Flykori Tours & Travels

Flykori Tours & Travels Choose our company as your travel partner to make your travel dreams come true

Let's travel..

মিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনামিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশি নাগরিকদের জন...
06/08/2025

মিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

মিসরের ‘ভিসা অন অ্যারাইভাল’ পেতে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে ঢাকার মিসর দূতাবাস।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, কিছু নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশিরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেতে পারেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার শর্তগুলো হলো—যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, কানাডা অথবা নিউজিল্যান্ডের বৈধ ও ব্যবহৃত ভিসা থাকতে হবে। সঙ্গে অবশ্যই ফিরতি টিকিট ও ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ মার্কিন ডলার থাকতে হবে।

গালফ অঞ্চলের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি পাসপোর্টধারীরাও এই সুবিধা পাবেন, যদি তাঁদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকে এবং তাঁরা ‘হোয়াইট কালার জব’ (প্রয়োজনে প্রমাণ দেখাতে হবে) করেন। এ ক্ষেত্রে ওপরে উল্লিখিত সব শর্তই প্রযোজ্য হবে। এ ছাড়া আবেদনকারীদের কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে যাচাই-বাছাইয়ের পর ২৫ মার্কিন ডলার ফি দিতে হবে।

দূতাবাস ভ্রমণের আগে সবাইকে এই নির্দেশিকাগুলো ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি বা সমস্যা এড়ানো যায়।

06/08/2025
ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরাকোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিস...
05/08/2025

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ৯৯টি অবস্থান নির্ধারণ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের করা ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৯৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও ইরিত্রিয়া।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রত্যেক বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি তিন মাস অন্তর এই সূচক প্রকাশ করা হয়। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৬টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৩৯টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

• বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের কোন কোন দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন চলুন জেনে নেওয়া যাক...

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ:

বাহামা, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকা:

বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, গাম্বিয়া।

এশিয়া:

ভুটান, কম্বোডিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

ওশেনিয়া:

কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভালু, ভানুয়াতু।

দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া।

তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যদিও এই দেশগুলোতে ভিসা লাগে না তবুও ভ্রমণের আগে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন, ভ্রমণের উদ্দেশ্য, থাকার সময়সীমা এবং সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিয়মাবলী।

অনেক সময় ভিসা-মুক্ত প্রবেশাধিকার থাকলেও বিমান বন্দরে 'অন অ্যারাইভাল ভিসার'র জন্য কিছু ফি বা অন্য ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। তাই যেকোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করার আগে, সেই দেশের সরকারি ওয়েবসাইট বা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিসার মেয়াদ শেষেও কোনো দেশে অবস্থান করা এবং জাল নথি ব্যবহারের মতো বিচ্ছিন্ন উদ্বেগগুলো এখন বড় সংকটে রূপ নিয়েছে। এর ফলে...
13/07/2025

ভিসার মেয়াদ শেষেও কোনো দেশে অবস্থান করা এবং জাল নথি ব্যবহারের মতো বিচ্ছিন্ন উদ্বেগগুলো এখন বড় সংকটে রূপ নিয়েছে। এর ফলে বহির্গামী পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ভ্রমণ এবং দেশের গুরুত্বপূর্ণ শ্রম অভিবাসন খাত হুমকির মুখে পড়েছে।

ভিসার মেয়াদ শেষেও কোনো দেশে অবস্থান করা এবং জাল নথি ব্যবহারের মতো বিচ্ছিন্ন উদ্বেগগুলো এখন বড় সংকটে রূপ নিয়েছে...

✅সৌদি প্রবাসীদের জরুরী বিজ্ঞপ্তি।সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা এখন নিজের পাসপোর্ট নিজে রাখতে পারবেন। সৌদি সরকারের...
20/05/2025

✅সৌদি প্রবাসীদের জরুরী বিজ্ঞপ্তি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা এখন নিজের পাসপোর্ট নিজে রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন নির্দেশনায় এটি স্পষ্ট করা হয়েছে।

আপনার পাসপোর্ট দখলে না থাকলে, অভিযোগ করুন নিকটস্থ জাওয়াজাতে বা শ্রম অফিসে।
নিজের অধিকার জানুন, সুরক্ষিত থাকুন!
টোল-ফ্রি নম্বর: 8001000125

#প্রবাসি #বাংলাদেশদূতাবাস #সৌদি_আরব

https://bangla.bdnews24.com/world/cdf20b9b5887
24/04/2025

https://bangla.bdnews24.com/world/cdf20b9b5887

এই ফরমে ভ্রমণকারীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের সময়কাল এবং থাকার জায়গার বিবরণ দেওয়া বাধ্যতামূলক।

যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। কিন্তু আগামীতে যাত্রীদের ট্র...
18/04/2025

যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। কিন্তু আগামীতে যাত্রীদের ট্রাভেল ট্যাক্সের টাকা যাত্রী নিজেই দেবে। তারা কর দিয়ে চালান নেবে। সেই করের চালান দেখিয়ে ট্রাভেল করতে হবে।

যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। কিন্তু আগামীতে যাত...

20/03/2025

ঢাকা থেকেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা‼

Announcement: Thai e-visa Application Process
24/02/2025

Announcement: Thai e-visa Application Process

প্রবাসীদের জন্য সুখবর! ১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্...
13/02/2025

প্রবাসীদের জন্য সুখবর!

১. প্রায় ৫৮,০০০ টাকা (৪৮০ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-জেদ্দা, ঢাকা-রিয়াদ, ঢাকা-দাম্মাম, ঢাকা-মদিনা রুটে ভাড়া প্রায় ৪৩,৫০০ টাকা (৩৬০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ১৪,৫০০ টাকা।

২. প্রায় ২১,০০০ টাকা (১৭৫ মার্কিন ডলার) থেকে ভাড়া কমে বর্তমানে ঢাকা-কুয়ালালামপুর রুটে ভাড়া প্রায় ১৮,০০০ টাকা (১৫০ মার্কিন ডলার) হয়েছে। অর্থাৎ, ভাড়া কমেছে প্রায় ৩,০০০ টাকা।

"বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় প্রদান করছে। 'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে চালু হয়েছে এবং আগামী ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রযোজ্য থাকবে। এই ভাড়া শুধুমাত্র নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বর্তমানে মূল ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার, যা পূর্বে ঢাকা-জেদ্দা রুটে ৪৮০, ঢাকা-রিয়াদ রুটে ৪০০, ঢাকা-মদিনা রুটে ৪৩০ এবং ঢাকা-দাম্মাম রুটে ৪০০ মার্কিন ডলার ছিল। এছাড়া, ঢাকা-কুয়ালালামপুর রুটের বর্তমান ভাড়া ১৫০ মার্কিন ডলার, যা পূর্বে ছিল ১৭৫ মার্কিন ডলার।

'ওয়ার্কার ফেয়ার' নামের এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি (BMET) ক্লিয়ারেন্স কার্ড অথবা বিএমইটি (BMET) সত্যায়িত ভিসা থাকতে হবে। এখানে উল্লেখযোগ্য যে, ওমরাহ, ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাধারীরা এই বিশেষ ছাড় পাবেন না।

এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোন বিক্রয় কেন্দ্র অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনোনীত যেকোন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।"

10/02/2025

একজন যাত্রী বিদেশ হতে ২ টি ব্যবহৃত মোবাইল ফোন বিনা শুল্কে এবং ১ টি নতুন মোবাইল ফোন শুল্ক পরিশোধ করে আনতে পারবেন। তার অতিরিক্ত মোবাইল আটকযোগ্য। -কাস্টমস হাউস, ঢাকা।

📢 সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ ১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে উমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হল...
15/01/2025

📢 সৌদি আরব ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকাদান নোটিশ

১লা ফেব্রুয়ারি ২০২৫ থেকে উমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে হলে কোয়াড্রিভ্যালেন্ট নেইসিরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের সনদপত্র বাধ্যতামূলক করেছে সৌদি হজ মন্ত্রণালয়।

✅ যাত্রার কমপক্ষে ১০ দিন আগে টিকা নিতে হবে।

✅ ভ্যালিডিটি: কনজুগেট টাইপ – ৫ বছর পর্যন্ত।

✅ ১ বছরের নিচে শিশুরা এ নিয়মের আওতামুক্ত।

ভ্রমণের সময় চেক-ইন কাউন্টারে টিকার সনদপত্রের (২ কপি) প্রয়োজন হবে।

যেখানে টিকা দেয়া যাবেঃ

Civil Surgeon offices of all districts
Dhaka Medical College Hospital
Sir Salimullah Medical College and Mitford Hospital
Shaheed Suhrawardy Medical College Hospital
Kurmitola General Hospital
Combined Military Hospital
Government Employees Hospital

Address

104, Green Road, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Flykori Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flykori Tours & Travels:

Share

Category