Travel Express - ট্রাভেল এক্সপ্রেস

Travel Express - ট্রাভেল এক্সপ্রেস স্বল্প খরচে বাংলাদেশ ও দেশের বাহিরে ভ্রমণ আয়োজন সহ ভ্রমণ বিষয়ক সকল সেবা প্রদানের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
(1)

Travel Express - ট্রাভেল এক্সপ্রেস বাংলাদেশ এবং দেশের বাহিরের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটন স্থান সমূহে ভ্রমণ আয়োজনের পাশাপাশি ভ্রমণ বিষয়ক সার্বিক সহযোগীতা প্রদানের বিশ্বস্ত ও প্রশংসিত প্রতিষ্ঠান।

শুধু মাত্র ব্যবসা নয়, বরং স্বল্প বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির সেবা প্রদানের মাধ্যমে ক্লায়েন্টের পূর্ণ সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

🔰🔰 আমাদের সেবা সমূহ:

▪️ভিসা প্রসেসিং
▪️মানি এক্স

চেঞ্জ
▪️বাস রিজার্ভেশন
▪️হোটেল/রিসোর্ট বুকিং
▪️বাস এবং ট্রেনের টিকেট
▪হজ্ব এবং ওমরাহ প্যাকেজ
▪️ইনবাউন্ড ট্যুর প্যাকেজ
▪️আউটবাউন্ড ট্যুর প্যাকেজ
▪️এয়ার টিকেটিং ডোমেস্টিক
▪️এয়ার টিকেটিং ইন্টারন্যাশনাল
▪️রিটার্ন টিকেটের তারিখ পরিবর্তন
▪️কাস্টমাইজড/কর্পোরেট ট্যুর প্যাকেজ
▪️ভ্রমণ বিষয়ক পরামর্শ এবং সম্পর্কিত টিপস

আপনি যদি একজন ভ্রমন পিপাসু হোন এবং নির্বিঘ্নে বাংলাদেশ এবং দেশের বাহিরে ভ্রমণের আগ্রহ থাকে, তাহলে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা প্রতিটি ভ্রমণের জন্যই আলাদা আলাদা প্যাকেজ তৈরি করে থাকি এবং উক্ত প্যাকেজে ভ্রমণ বিষয়ক যাবতীয় তথ্য সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ করা থাকে।

✅ গ্রুপ ভ্রমণ প্যাকেজের বেলায় আমরা সব সময় বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট এবং রিসোর্ট রুম বন্টন করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে বিবেচনা পূর্বক শিশু-বাচ্চা, অসুস্থ-বয়ষ্কদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

✅ আমাদের ইসলামিক প্যাকেজে মা-বোনেরা শত ভাগ পর্দা মেইনটেইন করে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন।

👥 আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেইসবুক গ্রুপ এবং পেইজ ভিজিট করতে পারেন:

▪️পাবলিক গ্রুপ: https://www.facebook.com/groups/2778515475726636/?ref=share_group_link

▪️প্রাইভেট গ্রুপ: https://www.facebook.com/groups/678692903022219/?ref=share_group_link

▪️পাবলিক গ্রুপ: https://www.facebook.com/groups/491830825580990/?ref=share_group_link

▪️পাবলিক গ্রুপ: https://www.facebook.com/groups/5470102446342028/?ref=share_group_link

▪️পেইজ লিংক: https://www.facebook.com/alburaqitt?mibextid=ZbWKwL

☎️ অফিশিয়াল নাম্বার:

01883630429
01960407018
01744789501 (বিকাশ/নগদ/হোয়াটসঅ্যাপ)।

🏠 অফিসের ঠিকানাঃ হাউজ/ফ্ল্যাট- ১৩৬, ১৪০, ১৪৩, রোড- ধউর, তুরাগ, নিশাতনগর, উত্তরা, ঢাকা (ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ/শীপ ইন্টারন্যাশনাল হসপিটালের পাশে)।

♦️♦️ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি/বেসরকারি অফিস সহ যে কোন ধরনের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাস্টমাইজড ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকি।

দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে দাগই ভালো!!
16/08/2025

দাগ থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে দাগই ভালো!!

সবাই ত্রাণের হাত বাড়িয়ে দিয়ে দো-জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। তবে, হিসেব চাহিয়া লজ্জিত হইবেন না। ধন্যবাদ।
26/07/2025

সবাই ত্রাণের হাত বাড়িয়ে দিয়ে দো-জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। তবে, হিসেব চাহিয়া লজ্জিত হইবেন না। ধন্যবাদ।

আরামে থাকলে ...... পলক দেয় না! এহন দিবেয়ানে😷
26/07/2025

আরামে থাকলে ...... পলক দেয় না! এহন দিবেয়ানে😷

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (...
25/10/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কিভাবে পাসপোর্ট করবেন..

বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনাকে নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

১.২. রেজিস্ট্রেশন
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে

এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
২.১. ফি নির্ধারণ
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
- ৫ বছরের মেয়াদ (৪৮ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
- ১০ বছরের মেয়াদ (৬৪ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
- ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
- অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
- প্রিন্ট করা আবেদন ফর্ম
-জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
- আগের পাসপোর্ট (যদি থাকে)
- পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
- আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
- আপনার ছবি তোলা হবে
- স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস:
- সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
- ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
- ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।

©️ Collected

রাতের সুগন্ধ্যা বিচ.........কক্সবাজার!!
22/10/2024

রাতের সুগন্ধ্যা বিচ.........কক্সবাজার!!

ফিরে দেখা.........নিকলী হাওর ট্যুর!!
22/10/2024

ফিরে দেখা.........

নিকলী হাওর ট্যুর!!

যদি তোমাকে এমন একটা ঘর করে দেই?
21/10/2024

যদি তোমাকে এমন একটা ঘর করে দেই?

"পাহাড়ে জুম চাষ"স্থান: পাঁচগাও, নেত্রকোনা।
20/10/2024

"পাহাড়ে জুম চাষ"

স্থান: পাঁচগাও, নেত্রকোনা।

নিঝুম দ্বীপ 🥰ইভেন্ট কামিং সুন।
13/10/2024

নিঝুম দ্বীপ 🥰

ইভেন্ট কামিং সুন।

05/10/2024

২১শে জুলাই ২০২৩ইং, Travel Express - ট্রাভেল এক্সপ্রেস কর্তৃক আয়োজিত নিকলী হাওর ট্যুরের যাত্রা শুরু হবার পূর্বে সম্মানিত গেস্টদের নিয়ে ট্রাভেল এক্সপ্রেস অফিসে কেক কাটা এবং জমপেশ এক আড্ডার আয়োজন হয়েছিলো। সুন্দর এই কেক-টি স্পন্সর করেছিলেন ট্রাভেল এক্সপ্রেস পরিবারের অন্যতম সদস্য এবং শুভাকাঙ্ক্ষী Razia Sultana Mita ভাবী।

Hello guys! Nice to meat you😄
29/09/2024

Hello guys! Nice to meat you😄

📢 জরুরী ভিত্তিতে মার্কেটিং অফিসার/ট্যুর হোস্ট নিয়োগ 📢দেশের সুনামধন্য ট্রাভেল এজেন্সি Travel Express - ট্রাভেল এক্সপ্রেস ...
29/08/2024

📢 জরুরী ভিত্তিতে মার্কেটিং অফিসার/ট্যুর হোস্ট নিয়োগ 📢

দেশের সুনামধন্য ট্রাভেল এজেন্সি Travel Express - ট্রাভেল এক্সপ্রেস এ জরুরী ভিত্তিতে মার্কেটিং অফিসার/ট্যুর হোস্ট নিয়োগ দেওয়া হচ্ছে। ছেলে এবং মেয়ে উভয়েই উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।

♦ সুযোগ সুবিধা👇

▪️কমিশন ভিত্তিতে ইনকামের সুযোগ (ফিক্সড স্যালারি নেই)।
▪️প্রতিটি ইভেন্টে হোস্টিংয়ের জন্য অনারিয়াম/সম্মানি।
▪️ফ্রীতে বাংলাদেশ এবং দেশের বাহিরে ভ্রমণের সূবর্ণ সুযোগ।
▪️পারফর্মেন্স ভালো হলে মাসিক ফিক্সড স্যালারিতে স্থায়ী চাকুরীর সুযোগ।

♦️ অত্যাবশ্যক👇

▪️কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রানিং স্টুডেন্ট হলেও সমস্যা নেই।
▪️শুদ্ধ ভাষায় বাংলা বলা, লিখা এবং পড়তে জানতে হবে।
▪️আরবী, ইংরেজি এবং হিন্দি ভাষায় পারদর্শীরা প্রাধান্য পাবেন।
▪️সদালাপী এবং যথেষ্ট ভদ্রতা জ্ঞান সম্পন্ন হতে হবে।
▪️যারা ভ্রমণ করতে ভালোবাসেন, ভ্রমণের জন্য পর্যাপ্ত সময় পেয়ে থাকেন।
▪️বাংলাদেশ এবং দেশের বাহিরে ভ্রমণে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
▪️সোশ্যাল মিডিয়া (ফেসবুকিং, ইউটিউবিং, ই-মেইল ইত্যাদি) সম্পর্কে যথেষ্ট ধারনা থাকতে হবে।
▪️যারা অনলাইনে (ফেসবুকে) নিয়মিত এক্টিভ থাকেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন।
▪️ঢাকা অথবা ঢাকার আশেপাশে বসবাসকারী হতে হবে।
▪️কোন প্রকার বাজে নেশায় অভ্যস্ত থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

✅ আগ্রহীরা নিজেদের আপডেট সিভি Travel Express - ট্রাভেল এক্সপ্রেস এর অফিশিয়াল ই-মেইলে পাঠিয়ে আবেদন করবেন।

ই-মেইলের সাবজেক্টে অবশ্যই ``Application for the post of Marketing Officer/Tour Host`` লিখতে হবে।

📧 ই-মেইল: [email protected]

♦ আমাদের সেবা সমূহ👇

▪️ভিসা প্রসেসিং
▪️ডোমেস্টিক এয়ার টিকেটিং
▪️ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং
▪️রিটার্ন টিকেটের তারিখ পরিবর্তন
▪️হোটেল/রিসোর্ট বুকিং
▪️ইনবাউন্ড ট্যুর প্যাকেজ
▪️আউটবাউন্ড ট্যুর প্যাকেজ
▪️হজ্ব এবং ওমরাহ প্যাকেজ
▪️কাস্টমাইজড/কর্পোরেট ট্যুর প্যাকেজ
▪️স্টুডেন্ট কনসালটেন্সি (China, Malaysia)
▪️এডুকেশনাল ক্রিডেনশিয়াল এসেসমেন্ট (ECA)

🏠 অফিসের ঠিকানাঃ

🔸 হেড অফিসঃ বাড়ি/ফ্ল্যাট # ৪৭৫, ৪৭৬, ৪৭৭, সেকশন # ধউর, তুরাগ, নিশাতনগর, উত্তরা পশ্চিম, ঢাকা-১৭১১ (ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পাশে)।

🔸 শাখা অফিসঃ শপ নং - ২৬, ২য় তলা, সায়েদাবাদ সুপার মার্কেট, সায়েদাবাদ, ঢাকা।

☎️ মোবাইলঃ 01883-630429 (হোয়াটসঅ্যাপ)

📌📌📌 বি:দ্র: অতি চালাক-রা এই পোষ্ট এরিয়ে চলুন। পোষ্টটি আপনাদের জন্য নয়।

Address

House/Flat# 475, 476, 477, Section# Dhour, Turag, Nishatnagar, Uttara West (Beside Of East West Medical College Hospital)
Dhaka
1711

Telephone

+8801883630429

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Express - ট্রাভেল এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Express - ট্রাভেল এক্সপ্রেস:

Share

Category