Go Girls

Go Girls Step out, explore with fearless confidence, and let the world be your playground!

শাকিব খান কিন্তু ঘুরে এসেছেন আমেরিকা, Go Girls-এর প্যাকেজ নিয়ে (Just kidding!)Family বা friends group নিয়ে ঘুরতে চান? ...
08/08/2025

শাকিব খান কিন্তু ঘুরে এসেছেন আমেরিকা, Go Girls-এর প্যাকেজ নিয়ে (Just kidding!)

Family বা friends group নিয়ে ঘুরতে চান? Go Girls-এর সাথেই ঘুরে আসুন!
আপনার পছন্দ ও বাজেট অনুযায়ী আমরা দিয়ে দেবো সেরা প্যাকেজ।

আপনার পছন্দের ডেস্টিনেশন কোথায়, জানিয়ে দিন—
📲 WhatsApp: 01810368925




আপনি যদি একটুখানি শান্তি আর সবুজে হারিয়ে যেতে চান, তাহলে Ella, Sri Lanka আপনার জন্য একদম পারফেক্ট জায়গা।Colombo থেকে গা...
08/08/2025

আপনি যদি একটুখানি শান্তি আর সবুজে হারিয়ে যেতে চান, তাহলে Ella, Sri Lanka আপনার জন্য একদম পারফেক্ট জায়গা।

Colombo থেকে গাড়িতে বা ট্রেনে যেতে পারেন – প্রায় ৫-৬ ঘণ্টার পথ। তবে Kandy to Ella ট্রেন ভ্রমণটা একবার হলে জীবনে মনে রাখার মতো হবে। চারপাশে পাহাড়, চা বাগান, আর মেঘ – যেন একটা সিনেমার দৃশ্য।

Ella-তে গেলে Ella Rock ট্রেক, Nine Arches Bridge-এ ট্রেন দেখা, আর Ravana Falls-এর পাশে বসে সময় কাটানো, এগুলো যেন একেকটা ছোট ছোট ম্যাজিকের মতো।

জয়েন করে ফেলুন Go Girls এর Next শ্রীলঙ্কা ট্রিপে!

WhatsApp: 01810368925


একটা জায়গার কথা বলি – থাইল্যান্ডের কোহ ফি ফি। স্বপ্নের মতো একটা দ্বীপ। প্রথম দেখাতে বিশ্বাসই হচ্ছিল না এত সুন্দর একটা জা...
07/08/2025

একটা জায়গার কথা বলি – থাইল্যান্ডের কোহ ফি ফি।

স্বপ্নের মতো একটা দ্বীপ। প্রথম দেখাতে বিশ্বাসই হচ্ছিল না এত সুন্দর একটা জায়গা সত্যি থাকতে পারে। নীলচে-সবুজ পানির মধ্যে ছোট্ট এক দ্বীপ, চারপাশে পাহাড় ঘেরা, আর মাঝে মাঝে চোখ জুড়ানো সাদা বালির সৈকত।

ওখানে যেতে হলে প্রথমে বাংলাদেশ থেকে ফ্লাইট নিতে হয় থাইল্যান্ডের ফুকেট বা ক্রাবিতে। সেখান থেকে স্পিডবোটে করে প্রায় দেড়-দুই ঘণ্টা লাগে কোহ ফি ফি পৌঁছাতে। কিন্তু ওই বোট জার্নিটাও অসাধারণ—পানির রং বদলায় আর ছোট ছোট দ্বীপ চোখের সামনে ভেসে ওঠে।

যাওয়ার পরই যেটা চোখে পড়ে, সেটা হলো মায়া বে। এইটা সেই জায়গা যেখানে “The Beach” সিনেমাটা শুট হয়েছিল।

বানরদের জন্য ফেমাস একটা বিচও আছে, ওখানে হেঁটে বেড়ানো বানরগুলো একেবারে দর্শনার্থীদের অভ্যস্ত। আর যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের জন্য আছে স্কুবা ডাইভিং আর স্নরকেলিং—রঙিন মাছ আর কোরাল একদম সামনে ঘুরে বেড়ায়।

Go Girls থেকে খুব শিগগিরই আবার যাচ্ছি কোহ ফি ফি তে। অসাধারণ একটা ট্যুর প্ল্যান করছি, একদম tension-free trip হবে।

Lets fly with Go Girls and explore Thailand...

WhatsApp ✆01810368925


আলাস হারুমের কথা শুনেছেন ? উবুদে গেলে আলাস হারুম না দেখলে ট্রিপটাই অসম্পূর্ণ মনে হবে। সবুজ ধানক্ষেতের ভেতরে বানানো এই স্...
07/08/2025

আলাস হারুমের কথা শুনেছেন ? উবুদে গেলে আলাস হারুম না দেখলে ট্রিপটাই অসম্পূর্ণ মনে হবে।

সবুজ ধানক্ষেতের ভেতরে বানানো এই স্পটটা একদম ছবির মতো সুন্দর। আর শুধু সৌন্দর্যই নয়—জায়ান্ট সুইং, স্কাই বাইক, গ্লাস ব্রিজ, ইনফিনিটি পুল—সব একসাথে পাবেন এখানে।

সবচেয়ে ভালো লাগবে এক প্যাকেজেই দুই মজা—প্রকৃতির শান্ত সৌন্দর্য আর রোমাঞ্চকর অ্যাক্টিভিটি।

যেতে হলে আগে উবুদ এলাকায় পৌঁছাতে হবে। সেখান থেকে গাড়িতে মাত্র ২০ মিনিটেই পৌঁছে যাবেন আলাস হারুমে।

আমাদের পরের ট্রিপে এগুলো সব এক্সপ্লোর করুন—Only Go Girls আপনাকে দিচ্ছে একটা সেফ, কমফর্টেবল আর পুরোপুরি ঝামেলাহীন ট্যুর।

Join করুন আমাদের পরের ট্রিপে!
WhatsApp: 01810368925


কায়রো – ইতিহাস আর রহস্যের শহর।ঢাকা থেকে সরাসরি বা ট্রানজিট ফ্লাইটে পৌঁছানো যায় খুব সহজে। শহরে ঢুকতেই মনে হবে সময় যেন কয়ে...
06/08/2025

কায়রো – ইতিহাস আর রহস্যের শহর।

ঢাকা থেকে সরাসরি বা ট্রানজিট ফ্লাইটে পৌঁছানো যায় খুব সহজে। শহরে ঢুকতেই মনে হবে সময় যেন কয়েক হাজার বছর পেছনে চলে গেছে।

গিজার পিরামিড, স্ফিংস, মিশরীয় জাদুঘর আর নীল নদের ক্রুজ—সব মিলিয়ে কায়রো এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। খান এল-খলিলি বাজারের কোলাহল,কোশারি-ফালাফেলের স্বাদ আর পিরামিডের পেছনে সূর্যাস্ত দেখা—এসব মুহূর্ত একবার হলেও উপভোগ করার মতো।

Explore Egypt with Go Girls.
আজই রেজিস্ট্রেশন করুন।

📲 WhatsApp: 01810368925

নেপালের সৌন্দর্য ঠিক ছবির মতো নয়—এটা অনুভব করার জিনিস।পোখারার লেকে ভেসে থাকা সূর্যের আলো, সারি সারি পাহাড়ের পেছনে অন্নপূ...
06/08/2025

নেপালের সৌন্দর্য ঠিক ছবির মতো নয়—এটা অনুভব করার জিনিস।
পোখারার লেকে ভেসে থাকা সূর্যের আলো, সারি সারি পাহাড়ের পেছনে অন্নপূর্ণার উঁকি, আর কাঠমাণ্ডুর কোলাহলে লুকিয়ে থাকা রঙিন সংস্কৃতি- আমাদের আগের ট্রিপের প্রতিটি মুহূর্ত ছিল একেবারে অবিস্মরণীয়।

এই ছবিগুলো সেই সুন্দর স্মৃতির এক ঝলক।
কিন্তু সবচেয়ে ভালো খবর হলো—আমাদের পরের নেপাল ট্রিপ খুব শিগগিরই হতে যাচ্ছে!

আপনি থাকবেন তো আমাদের পরের অ্যাডভেঞ্চারে?

WhatsApp: 01810368925


থাইল্যান্ডের ফুকেট – সমুদ্রের রঙিন স্বর্গ!এখানে এলেই মনে হবে, প্রকৃতি আর অ্যাডভেঞ্চার মিলে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা।...
05/08/2025

থাইল্যান্ডের ফুকেট – সমুদ্রের রঙিন স্বর্গ!

এখানে এলেই মনে হবে, প্রকৃতি আর অ্যাডভেঞ্চার মিলে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। পাতং বিচের প্রাণবন্ত পরিবেশ, ফি ফি আইল্যান্ডের নীলাভ স্বচ্ছ পানি, আর বিগ বুদ্ধের শান্ত উপস্থিতি সবকিছু যেন একসাথে মুগ্ধ করে।

রাতে Bangla Road-এর ঝলমলে আলো আর সঙ্গীতের উচ্ছ্বাস ফুকেটকে করে তোলে আরও জীবন্ত। আর চাইলে সমুদ্রতীরে বসে সূর্যাস্ত দেখেই কাটাতে পারেন এক শান্ত সন্ধ্যা।

Don't miss the chance to explore Thailand with Go Girls..

আজই রেজিষ্ট্রেশন করে ফেলুন।

📲 WhatsApp: 01810368925

শ্রীলঙ্কার একটি শান্তির শহর Kandy!যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক মায়াবী স্বর্গ। শহরের মাঝখানে ঝিলমিলে Kandy Lake, চারপা...
05/08/2025

শ্রীলঙ্কার একটি শান্তির শহর Kandy!

যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক মায়াবী স্বর্গ। শহরের মাঝখানে ঝিলমিলে Kandy Lake, চারপাশে সবুজে মোড়া পাহাড়, আর বাতাসে মন্দিরের ঘন্টার মৃদু সুর। সবচেয়ে বিশেষ Temple of the Tooth—যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতার মিলন ঘটে।

চা বাগানের পথ ধরে গাড়ি ছুটলে মনে হবে আপনি যেন কোনো সিনেমার দৃশ্যের ভেতর দিয়ে যাচ্ছেন। আর সন্ধ্যার ক্যান্ডিয়ান কালচারাল শো-তে স্থানীয় নাচ আর সংগীত দেখলে এই শহরের প্রেমে পড়ে যাবেন নিশ্চিত।

Go Girls-এর সাথে ঘুরে আসুন Srilanka..

সীট দ্রুত শেষ হয়ে যাচ্ছে—আজই বুক করুন।

📲 WhatsApp: 01810368925

Sentosa Island – সিঙ্গাপুরের মজার স্বর্গ!এখানে ঢুকলেই মনে হবে, পুরো একটা বিনোদনের দুনিয়া তৈরি করা হয়েছে শুধু আপনার জন্য।...
04/08/2025

Sentosa Island – সিঙ্গাপুরের মজার স্বর্গ!

এখানে ঢুকলেই মনে হবে, পুরো একটা বিনোদনের দুনিয়া তৈরি করা হয়েছে শুধু আপনার জন্য। ইউনিভার্সাল স্টুডিওতে রোমাঞ্চকর রাইড, S.E.A Aquarium-এ হাজার রকম সামুদ্রিক প্রাণী, আর সমুদ্রতীরে শুয়ে সূর্যাস্ত দেখা—সবকিছু এক জায়গায়।

রাতে আবার Wing of Time শো-তে আলো আর পানির খেলা দেখে মনে হবে যেন গল্পের জগতে চলে গেছেন।

Go Girls-এর সিঙ্গাপুর ট্রিপে Sentosa Island ভ্রমণের দারুণ সুযোগ আছে!
সীট দ্রুতই শেষ হয়ে যাচ্ছে—আজই বুক করুন।

📲 WhatsApp: 01810368925

কাজের চাপ, টার্গেটের দৌড়ঝাঁপ আর মিটিংয়ের ক্লান্তি একসাথে কাটানোর সবচেয়ে ভালো উপায় হতে পারে একটা কর্পোরেট গ্রুপ ট্যুর...
04/08/2025

কাজের চাপ, টার্গেটের দৌড়ঝাঁপ আর মিটিংয়ের ক্লান্তি একসাথে কাটানোর সবচেয়ে ভালো উপায় হতে পারে একটা কর্পোরেট গ্রুপ ট্যুর। এতে শুধু রিফ্রেশ হওয়াই নয়, টিমের মধ্যে বোঝাপড়া আর বন্ধুত্বও অনেক গুণ বাড়ে।

নিরাপত্তা, আরাম আর মজার সব প্ল্যান এগুলো ঠিকঠাক না হলে অনেকেই দ্বিধায় পড়েন।

কিন্তু Go Girls কর্পোরেট ট্যুরে সবকিছু থাকে সাজানো-গোছানো, যাতে মেয়েদের জন্য পুরো ট্রিপটা হয় একেবারে স্ট্রেস-ফ্রি।

Singapore, Malaysia, Sri Lanka, Maldives, Bali আর Nepal – সব গন্তব্যেই পাবেন Go Girls-এর দারুণ কর্পোরেট ট্যুর প্যাকেজ।

সেরা প্যাকেজ নিয়ে একসাথে বেরিয়ে পড়ুন – Go Girls-এর সাথে।

Whatsapp ✆01810368925


03/08/2025

Flight Expert থেকে যারা টিকেট কিনেছেন তাদের এখন করনীয় কি?

পোখারা – নেপালের এক জাদুকরী শহর।দিনে গেলে ফেওয়া লেকের শান্ত পানিতে পাহাড়ের ছায়া পড়ে, আকাশে প্যারাগ্লাইডার উড়ে বেড়ায়, আর ...
03/08/2025

পোখারা – নেপালের এক জাদুকরী শহর।

দিনে গেলে ফেওয়া লেকের শান্ত পানিতে পাহাড়ের ছায়া পড়ে, আকাশে প্যারাগ্লাইডার উড়ে বেড়ায়, আর দূরে দেখা যায় অন্নপূর্ণা পর্বতমালা। শহরের প্রতিটি কোণেই যেন প্রকৃতির অন্যরকম সৌন্দর্য লুকানো।

কিন্তু আসল আকর্ষণ কিন্তু ভোরবেলায়। সরাংকোটে দাঁড়িয়ে সূর্যোদয়ের সাথে পাহাড়ের রঙ বদলানোর দৃশ্য একবার দেখলে ভুলতে পারবেন না। তার সাথে আছে দেভিস ফলস, রহস্যময় গুহা আর পাহাড়ি ক্যাফেতে বসে নির্ভেজাল প্রশান্তি উপভোগ করার সুযোগ।

Go Girls-এর আছে নেপালের দারুণ সব প্যাকেজ!

আমাদের এ মাসের নেপাল ট্রিপের রেজিস্ট্রেশন কিন্তু প্রায় শেষের দিকে...
রেজিস্ট্রেশন করে ফেলুন আজই।

📲 WhatsApp: 01810368925

Address

Lift 14, ICT Tower, Agargawn
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Go Girls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Go Girls:

Share

Category