19/06/2025
ভিসা ছাড়া ঘুরে আসুন নেপাল। মাউন্ট এভারেস্টের এর দেশে ঘুরে আসতে চাইলে আজই বুক করুন ।
Call for Booking:
01778909090
01620 908079
ভ্রমণ তারিখঃ ৩০ আগষ্ট – ৫ সেপ্টেম্বর, ২০২৫। ( ৬ রাত ৭ দিন)
ভ্রমণ ফি- ৫৬,৫০০ টাকা (জনপ্রতি)
বুকিং মানি- ৪৫,০০০ টাকা। (এয়ার টিকেট সহ)
বুকিং এর লাস্ট ডেট সীট থাকা পর্যন্ত।
সম্ভাব্য ভ্রমন ডিটেলস
দিন ০১:
আমরা সবাই বিমানের ফ্লাইট ধরার জন্য সকালে ঢাকা বিমান বন্দরে মিলিত হবো। সবাই পরিচিত হয়ে নিবো। নিধারিত সময়ে পৌছে যাবো কাঠমান্ডু বিমান বন্দর। সেখান থেকে সবাই সরাসরি হোটেল। হোটেলে পৌছে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে নিবো। বাকি সময় রিলাক্স। কাঠমান্ডুতে রাত্রি যাপন।
দিন০২:
সকালের নাস্তার পরে সারাদিন কাঠমান্ডু ঘুরে দেখবো। সাংস্কৃতিক ঐশ্বর্য এবং স্থাপত্যের বিস্ময়, ইউনেস্কো স্বীকৃর্ত স্বয়ম্ভুনাথ (মাঙ্কি টেম্পল), বৌদ্ধ্বনাথ সুপ্তা, পশুপতিনাথ মন্দির, দরবার স্কয়ার, চন্দ্রগিরি কেবল কার (নিজ খরচে) যদি সময় পাওয়া যায়।
কাঠমান্ডুতে রাত্রি যাপন।
দিন ০৩:
সকাল এ নাস্তা শেষ করে হোটেল থেকে চেক আউট হয়ে ট্যুরিষ্ট কোস্টারে করে পোখরার উদ্দেশ্যে যাত্রা শুরু। পথিমধ্যে দেখবো মনোরম ত্রিশূলী নদী ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। দুপুরের লাঞ্চ হবে হাইওয়ে রেস্টুরেন্ট এ। সন্ধ্যায় হোটেলে চেকইন এবং আশেপাশে ঘুরাঘুরি। (পখরাতে রাত্রীযাপণ।
দিন ০৪
খুব ভোরে হিমালয়ের অন্নপূর্ন মাউন্টেইন রেঞ্জ থেকে অপরুপ সুর্যোদয় দেখার জন্য সারংকোট এর উদ্দেশ্যে যাত্রা শুরু। সকাল ৮টায় হোটেলে ব্রেকফাষ্ট করবো। নাস্তা শেষে আবারো সাইট সিয়িং এ বের হবো যার মধ্যে থাকবে ব্যাট কেভ, গুপ্তস্বর কেভ, ডেভিস ফলস। যারা প্যারাগ্লাইডিং করবেন, তারা লাঞ্চের পর পরই বের হয়ে যাবেন। বিকেলে ফোয়ারা হ্রদ ও ফেউয়া লেকের সৌন্দর্য উপভোগ। পোখরায় রাত্রিযাপন।
দিন ০৫:
সকালে নাস্তা সেরে রওনা হবো চিতওয়ানের পথে। যেখানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। চিতওয়ানে পৌছে হোটেলে চেকইন হবো। তারপর দেখা হবে বেঙ্গল টাইগার, এক শৃঙ্গযুক্ত গণ্ডার এবং বিভিন্ন প্রজাতির পাখির মতো বিদেশী বন্যপ্রাণীর সাথে ।
জঙ্গলে রাত্রি যাপন।
দিন ০৬:
সকালে শুরু হবে কাঠমান্ডুর উদ্দ্যেশে যাত্রা। কাঠমান্ডু পৌছে হোটেল চেকইন। ফ্রেশ এন্ড রিলাক্স। রাতে শান্ত এবং রোমান্টিক পরিবেশে মোমবাতির আলোয় ডিনার। কাঠমান্ডুতে রাত্রি যাপন।
দিন ০৭:
নাস্তা সেরে যাত্রা শুরু হবে কাঠমান্ডু বিমান বন্দরের দিকে। নিধারিত ফ্লাইটে ঢাকা ফেরা।
ভ্রমণ সমাপ্তি।
যা যা আমাদের ট্যুর প্যাকেজ এর অন্তর্ভুক্ত থাকবে-
এয়ার টিকেট (যাওয়া এবং আসা)।
কাঠমুন্ডুতে ৩ রাত, পোখারাতে ২ রাত ও চিতওয়ানে ১ রাত ডিলাক্স হোটেলে থাকা।
প্রতিদিনের সকালের নাস্তা। শেষের দিন ”কেন্ডেল লাইট ডিনার”
উল্লেখিত স্পট ভিজিট।
গাইড চার্জ।
নেপাল এর অভ্যন্তরীণ যাতায়াত সুবিধা (ব্যক্তিগত যাতায়াত বাদে)।
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকছে নাঃ
ভ্রমনকালীন (যাতায়াতকালীন) সময়ে যেকোনো খাবার খাওয়ার খরচ।
ভিসা ফি ও ভিসা প্রসেসিং ফি। (যদি কারো লাগে।)
নিজস্ব কেনাকাটার খরচ।
দুপুর ও রাতের খাবার ।
হোটেল এ থাকাকালীন আমাদের উল্লেখিত ফ্যাসিলিটি ছাড়া যেকোনো ফ্যাসিলিটি গ্রহনের বিল।
বিভিন্ন স্পট ভিজিট এর সময় এন্ট্রি ফী।
কোন ধরনের ব্যাক্তিগত বীমা।
বাঞ্জি জাম্প, প্যারাগ্লাইডিং, কোন ধরনের রাইড, রাফটিং
আমরা উল্লেখ করিনি এমন যেকোন খরচ।
যে জায়গাগুলোতে আমরা থাকবোঃ
★ কাঠমান্ডু (৩ রাত)
★পোখারা (২ রাত)
★চিতওয়ান জঙ্গল (১ রাত)
❑ বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ
সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
অথবা বাসায় বসে Online Payment Getaway দিয়ে ও বুকিং মানি দেয়া যাবে।
বিকাশ, নগদ, ও ডাচ বাংলা ব্যাংকের রকেট এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।
#ভিসা সংক্রান্ত তথ্যঃ
নেপালের জন্য কোন ভিসা করতে হয় না। অনএরাইভাল ভিসা দেয়।
ইমিগেশনের জন্য যা যা লাগবেঃ
MRP পাসপোর্ট (ডিজিটাল)।পুরাতন থাকলে অবশ্যই সংযোজন করে নিয়ে নেবেন । মেয়াদ ৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং পাসপোর্টের ফটোকপি।
ন্যাশনাল আইডি অথবা জন্ম সনদের ফটোকপি।
মাস্টার কার্ড অথবা ডলার এন্ডোর্সমেন্ট । ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে নিতে পারেন।
অবশ্যই ২ ডোজ ভ্যাক্সিন দেয়া থাকতে হবে।
চাকুরীজীবী হলে NOC (No Objection Certificate পত্র, ট্রেড লাইসেন্সের ফটোকপি, ইংরেজি অনুবাদ, ভিজিটিং কার্ড, আইডি কার্ডের ফটোকপি ইত্যাদি সাথে রাখা ভালো।
অবশ্যই পাসপোর্টের কয়েক কপি ফটোকপি নিবেন এবং নিজের কয়েক কপি ছবি নিবেন।
ট্রিপের পূর্ব প্রস্তুতিঃ
– অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাধে ঝোলানো) ।
– নেপাল শীত প্রধান এলাকা, তাই সাথে কিছু মোটা কাপড় রাখতে হবে। ট্রিপের কাছাকাছি সময়ে সেখানকার অবস্থা জেনে আমরা আপডেট দিতে থাকবো।
– সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
– প্রয়োজনীয় ঔষধ।
– ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
– চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
– ট্রাভেল পিলো ।
– চাদর ।
যে বিষয়গুলো মেনে চলতে হবেঃ
১। স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২। ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩। মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪। দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫। হোটেলে শেয়ার ব্যাসিস সবাইকে মিলেমিশে থাকতে হবে। মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা থাকবে। (প্রতিরুমে ২/৩জন)
৬।যেহেতু গ্রুপ ট্যুর, তাই অবশ্যই গ্রুপেএ সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যে কোনো সমস্যায় এডমিন কে জানাতে হবে।
৭।নিজ নিজ লাগেজ নিজ নিজ দায়িত্বে অবশ্যই রাখতে হবে। এবং গ্রুপ মেম্বার দের কে একত্র হতে যখন বলা হবে, দেরি না করে একত্রিত হতে হবে।
৮। পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৯। যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
মৌখিক কনফার্মেশন গ্রহনযোগ্য নয়, অগ্রিম টাকা পাঠিয়ে কনফার্ম করতে হবে।
বুকিং করতে টাকা পাঠানোর Number:
01778 909090-বিকাশ 01954 506479-নগদ
নিম্নোক্ত ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
Account Name: Md Jewel Hasan
Account No : 119-105-0085135
Bank : DUTCH BANGLA BANK
Branch: Dania Branch
------------------------------------------
যেকোন জিজ্ঞাসা, কর্পোরেট বুকিং অথবা কাস্টোমাইজ ট্যুরের জন্য
যোগাযোগ করুনঃ
অফিস: 01778 909090, জুয়েল (যাত্রাবাড়ী) 01954 506479, রঞ্জন (রাজশাহী) 01711 969044, আরিফ (সাভার) 01718 718829, সাজিদ (চট্টগ্রাম) 01832 968852 ।
অথবা সরাসরি অফিসে এসে বুকিং কনফার্ম করুন
Office Address:
OAE Tours & Travels
Shah Chandupori Garden City, 1st Floor, Opposit Dutch Bangla Bank. Mirdhabari - Sonirakhra Road. Jatrabari, Dhaka.