করুন।

সেন্টমার্টিন শীপ টিকেট কেনার সময় বিবেচ্য বিষয়সমূহঃ অথোরাইজড এজেন্ট থেকে টিকেট নিলে কি সুবিধা?আপনার নিজের নামে টিকেট ইস্য...
14/10/2024

সেন্টমার্টিন শীপ টিকেট কেনার সময় বিবেচ্য বিষয়সমূহঃ

অথোরাইজড এজেন্ট থেকে টিকেট নিলে কি সুবিধা?

আপনার নিজের নামে টিকেট ইস্যু হবে, এবং বিমানের টিকেটের মত আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, যার ফলে ভ্রমনের যেকোন আপডেট সরাসরি আপনি আপনার ফোনে মেসেজের মাধ্যমে পাবেন। এ ক্ষেত্রে আপনার টিকেটের পূর্ন নিরাপত্তা নিশ্চিত হবে এবং সঠিক মূল্যে টিকেট ক্রয় করতে পারবেন।

অথোরাইজড এজেন্ট চেনার উপায়ঃ

টিকেট ইস্যুর পরে,প্রতিটা টিকেটে এজেন্টের নাম এবং মোবাইল নাম্বার থাকবে। এতে করে যেকোন সমস্যায় সরাসরি এজেন্টের সাথে যোগাযোগ করে সমস্যার সামাধান করে নিতে পারবেন।

সেন্টমার্টিন শীপ টিকেট ক্রয়ে কেনো Captain Tourism BD বেষ্ট ??

Captain Tourism BD কোন প্রকার তৃতীয় মাধ্যম না,,সেন্টমার্টিনগামী সকল জাহাজের অথরাইজড এজেন্ট।

Captain Tourism BD যোগাযোগ মাধ্যম?

Md Nazmus Sakib
Captain Tourism BD
Cell: 01922287423
Address: B-70, Sea Beach R/A, Shugandha Point, Kalatali Road, Cox's Bazar-4700.

07/10/2024
এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন।
03/10/2024

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন।

দৃষ্টি আকর্ষণ অতি আবেগি হয়ে কোন কিছুই পোস্ট করার আগে ভেবে চিন্তে পোস্ট করবেন। সম্মানিত ট্যুর অপারেটর ভাইয়েরা নিরাশ হবেন ...
05/09/2024

দৃষ্টি আকর্ষণ
অতি আবেগি হয়ে কোন কিছুই পোস্ট করার আগে ভেবে চিন্তে পোস্ট করবেন। সম্মানিত ট্যুর অপারেটর ভাইয়েরা নিরাশ হবেন না।

যারা কম খরচে বা বিনামূল্যে বিদেশে যেতে চান তারা বোয়েসেলের মাধ্যমে চেষ্টা করুন। অন্য কোথায় কম খরচে হবে না।https://boesl.g...
25/06/2024

যারা কম খরচে বা বিনামূল্যে বিদেশে যেতে চান তারা বোয়েসেলের মাধ্যমে চেষ্টা করুন। অন্য কোথায় কম খরচে হবে না।

https://boesl.gov.bd/

ত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে জীবন হোক সমৃদ্ধ।ঈদ উল আযাহার শুভেচ্ছা।
16/06/2024

ত্যাগের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে জীবন হোক সমৃদ্ধ।
ঈদ উল আযাহার শুভেচ্ছা।

প্রিয় অতিথি,বন্ধু ও শুভানুধ্যায়ীরা, সকলকে জানাই পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা। আপনারা যারা এবারের ঈদে শহুরে যান্ত্রিক জীবন...
15/06/2024

প্রিয় অতিথি,বন্ধু ও শুভানুধ্যায়ীরা, সকলকে জানাই পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা।
আপনারা যারা এবারের ঈদে শহুরে যান্ত্রিক জীবন থেকে একটু ভিন্নভাবে,প্রকৃতির সান্নিধ্যে কাটাতে চান স্মরণীয় একটি ভ্যাকেশান, তাদের জন্য automatic choice কক্সবাজারের হোটেল Fercem inn and suites!
সুগন্ধা বীচ থেকে পায়ে হেঁটে মাত্র ০৫ মিনিটের দূরত্বে অবস্থিত আমাদের হোটেলের অবস্থান।
আমাদের আছে ০৩ ক্যাটাগরি রুমঃ
০১) কাপল রুম
০২) ০২ রুমের এপার্টমেন্ট
০৩) ০২ রুমের এপার্টমেন্ট ( ০৩ বেড)
ফুরিয়ে যাবার আগেই এবারের ঈদে আপনার রুমটি বুক করুন এখুনি,যোগাযোগ করুন 01922287423 এই নম্বর এ !
যোগাযোগঃ
Md Nazmus Sakib
Fercem Inn And Suites
Manager Administration
01922287423
B-70,Sea beach R/A,Shugandha point,Kalatali Road,Cox's Bazar-4700

আজ অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।একটি দেশে যখন আপনি ভ্রমণ ভি...
27/05/2024

আজ অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব। ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাইলে কি কি করতে হবে।একটি দেশে যখন আপনি ভ্রমণ ভিসায় যাবেন সেখানে কতদিন আপনি অবস্থান করবেন বা কতদিন আপনাকে থাকতে হবে।
বিশেষ করে আমরা যারা গ্রুপ টুরে যাই ,সে ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। এই ভুল গুলো দিকে একটু নজর দিবেন তাহলে আমরা গ্রুপ টুর এ গিয়ে যেই টাকা গুলো খরচ করছি তা কিছুটা হলে কাজে লাগবে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করতে বা বাড়াতে ।
অনেক আছে আমরা ট্রাভেল হিট্রি তৈরি করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম,কম্ভডিয়া, মালদ্বীপ,সিলঙ্কা, দুবাই ইত্যাদি দেশ গুলো তে আমরা যাচ্ছি আমাদের ট্রাভেল হিট্রি তৈরি করতে বা আমাদের পাসপোর্ট স্ট্রং করতে। সেজন্য আপনাদের বলি আপনার যেখানেই ট্রাভেল এ যান না কেন নূন্যতম ৭২ ঘন্টা থাকাতে হবে। ৭২ ঘন্টা থাকলে সেই ট্রাভেল হিট্রিটি স্ট্রং হয়।
আপনি একটি দেশে আজকে গেলে কালকে ফিরে আসলেন এটি আসলে ট্রাভেল হিট্রি মধ্যে পরে না। কিছু কিছু দেশ আছে সেখানে আপনাকে দেখাতে হবে যে আপনি আগে যেই দেশে ঘুরতে গিয়েছিলেন সেখানে আপনি কত দিন ছিলেন মানে আপনার পাসপোর্ট এ যে সিল আছে এগুলোর স্কেন কপি দেখাতে হয় এবং লিখে ও দিতে হবে আপনি কত তারিখ গিয়েছে, কত দিন ছিলেন, কত তারিখ এ বের হয়েছেন। আমরা অনেকেই এই বিষয় গুলো জানি না তাই এই ভুল গুলো করে থাকি।
আমরা কম খরছে প্যাকেজ ট্যুর খুঁজি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের ট্রাভেল হিট্রি কখন স্ট্রং হবে কত দিন থাকতে হবে।
আমরা মনে করি আমারা একটা দেশে প্রবেশ করলাম বের হয়ে গেলাম পাসপোর্ট এ দুইটা সিল পরলো এতে ট্রাভেল হিট্রি তৈরি হয়ে গেলে এটা আমাদের একদম ভুল ধারনা এটা ট্রাভেল হিট্রি কাতারে পরে না।
আমি বলছি আপনি কি করে আপনার ট্রাভেল হিট্রি তৈরি করবেন থাইল্যান্ড,কম্ভডিয়া,লাউস, ভিয়েতনাম এই চারটি দেশ আপনি একসাথে ঘুরে আসতে পারেন অথবা থাইল্যান্ডে, কম্ভডিয়া,লাউস এই তিনটি দেশ এক সাথে ঘুরে আসতে পারেন কিন্তু অবশ্যই প্রতিটি দেশে তিন রাত করে অবস্থান করতে হবে।
আরেটি আছে ফিলিপাইন , সিংঙ্গাপুর, মালয়েশিয়া এর সাথে ইন্দোনেশিয়া রাখতে পারেন, আর যদি না যেতে চান তাহলে ইন্দোনেশিয়া স্কিপ করতে পারেন কিন্তু যেই দেশে যান ট্রাভেল হিট্রি স্ট্রং করার জন্য তিন দিন অবশ্যই থাকতে হবে।
আরেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এক সাথে তিনটি দেশ ঘুরে আসার পর পরবর্তী ট্যুর কিছু দিন সময় নিয়ে পরবর্তী ট্যুর প্ল্যান করা , তা হতে পারে দুই তিন মাস পর পর ।
আর আমরা যদি সিঙ্গেল ভাবে ট্যুর প্ল্যান করি সেই ক্ষেত্রে ও আমারা একটি বিষয় খেয়াল রাখবো যে একটি ট্যুর এর পর যাদে পরবর্তী ট্যুর গ্যাপ যাতে দুই তিন মাস পয পর হয় তাহরে আমাদের স্ট্রং ট্রাভেল হিট্রি ক্রিয়েট হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি । আমি সকল দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি। আপনাদের যদি এছাড়া আরো কিছু জানার সাথে তাহলে নির দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Address

B-70, Sea Beach R/A, Shugandha Point
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Captain Tourism BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Captain Tourism BD:

Share

Category