Portu-Bangla Xpress Limited

Portu-Bangla Xpress Limited Visa & Immigration Support | Recruitment Service | Consulting Services | Travel Agency | Ticketing

রিনিউ সমস্যা?  বুঝতে পারছেন না কিভাবে কি করবেন , চলে আসুন আমদের প্রতিষ্ঠানে। প্রয়োজনে পাশে সব সময় পর্তুবাংলা এক্সপ্রেস
26/07/2025

রিনিউ সমস্যা? বুঝতে পারছেন না কিভাবে কি করবেন , চলে আসুন আমদের প্রতিষ্ঠানে।
প্রয়োজনে পাশে সব সময় পর্তুবাংলা এক্সপ্রেস

07/07/2025

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন ,
আপনারা যারা আমাদের বোল্ট ফুড ডেলিভারি ফ্লীটের পার্টনার আজকে আপনাদের সাপ্তাহিক পেমেন্ট দেওয়া সম্ভব হবে না। সরকারি ছুটি জনিত কারনে বোল্ট ফুড আমাদেরকে পেমেন্ট করে নি। তাই আমরা পেমেন্ট রিসিভ করার সাথে সাথেই আপনাদের পেমেন্ট ,স্ব স্ব একাউন্টে ট্রান্সফার করে দিবো
সব প্রয়োজনে আপনার পাশে Portu-Bangla Xpress Limited
তারিখ: ০৭-০৭-২০২৫

আমি একজন অভিবাসী, কিন্তু আমি অপরাধী নই”✍️ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন⸻আমি পর্তুগালে এসেছি ভালো জী...
07/07/2025

আমি একজন অভিবাসী, কিন্তু আমি অপরাধী নই”
✍️ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন



আমি পর্তুগালে এসেছি ভালো জীবনের আশায়। আইন মেনে থাকছি, পরিশ্রম করছি, ট্যাক্স দিচ্ছি, সমাজে অবদান রাখছি। কিন্তু এখন প্রায়ই মনে হয়, আমি যেনো অপরাধী!
কেন? কারণ আমি একজন “অভিবাসী”।

অবাক লাগে—অনেক তরুণ পর্তুগিজ নিজেরাই ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি বা লুক্সেমবার্গে অভিবাসী হয়ে আছে। কিন্তু তারাই আবার এখানে CHEGA-এর মতো দলকে সমর্থন দেয়, যারা বলে অভিবাসীরা দেশের ক্ষতি করছে!
এই দ্বৈত মানসিকতা কেমনভাবে যুক্তিযুক্ত?



🔍 আমি কিছু প্রশ্ন রাখছি যেগুলো অনেকেই ভাবেন না, অথচ ভাবা উচিত:

🟠 যখন একজন পর্তুগিজ ইউরোপে যায়, তখন সে কি নিজের সন্তানের নাম ফরাসি রাখে? জার্মান রাখে? তাহলে কেন আমরা নাম রাখলে সেটাও দোষের হয়?

🟠 যদি অভিবাসীরা কাজ বন্ধ করে দেয়, তাহলে রেস্তোরাঁ, নির্মাণ, পরিচ্ছন্নতা, কৃষি— এসব খাত চলবে কিভাবে?

🟠 আমরা যারা পরিশ্রম করছি, কোন ভাতা নিচ্ছি না, ট্যাক্স দিচ্ছি— আমরা কি সমাজের বোঝা, না ভিত্তি?



⚠️ এখন সবচেয়ে ভয়ংকর বিষয়:

নাগরিকত্ব পাওয়ার শর্ত ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব এসেছে।

এটা শুধু সময় বাড়ানো নয় — এটা ভবিষ্যৎ ধ্বংস করার একটা ফাঁদ।

এই আইনের কিছু মারাত্মক পরিণতি হতে পারে:

🔴 ⏳ ১৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে:
• রেসিডেন্স করতে লাগে ৩ বছর
• নাগরিকত্ব আবেদন করতে লাগে ১০ বছর
• আর রেজাল্ট পেতে লাগে ২ বছর পর্যন্ত
= মোট ১৫ বছর!

🔴 ⚒️ অভিবাসীরা দেশ বদলে ফেলবে:
• কেউ আর পর্তুগালে থাকতে চাইবে না
• দক্ষ শ্রমিকরা চলে যাবে স্পেন, জার্মানি বা কানাডায়

🔴 📉 পর্তুগালের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে:
• অভিবাসীরা কাজ না করলে গৃহস্থালি, কৃষি, নির্মাণ, রেস্টুরেন্ট, ট্যুরিজম সব থেমে যাবে

🔴 🇵🇹 পর্তুগালের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে:
• দেশ হয়ে উঠবে রক্ষণশীল, বন্ধ দরজার মতো
• পর্তুগালকে আর কেউ “friendly nation” বলে মনে করবে না

🔴 👩‍👧 পরিবারগুলো স্থিতিশীলতা হারাবে:
• নাগরিকত্ব না থাকায় বহু পরিবার বিভক্ত থাকবে
• সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে



🇵🇹 পর্তুগাল একসময় উপনিবেশ করেছিল অনেক দেশকে। সেই ইতিহাসের আলোকে আজ যদি কেউ পর্তুগালে এসে কাজ করতে চায়, সেই মানুষটিকে কি ঘৃণা করা উচিত? নাকি গ্রহণযোগ্যতা দেওয়া উচিত?

সত্যি কথা বলতে, আমি ব্যথিত। কারণ আমি দেখছি—
🔺 একজন রাজনীতিবিদ সংসদে দাঁড়িয়ে অভিবাসীদের সন্তানদের স্কুল বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেয়
🔺 আমাদের পিতামাতার অধিকার কেড়ে নিতে চায়
🔺 শুধুমাত্র নাম, ভাষা, বা ধর্মের কারণে আমাদেরকে “অন্য” বানানো হয়



🌍 অভিবাসন হুমকি নয়, বরং ভবিষ্যতের পর্তুগালের রক্ষাকবচ হতে পারে — যদি আমরা একে সঠিকভাবে গ্রহণ করি।

👉 আমরা সবাই মানুষ
👉 আমাদের স্বপ্ন আছে, পরিবার আছে, ভালোবাসা আছে
👉 আমরা শত্রু না — আমরা সহযোদ্ধা



আমি চাই:
🇵🇹 পর্তুগালের জন্য ভালো কিছু হোক
🌿 আমাদেরও সমানভাবে সুযোগ দেওয়া হোক
🛡️ এবং ঘৃণার বিরুদ্ধে আমরা একসাথে দাঁড়াই

CHEGA নয়, দরকার CHEGAR — একসাথে পৌঁছানো, একসাথে গড়া ভবিষ্যত।
“Imigrantes não são inimigos. São vizinhos, colegas, amigos.”

04/07/2025

🛑 উবার ফ্লিটে কাজ করে ক্লান্ত? পেমেন্ট পাচ্ছেন না? পরিবারে অশান্তি?

টেনশনে কি আপনি ভেঙে পড়ছেন?
✅ উবারের অনিয়মিত পেমেন্ট
✅ কার্ড রিনিউ নিয়ে দুশ্চিন্তা
✅ বন্ধু মহলে মূল্যায়নের অভাব
✅ পরিবারে চাপ এবং হতাশা



🟢 এখনই সিদ্ধান্ত নিন!

আর নয় দুশ্চিন্তা! চলে আসুন PORTU BANGLA XPRESS LIMITED-এ, যেখানে আপনার সব সমস্যার সমাধান এক ছাদের নিচে।



💎 আমাদের বিশেষ সুবিধাসমূহঃ

🚗 নিজস্ব Uber Fleet (লাভজনক রাইড সিস্টেম)
💳 টেনশনমুক্ত পেমেন্ট গ্যারান্টি – সময়মতো পেমেন্ট
📞 ২৪/৭ কাস্টমার সার্পোট – ফোন তুললেই আমরা আছি
📈 ফ্লিট থেকে নিজের CAE এক্টিভিটির ব্যবসায় উন্নয়ন সুযোগ
📑 AIMA রেসিডেন্সি রিনিউ, ডকুমেন্ট প্রসেস, সোশ্যাল সিকিউরিটি সহ আরও অনেক কিছু



🏆 PORTU BANGLA XPRESS LIMITED

আপনার পর্তুগিজ জীবনের বিশ্বস্ত সহযোগী ও নিরাপদ সাপোর্ট সেন্টার।

📍 অফিস লোকেশন: CENTRO COMMERCIAL MARTIM MONIZ SHOP D04
📱 WhatsApp/কল করুন:

04/07/2025

📢 AIMA রেসিডেন্সি রিনিউয়াল ও তথ্য হালনাগাদ (Data Update) সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

পর্তুগালে বসবাসরত প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
আপনারা যারা AIMA রেসিডেন্সি কার্ড রিনিউ করতে চান অথবা ডাটা আপডেট (ঠিকানা পরিবর্তন, নাম সংশোধন, ফ্যামিলি অ্যাড, বাচ্চার নাম সংযুক্তি ইত্যাদি) সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান খুঁজছেন,
তাদের জন্য আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান:

🏢 Portu Bangla Xpress Limited

আপনাদের সকল রেসিডেন্সি সংক্রান্ত সমস্যা সমাধানে সর্বদা পাশে আছে।



📌 সার্ভিস সমূহঃ
✅ AIMA রেসিডেন্সি রিনিউয়াল
✅ ঠিকানা ও ব্যক্তিগত তথ্য হালনাগাদ
✅ পরিবারের সদস্য সংযুক্তি
✅ বাচ্চাদের AIMA কার্ড প্রসেস
✅ অন্যান্য প্রশাসনিক সহায়তা



📞 যোগাযোগ করুনঃ
📍 অফিস ঠিকানা: CENTRO COMMERCIAL MARTIM MONIZ SHOP D04
📱 ফোন/WhatsApp: wa.me/351920368383
🌐 ফেসবুক/ওয়েবসাইট: https://chat.whatsapp.com/EzVy6l2VIttH0rHBWmAC8u?mode=r_t

🇳🇱🇵🇹Portugal এ নতুন নিয়ম আসার পর অনেকেই এখন ইনবক্সে জানতে চাচ্ছেন. Portuguese Baby Passport থাকলে Netherlands এ Family ...
30/06/2025

🇳🇱🇵🇹Portugal এ নতুন নিয়ম আসার পর অনেকেই এখন ইনবক্সে জানতে চাচ্ছেন.

Portuguese Baby Passport থাকলে Netherlands এ Family Settled হওয়ার A to Z Guide (2025)

Assalamu Alaikum,

অনেকে আছেন যাদের Portuguese TRC আছে, আর বাচ্চা এখন Portuguese Passport Holder (EU Citizen)
আপনি যদি Netherlands এ settle হতে চান, এই পোস্টটা practical guide হিসেবে কাজে দিবে ইনশাআল্লাহ ✅

✅ আপনি যদি:

🔹 বাবা-মা দুজনেই Bangladeshi + Portugal TRC Holder
🔹 বাচ্চা Portuguese citizen (EU Passport আছে)

তাহলে আপনি EU Free Movement Law & Family Reunification এর অধীনে Netherlands এ LEGALLY settle হতে পারবেন no visa needed!

🔄 Step-by-Step Process:

1️⃣ Netherlands এ প্রবেশ করুন (Air/Bus/Car)

Portugal theke সরাসরি Netherlands এ যান

আপনার Portuguese TRC থাকায় Schengen ভিতরে Visa লাগবে না

🔖 Carry করুন:

Baby’r Portuguese Passport

Baby’r Birth Certificate (English or Dutch translated)

(Parents) Portuguese TRC Cards

Marriage certificate

2️⃣ Netherlands এ IND-তে Apply করুন

✅ IND = Immigratie en Naturalisatiedienst (Dutch Immigration)
🔹 IND তে আপনি apply করবেন এই category-তে:
➡️ "Residence as a family member of an EU/EEA citizen"

🔗 Official link: https://ind.nl

3️⃣ প্রয়োজনীয় Documents:

📌 আপনার এবং baby’র:

🟢 Portuguese Passport (Baby’r)

🟢 Birth Certificate (Dutch/English Translation সহ)

🟢 Portuguese TRC (Parents)

🟢 Netherlands Address Rental Contract

🟢 Financial Proof:
✔️ কোনো parent কাজ করলে তার contract বা
✔️ Savings দেখালেও ভালো হয়

4️⃣ Application এর পর কী হবে?

IND আপনাকে একটা 📄 Certificate of Application (bewijs van ontvangst) দিবে
➡️ এর মাধ্যমে আপনি LEGALLY Netherlands এ থাকতে পারবেন

⏱️ 90 দিন (বা তার আগেই) residence decision আসে

Approved হলে আপনি পাবেন Dutch Residence Card 💳

⚠️ Important Tips:

🔸 নিজে নিজেই apply করতে পারবেন দালাল লাগবে না
🔸 Dutch না জানলেও চলবে English accepted
🔸 যত তাড়াতাড়ি বাসা ভাড়া নেবেন, তত তাড়াতাড়ি process শুরু করতে পারবেন
🔸 Online form গুলো Google Translate দিয়েই fill করতে পারবেন

🏠 Settled হবার পর পাবেন:

✅ Work permit free job করতে পারবেন
✅ Long-Term Residency apply করা যাবে
✅ Baby ফ্রি স্কুলে যেতে পারবে
✅ Tax Benefits + Allowances
✅ Health Insurance সুবিধা
✅ পরবর্তীতে Dutch Passport apply করার eligibility

💼 Bonus: Job Contract বা Savings দেখাতে না পারলে?

IND flexible কিন্তু proof লাগেই।
🔸 Freelance, Mini-job, অথবা part-time contract থাকলেও দেখানো যাবে
🔸 কিছু municipality flexible হয়, তাই City Registration (BRP) করাও জরুরি

Conclusion:

🔹 Baby যেহেতু EU citizen, ওর মাধ্যমে আপনি পুরো family নিয়ে Netherlands legally move করতে পারবেন
🔹 অনেকেই এইভাবে settle হয়ে already ভালোমত life শুরু করছে.

আপনার baby যেহেতু EU citizen, সে চাইলে EU এর যেকোনো দেশে থাকতে পারে এবং family হিসেবেই আপনারাও তার সাথে থাকার legal right রাখেন।🇪🇺


Uber Eats একাউন্ট ওপেন করা এখন আরো দ্রত, আরো সহজ। গ্যারান্টি সহকারে ২/৩ সপ্তাহে উবার ইটস ড্রাইভার (ডেলিভারি) একাউন্ট করে...
20/06/2025

Uber Eats একাউন্ট ওপেন করা এখন আরো দ্রত, আরো সহজ। গ্যারান্টি সহকারে ২/৩ সপ্তাহে উবার ইটস ড্রাইভার (ডেলিভারি) একাউন্ট করে দিচ্ছি। যোগাযোগ করুন আমাদের লিসবন অফিসে।

920 368 383 📢

অনেকেই নানা ধরনের বিষয় শেয়ার করছেন এবং নাগরিকত্ব পরিবর্তন নিয়ে নানা খবর ও মন্তব্য বিভিন্ন গ্রুপে প্রকাশ করছেন, যার অনেকগ...
11/06/2025

অনেকেই নানা ধরনের বিষয় শেয়ার করছেন এবং নাগরিকত্ব পরিবর্তন নিয়ে নানা খবর ও মন্তব্য বিভিন্ন গ্রুপে প্রকাশ করছেন, যার অনেকগুলোই বিভ্রান্তিকর বা অশান্তি সৃষ্টিকারী। আমাদের সচেতন থাকতে হবে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আমি হতাশা অনুভব করাকে সম্মান করি এবং বুঝি, তবে যেভাবে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে — সে বিষয়ে আমি বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করছি।

হ্যাঁ, পর্তুগালে চ্যালেঞ্জ রয়েছে — যেমনটি বর্তমানে অনেক দেশেই দেখা যাচ্ছে — কিন্তু এটাই সেই সময় নয়, যখন আমরা সেই দেশকে, যাকে আমরা নিজের দ্বিতীয় মাতৃভূমি
হিসেবে বেছে নিয়েছি, এবল “অভিশাপ” বলে আখ্যা দিই। আমরা নিজের ইচ্ছায় পর্তুগালকে আমাদের নতুন আবাসভূমি হিসেবে গ্রহণ করেছি, আর সেই সিদ্ধান্তের সঙ্গে শুধুমাত্র অধিকার নয়, দায়িত্ব এবং অবদান রাখার প্রয়োজনীয়তাও আসে।

প্রত্যেকটি দেশই সময়বিশেষে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। এই সময়টাও চলে যাবে। শুধু অভিযোগ করে কিছুই পরিবর্তন হবে না, বরং একে অপরকে সমর্থন করা এবং স্থানীয় ও প্রবাসী — উভয় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই আমাদের শক্তি হতে পারে।

হতাশা না ছড়িয়ে আসুন আমরা ভাবি — কীভাবে আমরা সাহায্য করতে পারি, কীভাবে আরও ভালোভাবে সমাজে মিশে যেতে পারি, কীভাবে অবদান রাখতে পারি এবং একসঙ্গে কাজ করে পরিস্থিতি উন্নত করতে পারি।

সরকার অনেক জটিল সমস্যার মুখোমুখি — আর যেকোনো ব্যবস্থার মতোই, এটি নিখুঁত নয়। তবে পরিবর্তন সময় নেয়, আর সেই পরিবর্তন গঠনের এক অংশ আমরা নিজেরাও। মুখ ফিরিয়ে না নিয়ে, চলুন এমন সব উদ্যোগ, সংস্কার এবং প্রয়াসকে সমর্থন করি যা সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে।

এই দেশ আমাদের একটি সুযোগ দিয়েছে — হয়তো নিখুঁত নয়, হয়তো কঠিন — তবুও এটি একটি সুযোগ। চলুন কৃতজ্ঞ থাকি, এবং প্রমাণ করি যে আমরা শুধু নিতে নয়, দিতে এসেছি।

চলুন ঐক্যবদ্ধ, আশাবাদী ও সক্রিয় থাকি। এটাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ — শুধু পর্তুগালে নয়, সারা বিশ্বেই।

নিরাপদ থাকুন, ভালো থাকুন, এক সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করুন।
দীর্ঘজীবী হোক পর্তুগাল, দীর্ঘজীবী হোক অভিবাসীরা।

,
,
.

,
..

Point of view From.
PORTU BANGLA XPRESS LIMITED

10/06/2025

পর্তুগালে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সেবা গ্রহীতা যারা আছেন তারা পর্তুগাল এবং ইউরোপ ভিসা সংক্রান্ত সব ধরনের আপডেটেড তথ্য পেতে যুক্ত হতে পারেন আামাদের গ্রুপে।

WhatsApp Group Invite

🇵🇹📲 Glovo ID ওপেন করুন এখন লিসবনে!আপনি কি পর্তুগালের লিসবনে আছেন এবং Glovo রাইডার হিসেবে কাজ করতে চান?আপনার জন্য সুখবর!✅...
05/06/2025

🇵🇹📲 Glovo ID ওপেন করুন এখন লিসবনে!
আপনি কি পর্তুগালের লিসবনে আছেন এবং Glovo রাইডার হিসেবে কাজ করতে চান?
আপনার জন্য সুখবর!

✅ আমরা আপনাকে সাহায্য করছি অল্প সময়ে Glovo ID অ্যাক্টিভ করতে — সহজ প্রক্রিয়ায়, বাংলা ভাষায় সহায়তা সহ।
✅ শুধুমাত্র পাসপোর্ট ও NIF থাকলেই আবেদন করা সম্ভব!
✅ কোন ঝামেলা ছাড়াই আবেদন থেকে শুরু করে অ্যাপ চালু হওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন পাবেন।
✅ আবেদন করা হচ্ছে Portu Bangla xpress limited এর মাধ্যমে — বিশ্বস্ত ও অভিজ্ঞ সার্ভিস।

🚴‍♂️ কাজ শুরু করুন Glovo, Uber Eats বা Bolt-এর মতো প্ল্যাটফর্মে এবং আয় শুরু করুন এখনই!

📩 ইনবক্স করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — +351920368383

📍 অবস্থান: Centro commercial martim moniz shop d04 Lisboa, Portugal

ℹ️ আমরা বাংলা ভাষায় সহায়তা দিয়ে থাকি — নতুনদের জন্য একদম পারফেক্ট সুযোগ!

30/05/2025

উবার অ্যাকাউন্ট খুলুন – মাত্র ২ সপ্তাহে!
বল্ট আইডি খুলুন ১ দিনে।
আগে কাজ, পরে টাকা – ১০০% নিশ্চয়তা।

সার্ভিস এলাকাসমূহ:
LISBON | PORTO | FARO | BRAGA
ÉVORA | ALGARVE | SANTARÉM | VISEU
BEJA | BRAGANÇA | LEIRIA | CASTELO BRANCO
VILA REAL | VIANA DO CASTELO | PORTALEGRE

যোগাযোগ করুন আজই:
WhatsApp: 920368383
সরাসরি WhatsApp-এ মেসেজ করুন

Endereço

Lisbon

Horário de Funcionamento

Segunda-feira 10:00 - 20:00
Terça-feira 10:00 - 20:00
Quarta-feira 10:00 - 20:00
Quinta-feira 10:00 - 20:00
Sexta-feira 10:00 - 20:00
Sábado 10:00 - 20:00

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Portu-Bangla Xpress Limited publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Portu-Bangla Xpress Limited:

Compartilhar

Agências De Viagem nas proximidades


Outra agências de viagem em Lisbon

Mostrar Todos