
30/07/2025
বর্তমানে বাংলাদেশে বিমান বন্ধ হয়ে যাওয়ার পরে নারিতা-ঢাকা রুটে,শুধু মালয়েশিয়ান এয়ারলাইন্স (মুসলিম দেশের বিমান) ব্যতীত অন্য সকল বিমানের খাবার গুলো ১০০% হারাম খাবার।
যেমন,
চায়না সাউদার্ন
চায়না ইস্টার্ন
এয়ার চায়না
ক্যাথে প্যাসিফিক
শ্রীলংকান এয়ারলাইন্স
সিংগাপুর এয়ারলাইন্স,ইত্যাদি
এই বিমানের খাবার গুলো ১০০% হারাম খাবার।
সুতরাং এই বিমান গুলোর টিকেট কাটার সময় অথবা পরে আপনাকে মুসলিম মিল/হালাল মিল এড করতে হবে।
যদি এড না করেন ১০০% হারাম খাবার খেতে হবে।
একজন মুসলিম হিসেবে আমাদের সবার হারাম খাবার পরিত্যাগ করা উচিত।কারণ এমন ও হতে পারে বিমানে হারাম খাবার খাওয়া অবস্হায় বিমান এ্যাক্সিডেন্ট করতে পারে।আর আপনি তওবাবিহীন মারা যেতে পারেন।এর চেয়ে দূর্ভাগ্যজনক আর কিছু হতে পারেনা।
তাই Ichiban Cheap Travels এর মাধ্যমে টিকেট কাটুন।হালাল খাবার খেয়ে সুস্থ্য থাকুন।
ধন্যবাদ।