Ichiban Cheap Travels

  • Home
  • Ichiban Cheap Travels

Ichiban Cheap Travels CHEAP AIR TICKETS,
AIR TICKET BOOKING,
AIRPORT DROP & PICK UP,
TOUR GUIDE SERVICE,
24 HOUR SERVICE-ETC. THANK YOU & ZAZAKUMULLAH KHAIRAN.

বর্তমানে বাংলাদেশে বিমান বন্ধ হয়ে যাওয়ার পরে নারিতা-ঢাকা রুটে,শুধু মালয়েশিয়ান এয়ারলাইন্স (মুসলিম দেশের বিমান) ব‍্যতীত অ...
30/07/2025

বর্তমানে বাংলাদেশে বিমান বন্ধ হয়ে যাওয়ার পরে নারিতা-ঢাকা রুটে,শুধু মালয়েশিয়ান এয়ারলাইন্স (মুসলিম দেশের বিমান) ব‍্যতীত অন্য সকল বিমানের খাবার গুলো ১০০% হারাম খাবার।

যেমন,
চায়না সাউদার্ন
চায়না ইস্টার্ন
এয়ার চায়না
ক‍্যাথে প‍্যাসিফিক
শ্রীলংকান এয়ারলাইন্স
সিংগাপুর এয়ারলাইন্স,ইত‍্যাদি
এই বিমানের খাবার গুলো ১০০% হারাম খাবার।

সুতরাং এই বিমান গুলোর টিকেট কাটার সময় অথবা পরে আপনাকে মুসলিম মিল/হালাল মিল এড করতে হবে।
যদি এড না করেন ১০০% হারাম খাবার খেতে হবে।

একজন মুসলিম হিসেবে আমাদের সবার হারাম খাবার পরিত‍্যাগ করা উচিত।কারণ এমন ও হতে পারে বিমানে হারাম খাবার খাওয়া অবস্হায় বিমান এ‍্যাক্সিডেন্ট করতে পারে।আর আপনি তওবাবিহীন মারা যেতে পারেন।এর চেয়ে দূর্ভাগ‍্যজনক আর কিছু হতে পারেনা।

তাই Ichiban Cheap Travels এর মাধ্যমে টিকেট কাটুন।হালাল খাবার খেয়ে সুস্থ‍্য থাকুন।
ধন‍্যবাদ।

ক‍্যান্সারে আক্রান্ত জাপান প্রবাসী সাইদুর রহমান ভাই ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ উনাকে ...
08/07/2025

ক‍্যান্সারে আক্রান্ত জাপান প্রবাসী সাইদুর রহমান ভাই ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।আমিন।

(C)

বর্তমানে নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ বন্ধ হওয়ার পরে কোন বিমান সবচেয়ে ভাল হতে পারে?উত্তরঃ চায়না সাউদার্ন এয়ারলাইন্স...
07/07/2025

বর্তমানে নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ বন্ধ হওয়ার পরে কোন বিমান সবচেয়ে ভাল হতে পারে?

উত্তরঃ চায়না সাউদার্ন এয়ারলাইন্স।
মোটামুটি ২/৩ মাস আগে টিকেট কাটলে সস্তা পাওয়া যায়।
মালামালঃ
হ‍্যান্ড-৮ কেজি।
লাগেজ-২৩*২=৪৬ কেজি।
যাওয়া আসা ২ টা ই।
(১ লাগেজে ২৩ কেজি করে মোট ২ লাগেজে ৪৬ কেজি)
ফ্লাইং টাইম ৪ ঘন্টা ৪ ঘন্টা করে মোট ৮ ঘন্টার মত।ট্রান্জিট ৪/৫ ঘন্টার মত।নরিকায়ে ১ টা।

নারিতা এয়ারপোর্ট টার্মিনাল ১ North wing 4th floor.
হানেদা এয়ারপোর্ট টার্মিনাল ৩ 3rd floor N counter.

এয়ারবাস হলেও তেমন একটা নড়াছড়া করেনা।হালাল খাবারের অর্ডার করা যায়।টিভি নেই তাই ঘুমাতে হবে নয়তো বই পড়তে হবে।বেশিরভাগ যাত্রী চাইনিজ।

জুলাই এবং আগস্টের টিকেট ১২ মানের মত।অনেক দাম বেড়ে গেছে।আগে এগুলো ৮ মানের মত ছিল।

ধন্যবাদ সবাইকে।
Stay with Ichiban cheap travels.

অনলাইনে নিজে নিজে টিকেট কাটার সময় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।১।অনলাইন সাইট গুলো বিশ্বস্ত সাইট কিনা? অনেক সাইটে ক্রেডি...
26/06/2025

অনলাইনে নিজে নিজে টিকেট কাটার সময় যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন।

১।অনলাইন সাইট গুলো বিশ্বস্ত সাইট কিনা? অনেক সাইটে ক্রেডিট কার্ড দিয়ে টিকেট কাটলে হ‍্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

২।টিকেট রিফান্ডেবল কিনা? ডেট পরিবর্তন করা যাবে কিনা? অনলাইনের বেশিরভাগ টিকেট নন রিফান্ডেবল হয়।আবার ডেট ও পরিবর্তন করা যায়না।সেজন‍্য টিকেট কাটার সময় অবশ্যই দেখে কাটতে হবে।নাহলে পরে ঝামেলা হবে অনেক।

৩।ইনফরমেশন গুলো অবশ‍্যই সঠিকভাবে দিতে হবে।ফ‍্যামিলি নেমের জায়গায় গিভেন নেম অথবা গিভেন নেমের জায়গায় ফ‍্যামিলি নেম দেওয়া।জন্মতারিখ বা পাসপোর্ট নাম্বার ভুল দিলে ঐ টিকেটে আর ফ্লাই করতে দিবেনা।তাই এটা খুবই সতর্কতামূলক ভাবে করতে হবে।

৪।অনলাইনে টিকেট কাটলে পরে কোন ঝামেলা হলে আপনাকেই ফোনে কথা বলে সেটা সমাধান করতে হবে।যেমন সিট বুক দেওয়া।হালাল খাবারের রিকোয়েস্ট করা,তারিখ পরিবর্তন,টিকেট ক‍্যান্সেল ইত‍্যাদি।
অনেক সময় নাম্বার গুলো 05 দিয়ে শুরু হওয়ার কারণে প্রচুর পরিমানে বিল আসে।যেমন এক ভাই টিকেট কেটেছিল ৪ মান দিয়ে ফোন বিল এসেছিল প্রায় ৬ মান।

সবশেষে অনলাইন টিকেটে যেমন সুবিধা আছে তেমন অসুবিধা ও অনেক আছে।তাই নিজে নিজে টিকেট কাটতে অনিরাপদ মনে করলে আমাদের কে নক দিবেন।Ichiban cheap Travels টিকেট কেটে আপনাকে পৌঁছে দিবে আপনার মায়ের কোলে।
ধন্যবাদ সবাইকে।

আসসালামুআলাইকুম।০১ জুলাই ২০২৫ থেকে ঢাকা/নারিতা রুটে বিমান বাংলাদেশ আর চলাচল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুতরাং যেসব ...
17/06/2025

আসসালামুআলাইকুম।
০১ জুলাই ২০২৫ থেকে ঢাকা/নারিতা রুটে বিমান বাংলাদেশ আর চলাচল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুতরাং যেসব ভাইয়েরা জুলাই এর ১ তারিখের পরে টিকেট কেটেছেন সবার টাকা রিফান্ড দেওয়ার জন‍্য আবেদন করা হয়েছে।রিফান্ড আসলে যথাসময়ে ফেরত দেওয়া হবে।

আবার নতুন করে অন‍্য বিমানে টিকেট কাটতে চাইলে সবাই যোগাযোগ করুন।

What’s app
+817026662980

Ichiban Cheap Travels.

18/05/2025

১ জুন না,১ জুলাই থেকে ঢাকা নারিতা রুট বিমান বাংলাদেশ স্হগিত করা হয়েছে।ইন্ডিপেন্ডেন্ট টিভি ভুল নিউজ প্রচার করেছে।বিস্তারিত কমেন্টে।

18/05/2025

১ জুন থেকে নয় সম্ভবত ১ জুলাই থেকে DHAKA~NARITA FLIGHT স্হগিত করা হয়েছে।
সবাই সঠিক নিউজ পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন।
Ichiban cheap Travels.

বিমান বাংলাদেশ।জাপান থেকে সপ্তাহে মোট যাওয়া আসা সহ ৪ টি ফ্লাইট,১ মাসে মোট ১৬ টি ফ্লাইট।যাওয়া/আসার সময় একটা সিট যে খালি থ...
08/05/2025

বিমান বাংলাদেশ।

জাপান থেকে সপ্তাহে মোট যাওয়া আসা সহ ৪ টি ফ্লাইট,১ মাসে মোট ১৬ টি ফ্লাইট।

যাওয়া/আসার সময় একটা সিট যে খালি থাকে,এটা আপনি দেখাতে পারবেন না।মানুষে ভরপুর থাকে ২ টা ফ্লাইট হওয়ার পর থেকে।
হাতে ৭ কেজি/লাগেজে ৩৫ কেজি।এক কেজিও এক্সট্রা নিতে দেয়না।এছাড়া ১০ কেজি মাল বাড়াইতে নেয় প্রায় ২০০০০ ইয়েন।

আরো আছে,
বিমানে করে সবজি/ফল,মূল এনে জাপানে ব‍্যবসা করতেছে।
কার্গো সার্ভিস তো আছেই।
এছাড়া ভাড়াও রাউন্ড ট্রিপ ৮ মানের কমে নেই।

এত কিছুর পরেও নাকি,প্রতি মাসে ২১ কোটি টাকা লস হচ্ছে।এটা কি শয়তানে বিশ্বাস করবে?

এখন উনারা মিটিং করতেছে বিমান চালু রাখবে নাকি রাখবে না।কি একটা অবস্হা।
তো এরকম হলে বন্ধ করে দেওয়া ই ভালো।নিজ দেশের যারা ভাল চায়না,দেশের মানুষের ভাল চায়না,দূর্নীতিবাজি করেই যাচ্ছে।এদের কে আসলে আল্লাহ ছাড়া ধরার আর কেউ নেই।

24/04/2025

জাপানে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ৬ জুন শুক্রবারে অথবা ৭ জুন শনিবারে।
Ichiban Cheap Travels

23/04/2025

“জুন এর ২ তারিখ” ঈদ এর আগে বিমান বাংলাদেশের নারিতা টু ঢাকা রুটের শেষ ফ্লাইট।আর এই ফ্লাইটের টিকেট মোটামুটি শেষ পর্যায়ে।এটা ১২ মান হওয়ার আগে এখন ই কিনে ফেলুন।

বিমানের এই বৈষম্য দূর হোক।মনে করুন আপনি কোন দেশে যাওয়ার জন‍্য একটি টিকেট কাটলেন।তো আপনাকে হ‍্যান্ড লাগেজে দিল ৭ কেজি আর ...
20/04/2025

বিমানের এই বৈষম্য দূর হোক।

মনে করুন আপনি কোন দেশে যাওয়ার জন‍্য একটি টিকেট কাটলেন।তো আপনাকে হ‍্যান্ড লাগেজে দিল ৭ কেজি আর বুকিং এ দিল ৪৬ কেজি,আর আপনার নিজের ওজন হলো ৬০ কেজি।তাহলে মোট হইলো ১১৩ কেজি।

আবার আরেকজন সেইম ফ্লাইটে ১ টা টিকেট কাটলো।সে ও হ‍্যান্ডে ৭ কেজি আর বুকিং এ ৪৬ কেজি পেল।কিন্তু তার নিজের ওজন ৯০ কেজি।তাহলে সে পাইলো মোট ১৪৩ কেজি।

তাহলে সব কিছু সেইম হয়ে,সেইম পে-মেন্ট করেও সে ৩০ কেজি বেশি পাইলো।
এটা কি বিমানের বৈষম্য না?

বিমানের অবশ‍্যই এই বৈষম্য দূর করা উচিত।
আপনার কি মনে হয়?
(ফানি পোষ্ট)

বিঃ দ্রঃ জুন মাসের কুরবানি ঈদের টিকেটের দাম বেড়ে যাচ্ছে।এখন ই আপনার টিকেট কেটে ফেলুন আর নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমান।

18/04/2025

কুরবানী ঈদ যারা দেশে করতে চান,তারা এখন ই টিকেট কেটে ফেলুন।নাহলে পরে এই টিকেটের দাম হবে ১৪/১৫ মান।
বিমান বাংলাদেশের টিকেট কাটতে এখন ই যোগাযোগ করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ichiban Cheap Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share