02/05/2025
‼️গরমের ছুটিতে কোথায় যাবেন? চলে আসুন Chibo তে ‼️
‼️Booking open for May Month ‼️
🌸শহরের ভিড় ও কোলাহল থেকে দূরে হিমেল হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে যেতে পারেন শিলিগুড়ি শহর থেকে ২.৫ ঘন্টা দূরে অবস্থিত কালিম্পং এর নতুন এক গন্তব্য চিবোতে।। মনোরম পাহাড়ি পরিবেশে মোরা এই ছোট্ট পাহাড়ি গ্ৰাম চিবো । যেখানে বিভিন্ন প্রকার রঙিন ফুলেদের পাশাপাশি নাম না জানা পাখির দল আর কাঞ্চনজঙ্ঘার উপস্থিতি আপনার মনকে ভরিয়ে তুলবে।
পাহাড়ের কোলে সদ্য তৈরী আমাদের এই হোমস্টের প্রতিটা ঘর সাজানো অত্যন্ত যত্নে ও ভালোবাসায়।
সাথে থাকবে হোমস্টের অনবদ্য খাওয়ার ও আতিথেয়তা||
🛑Deluxe রুম ভাড়া ১৩০০ টাকা জনপ্রতি এবং Premium রুম ভাড়া ১৫০০ টাকা জন্যপ্রতি খাওয়াদাওয়া সহ।
📍নিউজলপাইগুড়ি/ শিলিগুড়ি জনশন স্টেশন থেকে Reserve গাড়িতে আসতে আনুমানিক ২-২.৩০ ঘন্টা সময় লাগে। গাড়ি ভাড়া season অনুযায়ী পরিবর্তিত।
📌** Homestay র ভাড়া season অনুযায়ী পরিবর্তিত নয়। বাকি জিজ্ঞাসার জন্য দয়া করে কল করুন কমেন্ট এ সব বলা সম্ভব হয়ে ওঠে না।
🌸Chibo is a new destination in Kalimpong, 2.5 hours away from Siliguri city. Chibo is a small hill village in a beautiful hilly environment at an altitude of 4100 feet above sea level. Where different types of colorful flowers as well as groups of unknown birds and the presence of Kanchanjungha will fill your mind.
Each and every room of our newly built homestay on the lap of the hill is decorated with great care and love.
Accompanied by the homestay's impeccable dining and hospitality.
🛑Attractions :
Durpin dara, Durpin monastery , Hanuman tak, Delo, ⭐️ Many more.
📲Contact : 7044686702