TAIBA HAJJ & UMRAH

TAIBA HAJJ & UMRAH HAJJ & UMRAH TRAVEL GUIDE AND CONSALATANCY.

10/05/2025

১০ই জুন ২০২৫ / ১৪৪৭ হি: সিজনের উমরাহ ভিসা প্রদান শুরু হবে।
১১/১২ জুন থেকেই উমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে পারবেন।

হাজিদের গ্রহণ করতে প্রস্তুত মিনা
07/05/2025

হাজিদের গ্রহণ করতে প্রস্তুত মিনা

বিরে আরিস: আংটির কুয়ার গল্পএই কুয়ার নামকরণের পেছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা আছে। কুয়াটি খনন করা হয়েছিল প্রাক্‌-ইসলামি যুগ...
07/05/2025

বিরে আরিস: আংটির কুয়ার গল্প

এই কুয়ার নামকরণের পেছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা আছে। কুয়াটি খনন করা হয়েছিল প্রাক্‌-ইসলামি যুগে। সে সময় এক ইহুদি কৃষককে বলা হতো আরিস। আরিস শব্দের অর্থ কৃষক। কুয়াটির নাম যদিও আরিস, তবে এটি ‘আংটির কুয়া’ নামে বেশি পরিচিত। কারণ, এই কুয়ার সঙ্গে মহানবী (সা.)-এর আংটির একটি ঘটনা জড়িয়ে আছে।

মহানবী (সা.) একটি রুপার আংটি ব্যবহার করতেন, যাতে নিচের দিক থেকে ওপরে তিনটি শব্দ লেখা ছিল, ‘মুহাম্মদ-রাসুল-আল্লাহ’। আংটিটি পরবর্তী সময়ে খলিফা আবু বকর (রা.), উমর ইবনে আল-খাত্তাব (রা.) এবং উসমান ইবনে আফফান (রা.) ব্যবহার করেন।
এরপর উমর (রা.) এসে বসেন নবীজির বাঁয়ে এবং অন্য দুজনের মতো কুয়ার ভেতর পা ঝুলিয়ে দেন। পরে উসমান (রা.) আসেন, কিন্তু তিনি কুয়ার মুখে আর জায়গা না পেয়ে তিনজনের দিকে মুখ করে এক পাশে বসেন। রাসুল (সা.) তিনজনকে জান্নাতের সুসংবাদ দেন।

একসময় কুয়াটি কালো পাথর দিয়ে নির্মিত ছিল। কুয়ার গভীরতা ছিল তখন প্রায় ৬.৩ মিটার, চওড়া ২.২ মিটার এবং পানির স্তর ছিল ১.৩ মিটার। বৃষ্টিপাতের ফলে পানির স্তর ওঠানামা করত। ১৩১৭ খ্রিষ্টাব্দে (৭১৪ হিজরি) কুয়ার তলদেশে নামার জন্য একটি সিঁড়ি তৈরি করা হয়। উসমানি শাসনামলে কুয়ার ওপর জিপসাম দিয়ে একটি গম্বুজ তৈরি করা হয় এবং এর দক্ষিণে আরেকটি গম্বুজ নির্মাণ করা হয়।

১৯৬৪ সালে (১৩৮৪ হিজরি) মদিনা পৌরসভা কুয়াটির গম্বুজ দুটো ভেঙে ফেলে এবং কুয়াটি মাটি দিয়ে ভরাট করে দেয়। তবে স্থানটি চিহ্নিত করে রাখতে একটি বর্গক্ষেত্রের মধ্যে একটি গোলক এঁকে দেওয়া হয়।

12/04/2025


09/04/2025

যারা উমরা ভিসা সৌদি আছেন বা আসবেন তাদের অবশ্যই ২৯ এপ্রিলের মধ্যে সৌদি থেকে বের হতে হবে।

অন্যথায় মোটা অংকের আর্থিক জরিমানা হতে পারে।

সৌদি আরবের "হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের" নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ শাওয়াল ১৪৪৬ এর পর আর কোনো উমরাহ পালনকারী সৌদি আরবে ...
07/04/2025

সৌদি আরবের "হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের" নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ শাওয়াল ১৪৪৬ এর পর আর কোনো উমরাহ পালনকারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। একইভাবে যাঁরা বর্তমানে উমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন তাঁদেরকে আগামী ০১ জুলকাদা ১৪৪৬ তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। অন্যথায় জরিমানার সম্মুখীন হতে হবে।
আসন্ন পবিত্র হজকে সামনে রেখে হজ এবং উমরাহ মন্ত্রণালয়ের এই নির্দেশনা। হজের পর পুনরায় উমরাহ পালন স্বাভাবিক হবে, ইনশাআল্লাহ।
হজ এবং উমরাহ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানতে TAIBA HAJJ & UMRAH এর সাথেই থাকুন।

মসজিদে কুবা বা কুবা মসজিদ। মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম কোণ বরাবর প্রায় ৩.২৫ কিলোমিটার দূরে এই মসজিদ অবস্থিত। এটি ইসলামের...
07/04/2025

মসজিদে কুবা বা কুবা মসজিদ। মসজিদে নববীর দক্ষিণ-পশ্চিম কোণ বরাবর প্রায় ৩.২৫ কিলোমিটার দূরে এই মসজিদ অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লেলাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন।
পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল। তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে উঠে, সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয়। এজন্য এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কুবা নামে।

মসজিদে নববিতে ইফতারের পূর্বমুহূর্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইফতারের এই বরকতময় মজলিসে বসার তাওফিক দান করুন, আমীন।
19/03/2025

মসজিদে নববিতে ইফতারের পূর্বমুহূর্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইফতারের এই বরকতময় মজলিসে বসার তাওফিক দান করুন, আমীন।

শুহাদায়ে বদর।
17/03/2025

শুহাদায়ে বদর।

আজ ১৭ রমজান, বদর দিবস। ২য় হিজরির এই দিনে ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়। এটি মদিনা থেকে প্রায় ...
17/03/2025

আজ ১৭ রমজান, বদর দিবস। ২য় হিজরির এই দিনে ইসলামের প্রথম ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ সংঘটিত হয়। এটি মদিনা থেকে প্রায় ৮০ মাইল দূরে বদর প্রান্তরে মুসলমানদের (৩১৩ জন) ও কুরাইশ মুশরিকদের (প্রায় ১০০০ জন) মধ্যে সংঘটিত হয়।

যুদ্ধের কারণ:

মক্কার কুরাইশরা সাহাবাদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়েছে । মুসলমানরা যখন মদিনায় হিজরত করে, তখন কুরাইশরা তাদের ধ্বংসের ষড়যন্ত্র করে। রাসূলুল্লাহ ﷺ মুসলমানদের আত্মরক্ষার স্বার্থে বদরে অবস্থান নেন।

যুদ্ধের ফলাফল:

মুসলমানরা অলৌকিকভাবে বিজয় অর্জন করে।

কুরাইশদের ৭০ জন নিহত ও ৭০ জন বন্দি হয়।

মুসলমানদের ১৪ জন শহীদ হন।

ইসলামের সুনাম বৃদ্ধি পায় এবং মুসলমানদের মর্যাদা বৃদ্ধি পায়।

বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা, যা মুসলমানদের আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি করেছিল।

আসসালামু আলাইকুমআমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, TAIBA HAJJ AND UMRAH আপনাদের সেবার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শ...
16/03/2025

আসসালামু আলাইকুম

আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, TAIBA HAJJ AND UMRAH আপনাদের সেবার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
আমাদের লক্ষ্য হলো, আল্লাহর ঘরের মেহমানদের জন্য হজ ও উমরাহর সফরকে সহজ, আরামদায়ক ও স্মরণীয় করে তোলা। বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা এবং আন্তরিক সেবার মাধ্যমে আমরা আপনাদের পবিত্র যাত্রাকে আরও সুন্দর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের সেবা সম্পর্কে জানতে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ। TAIBA HAJJ AND UMRAH-এর এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের একান্ত কাম্য।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমীন।

Address

DHAKA
Demra
1361

Telephone

+8801742157920

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAIBA HAJJ & UMRAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAIBA HAJJ & UMRAH:

Share