Royal Holiday Tours & Travels

  • Home
  • Royal Holiday Tours & Travels

Royal Holiday Tours & Travels The Best Away To Get Away
Royal has been committed to serving people who want to live & visit abroad.

12/08/2025

১লা সেপ্টেম্বর থেকে আর ইন্দোনেশিয়ার ভিসার জন‍্য অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন নেই। সরাসরি এম্বাসি ফাইল গ্রহণ করবে। আর ভিসা হতে সময় লাগতে পারে ৩০ কর্ম দিবস।

✈️ থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! 🇹🇭২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভিসা ফি বা...
08/08/2025

✈️ থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! 🇹🇭

২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভিসা ফি বাড়ছে।রয়েল থাই অ্যাম্বেসি জানিয়েছে, টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ফি (১ সেপ্টেম্বর থেকে কার্যকর):
• সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকা
• ডাবল ট্রানজিট ভিসা: ৭,২০০ টাকা
• টুরিস্ট ভিসা (সিঙ্গেল): ৪,৫০০ টাকা
• মাল্টিপল টুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকা
• ১ বছরের নন-ইমিগ্রান্ট ভিসা: ২২,৫০০ টাকা
• পাসপোর্ট ইস্যু/লিগালাইজেশন: ২,০০০–৬,৮০০ টাকা

🗓 গুরুত্বপূর্ণ:
• ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত পুরোনো ফি কার্যকর থাকবে।
• ১ সেপ্টেম্বর থেকে নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হবে (Commercial Bank of Ceylon ও EBL এর মাধ্যমে)।
• আংশিক বা ভুল পেমেন্ট গ্রহণযোগ্য নয়, ফেরতও দেওয়া হবে না।

💬 ভ্রমণের পরিকল্পনা থাকলে সময়মতো যোগাযোগ করুন!
রয়েল হলিউডে
এল - ১০, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
০১৪০৯৪৯৮০০১


#বাংলা_প্রবাস #বাংলা_প্রবাস

✨ কানাডা ভিজিট ভিসা – এখন সুপার প্রসেসিংয়ে! ✨🇨🇦১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা – একবার আবেদনেই!📣 এখন কানাডা যাওয়া আরও স...
06/08/2025

✨ কানাডা ভিজিট ভিসা – এখন সুপার প্রসেসিংয়ে! ✨🇨🇦
১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা – একবার আবেদনেই!

📣 এখন কানাডা যাওয়া আরও সহজ!
আপনার স্বপ্নের কানাডা ভ্রমণ এখন শুধুমাত্র একটি আবেদনের মাধ্যমেই সম্ভব – ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে!

✅ দ্রুত এবং সহজ প্রসেস
✅ একবার আবেদনেই ১০ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি
✅ ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিজিট – দুটোই সম্ভব
✅ আমাদের এক্সপার্ট টিমে ৯৫%+ ভিসা অ্যাপ্রুভাল সাকসেস
✅ সম্পূর্ণ কাগজপত্র সহায়তা
✅ কোন ঝামেলা ছাড়াই ভিসা প্রসেসিং

🌍 এখনই বুকিং করুন আপনার কানাডা ভ্রমণের টিকিট!
📞 আমাদের সাথে যোগাযোগ করুন আজই –

👉 ইনবক্স করুন অথবা নিচের নাম্বারে কল করুন:

📱 +8801409498001
+8801748888688
+88 01718-668435

📍 অফিস ঠিকানা:
L-10, Kazi Nazrul Islam Road, Mohammadpur Bus Stand,
(Near Mohammadpur/Ramchandrapur Vumi Office ), Dhaka-1207, Bangladesh.

🌟 আপনার কানাডা ভ্রমণের স্বপ্ন আমাদের সাথে বাস্তব করুন 🌟


Md Rakibul Hasan

সৌদি আরব কাজের ভিসায় (Work Visa) যাওয়ার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ বিস্ত...
06/08/2025

সৌদি আরব কাজের ভিসায় (Work Visa) যাওয়ার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেওয়া হলো:

ধাপ ১: উপযুক্ত চাকরির সন্ধান ও অফার লেটার পাওয়া

একজন প্রার্থীকে সৌদি আরবের কোনো নিয়োগকারী (Employer) বা কোম্পানি থেকে চাকরির অফার পেতে হবে।

নিয়োগকারী সাধারণত একজন এজেন্ট বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বা সরাসরি নিয়োগ দিয়ে থাকে।

✅ প্রয়োজনীয় ডকুমেন্টস:

পাসপোর্ট (কমপক্ষে ২ বছরের মেয়াদ থাকতে হবে)

সিভি ও শিক্ষাগত যোগ্যতার সনদ

অভিজ্ঞতা সনদ (যদি থাকে)

পাসপোর্ট সাইজ ছবি

ধাপ ২: ভিসা অনুমোদন (Visa Authorization / Visa Block)

নিয়োগকর্তা সৌদি আরব থেকে "ভিসা অথোরাইজেশন নম্বর" বা "ব্লক ভিসা" সংগ্রহ করে।

এই ভিসার একটি অনুমোদন নম্বর থাকে, যা পরবর্তী ধাপগুলিতে প্রয়োজন হয়।

ধাপ ৩: মেডিকেল পরীক্ষা (GAMCA)

GAMCA (Gulf Approved Medical Centers Association) এর অনুমোদিত সেন্টারে মেডিকেল চেকআপ করতে হয়।

রিপোর্ট ক্লিয়ার (ফিট) হতে হবে। রিপোর্ট অনলাইনে জমা হয়।

✅ মেডিকেল টেস্টে যা থাকে:

রক্ত ও প্রস্রাব পরীক্ষা

এক্স-রে (TB পরীক্ষার জন্য)

HIV, Hepatitis B & C পরীক্ষা

অন্যান্য সংক্রামক রোগ পরীক্ষা

ধাপ ৪: ডকুমেন্টস প্রসেসিং ও চুক্তিপত্রে স্বাক্ষর

নিয়োগপত্র (Employment Contract) স্বাক্ষর করা হয়।

চুক্তিপত্রে বেতন, সুবিধা, কাজের সময় ইত্যাদি লেখা থাকে।

প্রার্থী ও কোম্পানির উভয়ের স্বাক্ষর থাকতে হয়।

ধাপ ৫: ভিসার জন্য আবেদন (Visa Stamping)

ভিসা অথোরাইজেশন নম্বর দিয়ে সৌদি দূতাবাসে ভিসার আবেদন করা হয়।

এটা বাংলাদেশে একজন অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা ভিসা প্রসেসিং এজেন্ট করে থাকে।

✅ প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্ট

মেডিকেল রিপোর্ট

পুলিশ ক্লিয়ারেন্স (অনেক সময় চাওয়া হয়)

অফার লেটার ও চুক্তিপত্র

ছবি

ভিসা অথোরাইজেশন কপি

ধাপ ৬: BMET নিবন্ধন ও স্মার্ট কার্ড

বাংলাদেশের BMET (Bureau of Manpower, Employment and Training) এ নিবন্ধন করতে হয়।

নিবন্ধনের পর ই-ওয়ালেট ফি ও বায়োমেট্রিক দিয়ে SMART CARD সংগ্রহ করতে হয়।

✅ প্রয়োজন:

পাসপোর্ট

মেডিকেল রিপোর্ট

অফার লেটার / চুক্তিপত্র

ভিসা কপি

ছবি

ধাপ ৭: টিকিট কাটা ও ভ্রমণ প্রস্তুতি

নিয়োগকর্তা বা প্রার্থী নিজে বিমান টিকিট কাটে।

ফাইনাল ট্রাভেল ডকুমেন্ট চেক করে ফ্লাইট নেওয়া হয়।

ধাপ ৮: সৌদি আরবে পৌঁছানোর পর

নিয়োগকর্তা বিমানবন্দরে রিসিভ করে অথবা নিজে গমন করে কর্মস্থলে যোগদান করে।

ইকামা (Iqama) বানানোর জন্য কোম্পানি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

গুরুত্বপূর্ণ পরামর্শ:

1. দালালের মাধ্যমে নয়, ভেরিফায়েড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া করুন।

2. চুক্তিপত্র ভালোভাবে পড়ে তারপর সাইন করুন।

3. BMET ও GAMCA ছাড়া যাওয়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ।

রয়েল হলিউডে
এল - ১০, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদ পুর, ঢাকা ১২০৭
০১৪ ০৯৪৯ ৮০০১

visa

Royal Holiday Tours & Travels 🏤 এল -১০, কাজী নজরুল ইসলাম রোড,মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। 📱০১৪০৯৪৯৮০০১, ☎️ ০৯৬৯৭৭৯৮০০১ভারতীয়...
04/08/2025

Royal Holiday Tours & Travels
🏤 এল -১০, কাজী নজরুল ইসলাম রোড,মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
📱০১৪০৯৪৯৮০০১,
☎️ ০৯৬৯৭৭৯৮০০১

ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।
10. মেডিকেল পেপারস

বাংলাদেশী ভ্যালিড পাসপোর্টধারীদের জন্য নিম্নলিখিত দেশ সমূহের ভিসা (ভ্যালিড অথবা ব্যবহৃত) থাকলেই মিশর এয়ারপোর্টে "ভিসা অন...
04/08/2025

বাংলাদেশী ভ্যালিড পাসপোর্টধারীদের জন্য নিম্নলিখিত দেশ সমূহের ভিসা (ভ্যালিড অথবা ব্যবহৃত) থাকলেই মিশর এয়ারপোর্টে "ভিসা অনএরাইভাল" সার্ভিস গ্রহণ করতে পারবেন:

১. আমেরিকা ভিসা
২. সেঞ্জেন ভিসা
৩. কানাডা ভিসা
৪. অস্ট্রেলিয়া ভিসা
৫. জাপান ভিসা
৬. নিউজিল্যান্ড ভিসা
৭. ইংল্যান্ড ভিসা

এছাড়াও গালফ কান্ট্রিতে যারা ভ্যালিড রেসিডেন্সি নিয়ে আছেন (ন্যুনতম ০৬ মাসের ভ্যালিড) এবং অবশ্যই হোয়াই কলার জব করেন তাদের জন্যও মিশর রেখেছে ভিসা অন এরাইভল সুযোগ!

31/07/2025

ইন্ডিয়া ভিসা সার্ভিস চার্জ ৮৪০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ করা হবে। তবে ট্যুরিস্ট ভিসা শুরু নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি।

21/07/2025
Assalamulikum Canada 🇨🇦 refused and New application visa ratio good  apply Now with Royal Holiday Tours & Travels WhatsA...
28/06/2025

Assalamulikum
Canada 🇨🇦 refused and New application visa ratio good apply Now with Royal Holiday Tours & Travels
WhatsApp : 01409498001, 01799912555

✈️✈️✈️সবচাইতে কম দামের এয়ার টিকিট পেতে যোগাযোগ করুন..✈️✈️✈️সিলেট - লন্ডন ৬৭০০০ টাকালন্ডন-সিলেট ৮২১৩৫টাকাসিলেট-দোহা ৫৬৮৬৫...
10/05/2025

✈️✈️✈️সবচাইতে কম দামের এয়ার টিকিট পেতে যোগাযোগ করুন..✈️✈️✈️

সিলেট - লন্ডন ৬৭০০০ টাকা
লন্ডন-সিলেট ৮২১৩৫টাকা
সিলেট-দোহা ৫৬৮৬৫ টাকা
দোহা-সিলেট ২৬৯২৯ টাকা
সিলেট- দুবাই ৩৪৪১১ টাকা
দুবাই - সিলেট ৩১৩৪০ টাকা
ঢাকা - টরেন্টো ১০৮৭০০ টাকা
ঢাকা - টরেন্টো - ঢাকা ১৯৯৫০০ টাকা
ঢাকা - সিঙ্গাপুর ৩৩৫০০ টাকা
ঢাকা - সিঙ্গাপুর - ঢাকা ৫৫৩৭৫ টাকা
ঢাকা - আবুধাবি ৩৬৯৮০ টাকা
ঢাকা - আবুধাবি - ঢাকা ৫৮৪৬৮ টাকা
ঢাকা - সুবর্ণভূমি ২৮৬৮৩ টাকা
ঢাকা - সুবর্ণভূমি - ঢাকা ৩৫১৪৪ টাকা
ঢাকা - দাম্মাম ৫৬৩০৯ টাকা
ঢাকা - দাম্মাম - ঢাকা ৮৪৭৯৫ টাকা
ঢাকা - দোহা ৫১৫০৩ টাকা
ঢাকা - দোহা - ঢাকা ৮৪৬৭১ টাকা
ঢাকা - দুবাই ৩৬২১৩ টাকা
ঢাকা - দুবাই - ঢাকা ৫৬৬৯৩ টাকা
ঢাকা - জেদ্দাহ ৬৪৫১৬ টাকা
ঢাকা - জেদ্দাহ - ঢাকা ৯৪৪০২ টাকা
ঢাকা - কাঠমান্ডু ২৪৭৩৮ টাকা
ঢাকা - কাঠমান্ডু - ঢাকা ৩৪৮৮৪ টাকা
ঢাকা - কুয়ালালামপুর ৩১৮৮৪ টাকা
ঢাকা - কুয়ালালামপুর - ঢাকা ৪৯৭৪৭ টাকা
ঢাকা - কুয়েত ৩৮৫৭৩ টাকা
ঢাকা - কুয়েত - ঢাকা ৬৫২৮৪ টাকা
ঢাকা - কলকাতা ৬৫৮৬ টাকা
ঢাকা - কলকাতা - ঢাকা ১৫৮৩৩ টাকা
ঢাকা - দিল্লী ১৪৮৮৬ টাকা
ঢাকা - দিল্লী - ঢাকা ২৪১২৮ টাকা
ঢাকা - বরিশাল ৩৪২৪ টাকা
ঢাকা - বরিশাল - ঢাকা ৬৮৪৭ টাকা
ঢাকা - চিটাগাং ৪৯১৩ টাকা
ঢাকা - চিটাগাং - ঢাকা ৭২২৫ টাকা
ঢাকা - কক্স বাজার ৫৯৭৯ টাকা
ঢাকা - কক্স বাজার - ঢাকা ১২৩৫৮ টাকা
ঢাকা - যশোর ৪৪৩০ টাকা
ঢাকা - যশোর - ঢাকা ৮৯৬০ টাকা
ঢাকা - রাজশাহী ৪৪৮৯ টাকা
ঢাকা - রাজশাহী - ঢাকা ৮৭৭৭ টাকা
ঢাকা - সৈদপুর ৫৪১৫ টাকা
ঢাকা - সৈদপুর - ঢাকা ৯১৩৯ টাকা
ঢাকা - সিলেট ৪৫০০ টাকা
ঢাকা - সিলেট - ঢাকা ৯০০০ টাকা

🏫 রয়েল হলিডে টুরস এন্ড ট্রাভেলস
এল - ১০, কাজি নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭
মোবাইল 📲 - ০১৪ ০৯৪ ৯৮ ০০১,
০১৭ ৯৯৯ ১২ ৫৫৫ |

゚viralシ

🇨🇦𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 𝟓/𝟏𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐌𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐞 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚🇨🇦স্বপ্নের দেশ কানাডা ভিজিট করার স্বপ্ন থাকে অনেকেরই। এই স্বপ্ন বাস্তবে রুপান্তরে...
11/02/2025

🇨🇦𝐂𝐀𝐍𝐀𝐃𝐀 𝟓/𝟏𝟎 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐌𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐞 𝐕𝐢𝐬𝐢𝐭 𝐕𝐢𝐬𝐚🇨🇦
স্বপ্নের দেশ কানাডা ভিজিট করার স্বপ্ন থাকে অনেকেরই। এই স্বপ্ন বাস্তবে রুপান্তরে কাজ করে যাচ্ছি আমরা এবং আরো দিচ্ছি ভিজিট ভিসার নির্ভুল ভিসা প্রসেসিং এর নিশ্চয়তা |
বিস্তারিত জানতে কল করুন:
📲+88014 0949 8001

এছাড়াও কানাডা ভিজিট ভিসা ২/৩ বার রিফিউজড?? দুশ্চিন্তার কিছু নেই! আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা শতভাগ। সঠিক এসেসমেন্ট এর মাধ্যমে পুনরায় ফাইল আবেদন করুন |

আমাদের সুবিধা সমূহঃ
✅ফ্রেশ পাসপোর্ট নিয়ে আবেদন করতে পারবেন
✅IRCC ল'ইয়ারের সাপোর্টসহ আবেদন
✅ডকুমেন্ট সংক্রান্ত সকল সাপোট
✅ব্যাংক স্টেটমেন্ট সাপোর্ট
✅আবেদনের পূর্বে GCMS নোট রিপোর্ট
✅একোমোডেশন সাপোর্ট

যোগাযোগ করুন:
L-10, Kazi Nazrul Islam Road, Mohammadpur, Dhaka - 1207
WhatsApp : 01409498001

15/01/2025

ROYAL HOLIDAY TOURS & TRAVELS
L-10, Kazi Nazrul Islam Road, Mohammadpur, Dhaka -1207, Bangladesh
Cont: +88014 0949 8001, +88017 4888 8688, +88017 1866 8435

Address


Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 11:00 - 18:00
Wednesday 11:00 - 18:00
Thursday 11:00 - 18:00
Saturday 11:00 - 18:00
Sunday 11:00 - 18:00

Telephone

+8801718668435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Holiday Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Holiday Tours & Travels:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share